ভিশন রুম হিটারের দাম কত, ব্যবহারের নিয়ম ও ক্ষতিকর দিক ২০২৫
22 Dec, 2024
ভিশন রুম হিটারের দাম কত আপনি কি জানেন? চলুন আমি আপনাদের এই পোষ্টের মাধ্যমে জানাবো, বর্তমানে ভিশন, ওয়ালটন এসব রুম হিটারের দাম কত বাংলাদেশে সেই সম্পর্কে বিস্তারিত।বর্তমান ঠান্ডা পরিস্থিতিতে একটি রুম হিটার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অসহ্য ঠান্ডাতে বিশেষ করে ছোট ছোট কচিকাঁচাদের ঠান্ডা জনিত সমস্যায় পড়তে হয়। তবে যদি অতিরিক্ত ঠান্ডায় যদি রুম হিটার ব্যবহার করা হয় তাহলে রুমের ভিতর ঠান্ডা এড়িয়ে ঘরকে গরম রাখে।আজকের পোস্টে আলোচনা করব ভিশন রুম হিটারের দাম কত, ব্যবহারের নিয়ম, ক্ষতিকর দিক এবং রুম হিটার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে।
ভূমিকা - ভিশন রুম হিটারের দাম কত
রুম হিটার ঘর গরম করার জন্য ব্যবহার করা হয়। বিশেষ করে ঠান্ডার সময় অথবা শীতকালে ঘর গরম রাখতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। রুম হিটার এর ইংরেজি নাম কমফোর্টার(Room Comforter) যা মূলত ঠান্ডা জন্য ব্যবহার উপযোগী। ছোট্ট সোনামণিদের ঠান্ডার জনিত সমস্যা থেকে এড়িয়ে চলতে অতিরিক্ত শীতকালে রুম হিটার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সুতরাং শীতকালে ছোট বাচ্চা আছে এমন পিতা-মাতার রুম হিটার নেয়া প্রয়োজন। তবে অধিকাংশ ব্যক্তি বাংলাদেশে রুম হিটারের দাম কত তা জানে না। আজকের পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন, ওয়ালটন ও ভিশন রুম হিটারের দাম কত সম্পর্কে বিস্তারিত।
ভিশন রুম হিটারের দাম কত?
বর্তমানে একাধিক ব্যান্ডের বিভিন্ন মডেলের রুম হিটার পাওয়া যায়। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ভিশন রুম হিটার। যা তুলনামূলক দামের দিক থেকে সাশ্রয়। ভিশন রুম হিটার বর্তমানে সবচেয়ে বেশি 5900 টাকা এবং কম মূল্যের 1485 টাকায় পাওয়া যায়। নিচে ভিশন রুম হিটারের দাম ও মডেল দেওয়া হলো:
ভিশনরুমহিটারেরমডেলনাম
দাম-২০২৫
VISION Room Heater Simple
২৭৯০টাকা
Vision Room comforter Radiator White
৩৫৫৫টাকা
Vision Room comforter Radiator Black
৩৫৫৫টাকা
VISION Room Comforter REL Radiator Black
৩৫৫৫টাকা
VISION Room Comforter REL Radiator White
৩৫৫৫টাকা
Vision Room Comforter Wall Mount -02
৫৩১০টাকা
ViGO Room Heater Cozy
১৪৮৫টাকা
VISION Room Comforter Easy Green
১৪৮৫টাকা
VISION Room Comforter Easy Red
১৪৮৫টাকা
VISION Room Comforter Easy Yellow
১৪৮৫টাকা
VISION Room Comforter Easy Black
১৪৮৫টাকা
Vision Room Comforter Easy Gray
১৪৮৫টাকা
Vision Room Comforter Flaming
২৭০০টাকা
Vision Room Heater Comfort VE
২৩৪০টাকা
Vision Room comforter Deluxe
২০০০টাকা
Vision Room Comforter With Automatic
২৭৯০টাকা
Vision Room Heater Fire with Smooth Moving
৩২৪০টাকা
VISION Room Comforter Wall Mount 01
৫৯০০টাকা
ওয়ালটন রুম হিটারের দাম কত?
বাংলাদেশি ব্যান্ডের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ওয়ালটন রুম হিটার। ওয়ালটন পণ্যগুলো নির্ভরযোগ্য হয় ওয়ালটন কোম্পানির অন্যান্য প্রডাক্টের পাশাপাশি রুম হিটারও খুবই জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে ওয়ালটনের পণ্য রুম হিটার সহ অন্যান্য দেশের সেরা হয়ে উঠেছে।
আমাদের অনেকের পছন্দের হচ্ছে ওয়ালটন কোম্পানির রুম হিটার। কিন্তু আমরা অনেকেই জানিনা ওয়ালটন রুম হিটারের সঠিক দাম কত টাকা। আজকের পোস্টের মাধ্যমে আপনাদের জানানো হয়েছে, ওয়ালটন রুম হিটারের দাম কত টাকা সেই সম্পর্কে। ইতিপূর্বে আপনারা জানতে পেরেছেন, ভিশন রুম হিটারের দাম কত সেই সম্পর্কে।
ওয়ালটনরুমহিটারেরমডেল
রেগুলারদাম
অফারদাম
WRH-FH002
১৬৫০টাকা
১৪৮৫টাকা
WRH-FH003
২৩৭০টাকা
২১৩৩টাকা
WRH-PTC0X
২৯৯০টাকা
২৬৯১টাকা
WRH-PTC205T
৪৯৯৯টাকা
৪৪৯১টাকা
WRH-PTC302W
৭৫০০টাকা
৬৭৫০টাকা
WRH-PTC001
২৬০০টাকা
২৩৪০টাকা
WRH-PTC006
২৫৫০টাকা
২২৯৫টাকা
WRH-PTC007
২২৯০টাকা
২০৬১টাকা
WRH-PTC009
২১০০টাকা
১৮৯০টাকা
WRH-PTC203T
৪৫০০টাকা
৪০৫০টাকা
WRH-PTC301W
৪৭০০টাকা
৪২৩০টাকা
WRH-PTC003
২৫০০টাকা
২২৫০টাকা
WRH-PTC004
৩২০০টাকা
২৮৮০টাকা
WRH-PTC202
৩৫০০টাকা
৩১৫০টাকা
WRH-PTC002
০
০
রুম হিটারের দাম কত?
বর্তমানে দেশে ভিন্ন ভিন্ন ব্যান্ডের ভিন্ন ভিন্ন মডেল এর রুম হিটার পাওয়া যাচ্ছে। যদিও জনপ্রিয়তা শীর্ষে রয়েছে ভিশন ভিশন(Vision), ওয়ালটন(Walton) ইত্যাদি। রুম হিটারের দাম সাধারণত ব্যান্ডের এবং মডেলের উপর নির্ভরশীল। একেক ব্যান্ড ও একেক মডেলের রুম হিটারের দাম একেক রকম। আমরা জানতে পেরেছি, ভিশন রুম হিটারের দাম কত ও ওয়ালটন রুম হিটারের দাম কত টাকা। এখন আমরা জানবো, অন্যান্য ব্র্যান্ড ও মডেলের রুম হিটারের দাম কত টাকা সে সম্পর্কে।
Nova Fan System Electric Room Heater নিয়মিত দাম-১৭৬৭ টাকা,
কনকনে শীতের কাঁপুনি এড়িয়ে চলতে এবং রুমের আদ্রতা বজায় রাখতে প্রয়োজন রুম হিটারের। রুম হিটার অল্প সময়ের মধ্যে ঘরের তাপমাত্রা বৃদ্ধি করে এবং ঘরকে রাখে গরম উষ্ণ। যার ফলে কিছুটা হলেও কনকনে শীতের থেকে রেহাই পাওয়া যায়। তবে এই রুম হিটার শিশুদের জন্য কার্যকর।
শিশুদেরকে ঠান্ডা থেকে বাঁচাতে এবং তাদের শরীরের আদ্রতা বজায় রাখতে শীতকালে রুম হিটার খুবই গুরুত্বপূর্ণ। তবে শুধু রুম হিটার নিলে নয়, বরং রুম হিটার ব্যবহারে সঠিক নিয়ম। আমরা অনেকেই রুম হিটার কিভাবে ব্যবহার করতে হয় তার সঠিক নিয়ম জানিনা। চলুন জেনে নেই, রুম হিটার ব্যবহারের নিয়ম।
প্রথমে রুম হিটার কারেন্ট এর সাথে যুক্ত করুন।
তারপর রুম হিটারে থাকা সুইচ দিয়ে চালু করুন।
রুম হিটার চালু করে কিছু সময় অপেক্ষা করুন।
কিছুক্ষণ পরে ঘরের তাপমাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে।
ঘরের তাপমাত্রা স্বাভাবিক হলে রুম হিটার বন্ধ করুন।
একটি ঘরের স্বাভাবিক তাপমাত্রা অথবা গরম করতে প্রায় তিন থেকে চার ঘণ্টা রুম হিটার চালু রাখলে যথেষ্ট।
আপনার ব্যবহৃত রুম হিটার যদি বেশি ওটের হয় তাহলে রুম হিটারের জন্য আলাদা বৈদ্যুতিক বোর্ড ব্যবহার করা উত্তম।
রুম হিটার ব্যবহার করার পূর্বে ঘরের জানালা, দরজা অন্যান্য ছিদ্র বন্ধ রাখুন।
দরজার, জানালার অথবা ঘরের ফাটা জায়গাগুলো কাপড় অথবা কাগজ দিয়ে বন্ধ করে দিন। কারণ ফাঁকা অথবা ছিদ্র আছে এমন স্থান দিয়ে ঠান্ডা বাতাস ঢুকে আবার ঘর ঠান্ডা করে দিবে।
রুম হিটার ব্যবহারে শিশুদের নাগালের বাইরে রাখুন।
রুম হিটার ঘরের এমন এক স্থানে রাখবেন যেগুলো খুব কম ব্যবহার এবং যাতায়াত করার প্রয়োজন হয় না।
এছাড়াও রুম হিটারের রাখার জায়গা অথবা আশপাশ যেন ফাঁকা থাকে।
রুম হিটারের ক্ষতিকর দিক
শীত বৃদ্ধির সাথে সাথে অনেকেই ব্যবহার করেন রুম হিটার। রুম হিটার দ্রুত ও তাৎক্ষণিক রুম গরম করে থাকলেও এটি শরীরের জন্য খুবই ক্ষতিকর। রুম এটার ব্যবহার করে আপনি হয়তো সাময়িকের জন্য ঘর এর তাপমাত্রা গরম রাখতে পারবেন। তবে নিয়মিত ও দৈনিক রুম হিটার ব্যবহার করলে দেহে কঠিন রোগের বাসা বাঁধতে পারে।
রুমে ব্যবহার করা রুম হিটার এর নির্গত গরম বাতাস ঘরের আদ্রতা শুষে নেই এবং ঘরকে গরম করে। এতে ঘরের উপস্থিত অক্সিজেন পুড়িয়ে দেয়। যা দেহের জন্য খুবই ক্ষতিকর, এর ফলে শরীরে বাসা বাঁধে বিভিন্ন জটিল কঠিন রোগ। নিচে রুম হিটারের ক্ষতিকর দিক উল্লেখ করা হলো:
রুম হিটার থেকে রাসায়নিক পদার্থ নির্গত হয়। যা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীরের ভেতর প্রবেশ করে এবং দেহের বিভিন্ন অঙ্গ পতঙ্গ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে এলার্জি, হাঁপানি ও এজমা থাকলে কোন হিটার ব্যবহার করা উচিত নয়।
রুম হিটার ব্যবহারে গরম বাতাস বের হয়। যা তোকে শুষ্ক ও রুক্ষ করে তুলে। এমনকি রুম হিটারের ফলে মাথা ব্যথা, অনিদ্রা ইত্যাদি সমস্যা সৃষ্টি হয়। হ্যালোজেন হিটার, ব্লোয়ারের ব্যবহার, ও কনভেনশন হেডার ব্যবহারে ব্যক্তিকে ধীরে ধীরে অসুস্থ করে তুলতে পারে।
কোন ক্রমেই রুম হিটারের পাশে বসা উচিত নয়। অ্যাজমা রোগীরা যদি রুম হিটার ব্যবহার করেন তাহলে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি ও শারীরিক ক্ষতিতে করতে পারেন। শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকলে রুম হিটারে থেকে দূরে থাকা উত্তম। এমনকি সাইনাস ও বঙ্কাইটিস রোগীরা রুম হিটারের ব্যবহারে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে।
রুম হিটার ব্যবহারে সাইনাস ও বঙ্কাইটিস রোগীদের তাদের ফুসফুসে কফ জমতে শুরু করে। ফলে তাদের হাঁচি কাশি শুরু হয়। ধীরে ধীরে ফুসফুসে জমে যাওয়া কফ শুকিয়ে গেলে তা জটিলতা সৃষ্টি হয় পরে এন্টিবায়োটিকের প্রয়োজন হয়।
দৈনিক রুম হিটার ব্যবহার ব্যক্তিদের বমি, মাথাব্যথা, গা গোলানো, কাশি, শ্বাস প্রশ্বাস সংক্রান্ত, সমস্যা এজমা, নাক বন্ধ হয়ে যাওয়া চোখ শুকানো ইত্যাদি সমস্যা ও জটিলতা দেখা যায়। যা রোগীদের জন্য বিপদজনক হয়ে দাঁড়ায়।
গ্যাস হিটার অথবা এলপিজি হিটার ব্যবহার করলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা যেমন কাশি, বুক ঘর ঘর শব্দ, হাঁচি, ফুসফুসের খুঁটির লক্ষণ দেখা যায়। এছাড়াও এই ধরনের থেকে কার্বন মনোক্সাইড নির্গত হয় যা ছোট শিশু ও বয়স্কদের জন্য খুবই ক্ষতিকর।
রুম হিটার ব্যবহারে সতর্কতা
বিশেষজ্ঞদের মতে, যারা অ্যাজমা রোগে ভুবেন তাদের জন্য ওয়েল হিটার ব্যবহার করা যায়। সাধারনত ওয়েল হেটারগুলো তেল ভর্তি পাইপ দ্বারা পরিচালিত। এই হিটারগুলো ঘরকে শুষ্ক হতে দেয় না।
যদি রুম হিটার ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে একটানা রুম হিটার না চালিয়ে কিছু সময় বন্ধ করে চালানো উচিত।
সাইনাস ও বঙ্কাইটিস এর সমস্যা থাকলে হিউমিডিফায়ার ব্যবহার করা উত্তম। এটি ঘরের বায়ুর আদ্রতা বজায় রাখে, ফলে শ্বাসকষ্ট না হওয়ার সম্ভাবনা থাকে।
রুম হিটার ব্যবহার করলে তা কখনোই কম্বল বাড়লে এর নিচে ব্যবহার করবেন না। কারণ এতে আগুন লাগার সম্ভাবনা থাকে।
হিটারের তাপমাত্রা সর্বদা নির্দিষ্ট রাখুন।
রুম হিটার ব্যবহার করলে নির্দিষ্ট কিছু সময় পর পর চা কফি অথবা স্যুপ পান করুন। এতে গলার আদ্রতা বজায় রাখবে।
রুম হিটার ব্যবহার করার সময় পাত্র ভর্তি করে ঘরের কোন এক স্থানে পানি রাখুন।
ত্বকের আদ্রতা বজায় রাখতে রুম হিটার ব্যবহারকারীদের মোশচারাইজার ব্যবহার করা উচিত।
রুম হিটার ব্যবহার করলে এর খরচ যদিও সুনির্দিষ্ট নয়। কেননা রুম হিটার ব্যবহারের খরচ নির্ভর করে তার ব্যবহারের, ব্যবহৃত স্থানের আবহাওয়ার উপর, রুম স্পেস উপর, এছাড়াও রুম হিটারের উপর নির্ভরশীল। যদি ১৫০০ ওয়াটের একটি রুম হিটার টানা এক ঘন্টা চালানো যায় তাহলে প্রায় ৮.৫ টাকা কারেন্ট বিল আসতে পারে।
রুম হিটার কেন প্রয়োজনীয়?
অতিরিক্ত শীতে লেপ গ কম্বল ব্যতীত ঘরের উষ্ণতা তৈরি করতে রুম হিটার ব্যবহার করা হয়। তবে ঘরের আয়তন অনুযায়ী রুম হিটারব্যবহার করা উত্তম। ঠান্ডা জড়িত সমস্যা ও ঠাণ্ডা ঠেকাতে রুম হিটার ব্যবহার করা প্রয়োজন হয়।
একটি রুম হিটার কতটুকু জায়গা গরম রাখতে পারে?
সাধারণত রুম হিটারের ধরন ও ক্ষমতা অনুযায়ী কতটুকু জায়গা গরম করতে পারে তার নির্ভর করে। হিটারের ক্ষমতা বা ওয়াট যত বেশি এর তাপমাত্রা তত বেশি পাওয়া যায়। সাধারণত ১৫০০ ওয়াটের একটি রুম হিটার প্রায় ১৫০ জায়গা গরম করতে পারে।
উপসংহার - ভিশন রুম হিটারের দাম কত
আজকের পোষ্টের মূল আলোচ্য বিষয়, ভিশন রুম হিটারের দাম কত টাকা সেই সম্পর্কে। এছাড়াও এই পোষ্টের মাধ্যমে আরও আলোচনা করা হয়েছে, ওয়ালটন রুম হিটারের দাম কত, রুম হিটার ব্যবহারের নিয়ম এবং রুম হিটারের ক্ষতিকর দিক সম্পর্কে। আশা করি, আপনারা রুম হিটার এর সঠিক দাম এবং ব্যবহারের নিয়ম ও ক্ষতিকর দিক সম্পর্কে জানতে পেরে উপকৃত হয়েছেন। আমাদের রুম হিটার ব্যবহারের পূর্বে উপরে উল্লেখিত বিষয় সম্পর্কে ভালোভাবে বিবেচনা করে রুমটার ব্যবহার করা উচিত।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url