বাটন মোবাইলে বিকাশে টাকা দেখার নতুন নিয়ম 2024
বাটন মোবাইলে বিকাশে টাকা দেখার নিয়ম যদি আপনাদের জানা থাকে, তাহলে আপনার বাটন মোবাইল ফোনে বিকাশে কত টাকা আছে তা সহজে দেখে নিতে পারবেন। আপনি যদি স্মার্টফোন অথবা মোবাইল অ্যাপস ব্যবহার না করেন তাহলে বিকাশে টাকা দেখার নিয়ম জেনে অনায়াসে বাটন মোবাইলের মাধ্যমে ব্যালেন্স দেখতে পারবেন।
বর্তমানে মোবাইল ব্যাংকিং পরিষেবা বিকাশ খুবই জনপ্রিয়। সেই সাথে অন্যান্য মোবাইল ব্যাংকিং এর তুলনায় বিকাশ ব্যবহারকারীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে। আজকের পোষ্টের মাধ্যমে আমি আপনাদের জানাবো, বাটন মোবাইলে বিকাশে টাকা দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত। সুতরাং আপনারা যদি বাটন মোবাইল ফোনের মাধ্যমে বিকাশে কত টাকা আছে তা দেখতে চান তাহলে অবশ্যই আজকের পোস্টটি সম্পূর্ণ পড়তে হবে।
বাটন মোবাইলে বিকাশে টাকা দেখার নিয়ম 2024
অধিকাংশ বিকাশ ব্যবহারকারীরা বাটন মোবাইল ফোনের মাধ্যমে বিকাশ ব্যবহার করেন। কিন্তু তাদের মধ্যে অনেকে জানেনা বাটন মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে টাকা দেখতে হয়। তবে সকল বিকাশ ব্যবহারকারীদের বাটন মোবাইল ফোনের মাধ্যমে বিকাশে টাকা দেখার সঠিক নিয়ম জেনে রাখা আবশ্যক। কারণ যে কোন সময় বাটন মোবাইল ফোনের মাধ্যমে বিকাশ ব্যবহারকারীদের টাকা দেখার প্রয়োজন হতে পারে।
আরো পড়ুনঃ নতুন বিকাশ একাউন্ট খোলার অফার 2024
কেননা বিকাশ ব্যবহারকারীরা সবার স্মার্ট মোবাইল ফোন, ইন্টারনেট বা বিকাশ অ্যাপ ব্যবহার করেন না। কিন্তু আপনাদের বাটন ফোনে বিকাশে টাকা দেখার সঠিক নিয়ম জানা না থাকায় ঝামেলার মধ্যে পড়তে হয়। সুতরাং বাটন ফোনের মাধ্যমে বিকাশের টাকা দেখার নিয়ম আমাদের সকল বিকাশ ব্যবহারকারীদের জানা আবশ্যক।
ইউএসএসডি কোড ব্যবহার করে বাটন মোবাইল ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম
বাটন মোবাইল ফোন ব্যবহার করে বিকাশে ইউএসএসডি ডায়াল করার মাধ্যমে অনা আসে আপনার ব্যবহৃত বিকাশ একাউন্টের টাকার পরিমাণ জেনে নিতে পারবেন। বিকাশের ইউএসএসডি কোড ডায়াল করে বাটন মোবাইল ফোনে ব্যালেন্স চেক করা খুবই সহজ। বিকাশের ইউএসএসডি কোড *247# ডায়াল করে বিকাশে টাকা দেখতে হয়। ইউএসএসডি কোড ব্যবহার করে বাটন মোবাইলে বিকাশে টাকা দেখার নিয়ম বা ধাপগুলো পর্যায়ক্রমে উপস্থাপন করা হলো।
ইউএসএসডি কোডের ব্যবহার
বাটন মোবাইলে বিকাশে টাকা দেখার নিয়ম গুলোর মধ্যে প্রথম ধাপ হচ্ছে- বাটন মোবাইল ফোনের মাধ্যমে বিকাশ এর টাকা চেক করতে প্রথমত আপনার ব্যবহারিত বাটন মোবাইল এর ডায়াল প্যাডে ডায়াল করতে হবে *247# বা *২৪৭#, আপনার ব্যবহৃত বাটন মোবাইল ফোনে যদি দুইটি সিম থাকে তাহলে আপনার বিকাশ অ্যাকাউন্ট আছে এমন সিমটি নির্বাচন করুন।
My bKash নির্বাচন করুন - বিকাশে টাকা দেখার নিয়ম
ইউএসএসডি কোড *247# এ কল দেওয়ার পর আপনার বাটন মোবাইল ফোনের স্ক্রিনে বিকাশের ১-১০ টি বিকাশ এর সার্ভিস সমূহ লিস্ট আকারে দেখতে পাবেন। সেখানে লিস্ট আকারে থাকা My bKash অথবা 9 নাম্বার অপশনটি নিচের ফাঁকা স্থানে লিখুন। ফাঁকা স্থানের সংখ্যা 9 লিখে send বাটনে ক্লিক করুন।
Check Balance থেকে বিকাশ ব্যালেন্স চেক করুন
সংখ্যা 9 এ থাকা My bKash অপশনটি নির্বাচন করার পরে আপনার সামনে নিচে প্রদর্শিত এমন একটি স্ক্রিন দেখতে পাবেন। সেখানে প্রথম অপশন Check Balance রয়েছে, এর মাধ্যমে আপনি আপনার বিকাশের টাকা দেখতে পারবেন। বিকাশ ব্যালেন্স চেক করতে 1 নাম্বার Check Balance ফাঁকা স্থানে 1 লিখে send বাটনে ক্লিক করে send করুন।
আপনার বিকাশের পিন - বাটন ফোনে টাকা দেখার নিয়ম
বিকাশের সব ধরনের সেবা পেতে বিকাশ ব্যবহারকারীদের ৫ সংখ্যার নিজস্ব গোপনীয় পিন কোড দিয়ে ভেরিফিকেশন করার প্রয়োজন হয়। বিকাশ ব্যালেন্স চেক করতে Enter PIN অপশনে নিজস্ব গোপন ৫ সংখ্যার পিন লিখে send বাটনে ক্লিক করুন।
বাটন মোবাইলে বিকাশে টাকা দেখার নিয়ম শেষের ধাপ
উপরের দেখানো ধাপ গুলো শেষ করে এ ধাপে আপনার বাটন মোবাইলের স্ক্রিনে বিকাশের ব্যালেন্স দেখতে পাবেন। আপনি যদি উপরের ধাপগুলো সঠিকভাবে সম্পূর্ণ করেন তাহলে অনায়াসে আপনার বিকাশে কত টাকা আছে বাটন মোবাইলের মাধ্যমে জানতে পারবেন। মূলত বাটন মোবাইল ফোনের মাধ্যমে টাকা দেখার এটি হচ্ছে সঠিক নিয়ম।
বিকাশে টাকা পাঠানোর নিয়ম
বিকাশে টাকা আদান প্রদানের দুইটি নিয়ম রয়েছে যেমন পার্সোনাল (Personal) এবং এজেন্ট (Agent)। পার্সোনাল (Personal) ব্যক্তিগত কারো নাম্বারে টাকা পাঠানোর জন্য ব্যবহার করা হয় যা টাকা পাঠাতে send money অপশন ব্যবহার করতে হয়। এজেন্ট (Agent) মূলত cash out অপশনটি ব্যবহার করতে হয় যার মাধ্যমে টাকা তোলা বা হাতে নেওয়ার জন্য ব্যবহার করা হয়।
আরো পড়ুনঃ
বিকাশ কোড নাম্বার
সকল বিকাশ ব্যবহারকারীদের বিকাশের পরিষেবা গ্রহণের জন্য বিকাশ কর্তৃক পদার্থের নির্দিষ্ট একটি বিকাশ কোড নাম্বার রয়েছে। যা ব্যবহার করে বিকাশের সকল পরিষেবা পাওয়া যায়। বিকাশের কোড নাম্বারটি তিন সংখ্যার যা হল *247# অথবা *২৪৭# এটিকে USSD কোড বলা হয়।
বিকাশ একাউন্ট নাম্বার দেখার নিয়ম
বিকাশ একাউন্ট খোলার সময় আপনি যে নাম্বার ব্যবহার করবেন সেই নাম্বারটি হবে আপনার বিকাশ একাউন্ট এর নাম্বার। এছাড়াও আপনি যদি বিকাশ অ্যাপ ব্যবহার করেন তাহলে সহজেই আপনার বিকাশ একাউন্ট নাম্বার দেখতে পারবেন।
প্রশ্ন ও উত্তর - বাটন মোবাইলে বিকাশে টাকা দেখার নিয়ম
বিকাশে প্রতি হাজারে কত টাকা কাটে?
স্বাভাবিকভাবে আপনি যদি বিকাশ থেকে টাকা হাতে নিতে অথবা ক্যাশ আউট করেন তাহলে প্রতি হাজারে চার্জ করা হয় বা কাটে ১৮ টাকা ৫০ পয়সা। আর বিকাশ অ্যাপ ব্যবহার করে টাকা ক্যাশ আউট করলে প্রতি হাজারে কাটবে ১৭ টাকা ৫০ পয়সা। আবার আপনি যে এজেন্ট এর মাধ্যমে টাকা ক্যাশ আউট করবেন সেই এজেন্ট প্রিয় করে ক্যাশ আউট করেন তাহলে প্রতি হাজারে চার্জ কাটবে ১৪ টাকা ৫০ পয়সা।
একটি বিকাশ একাউন্ট থেকে দৈনিক কত টাকা উঠানো যায়?
একজন বিকাশ অ্যাকাউন্ট ব্যবহারকারী তার নির্দিষ্ট একটি বিকাশ একাউন্ট থেকে দিনে সর্বোচ্চ ২৫ হাজার টাকা এবং মাসে ১ লক্ষ্য ৫০ হাজার টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন।
বিকাশে কত ডায়াল করে টাকা দেখতে হয়?
বিকাশ অ্যাকাউন্ট খোলার পরে বিকাশের টাকা দেখার জন্য নির্দিষ্ট একটি কোড রয়েছে। যা শুধুমাত্র বিকাশ একাউন্ট খোলা আছে এমন নাম্বারে ব্যবহার করা যায়। বিকাশে *247# এই নাম্বারটি ডায়াল করে টাকা দেখতে হয়।
বাটন মোবাইল ফোনে বিকাশের ব্যালেন্স কিভাবে চেক করব?
এই পোষ্টের উপরে ছবিসহ বিস্তারিত বাটন মোবাইলে বিকাশে টাকা দেখার নিয়ম দেওয়া হয়েছে। আপনি যদি বাটন ফোন অথবা ফিচার ফোন অথবা বিকাশ অ্যাপ ব্যবহার করা যায় না এমন একটি স্মার্টফোন ব্যবহার করে থাকেন তাহলে বিকাশের USSD কোড ব্যবহার করে ব্যালেন্স চেক করতে হবে। তাহলে আপনি আপনার বাটন মোবাইল ফোন থেকে বিকাশের ইউএসএসডি USSD কোড *247# ডায়াল করে বিকাশের ব্যালেন্স চেক করতে পারবেন।
আরো পড়ুনঃ
উপসংহার - বাটন মোবাইলে বিকাশে টাকা দেখার নিয়ম
আজকের পোষ্টের মূল আলোচ্য বিষয় বাটন মোবাইলে বিকাশে টাকা দেখার নিয়ম সম্পর্কে। গ্রাম অঞ্চলের অধিকাংশ বিকাশ ব্যবহারকারীরা বাটন মোবাইল ফোনে বিকাশ ব্যবহার করেন। এছাড়াও কিছু লোকের স্মার্ট ফোন থাকলেও তারা বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারেন না। তাই তাদের বাটন ফোনের মতো করে বিকাশের টাকা বা ব্যালেন্স চেক করতে হয়। সেই জন্য আজকের পোস্টের মাধ্যমে উক্ত বিষয় বাটন মোবাইল ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
আশা করি আপনারা উক্ত বিষয় সম্পর্কে জেনে উপকৃত হবেন। এছাড়াও বিকাশ সম্পর্কিত এমনকি যেকোনো তথ্য যদি জানার থাকে তাহলে আমাদের ওয়েবসাইট মানিমেকারআইটিতে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আপনাদের কমেন্টের সর্বাধিক অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করব।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url