সেন্টমার্টিন দ্বীপের হোটেল ভাড়া: সেরা হোটেলের ফোন নাম্বার

সেন্টমার্টিন দ্বীপের হোটেল ভাড়া কত আপনি কি জানেন? তবে না জানলে সমস্যা নেই। কারণ আমি আপনাদের এই পোষ্টের মাধ্যমে জানাতে চলেছি, সেন্টমার্টিন দ্বীপ এর বর্তমান হোটেল ভাড়া কত এবং সেন্টমার্টিন দ্বীপ এর রিসোর্ট বর্তমান খরচ কত টাকা সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।
সেন্টমার্টিন দ্বীপের হোটেল ভাড়া
সেন্টমার্টিন দ্বীপের হোটেল ভাড়া
আমাদের প্রত্যেকের স্বপ্নের ভ্রমণ শহর হচ্ছে সেন্টমার্টিন দ্বীপ। অনেকের মধ্যে আছে যারা সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ যাওয়ার পূর্বে এর হোটেল ভাড়া, ভ্রমণ ও রিসোর্ট খরচ সম্পর্কে জানতে চাই। আমি আপনাদের জানাবো, সেন্টমার্টিন দ্বীপের হোটেল ভাড়া কত টাকা সেই সম্পর্কে বিস্তারিত।

পোস্টের সূচিপত্র - সেন্টমার্টিন দ্বীপঃপ্রিয় বন্ধুরা, আজকের পোস্টে আমরা জানতে চলেছি সেন্টমার্টিন দ্বীপের হোটেল ভাড়া সম্পর্কে সকল তথ্য। তাই আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক সেনমাটিন দ্বীপের বর্তমান হোটেল ভাড়া কত।

ভূমিকা - সেন্টমার্টিন দ্বীপ

সেন্টমার্টিন দ্বীপ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেরা ও জনপ্রিয় দ্বীপ। যার আয়তন প্রায় ১৭ বর্গ কিলোমিটার। এই ১৭ বর্গ কিলোমিটার এর স্বপ্নের শহর সেন্টমার্টিন দ্বীপে প্রায় ১৫০ টিরও বেশি হোটেল ও রিসোর্ট আছে যা ভ্রমণ প্রিয়াসুদের যা থাকার জন্য বানানো হয়েছে।

সেন্টমার্টিন দ্বীপে সাধারণত শুকনো মৌসুম যথা অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সবচেয়ে বেশি পর্যটকদের ভিড় দেখা যায়। সেনমাটিন দ্বীপের জন্য বানানো হোটেল ও রিসোর্ট গুলোতে ভাড়া থাকার জন্য রুম ভাড়া নেয়া হয় প্রায় 500 টাকা থেকে 15000 টাকা পর্যন্ত।

স্বপ্নের ভ্রমণ শহর সেন্টমার্টিন দ্বীপে যদি ছুটির দিনে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই পূর্বেই হোটেল বা রিসোর্ট বুকিং দিয়ে নিতে হবে। কেননা বন্ধের দিনে সবচেয়ে বেশি পর্যটকদের ভীর দেখা যায় এবং হোটেল নাও পাওয়া যেতে পারে। আজকের পোস্টের মূল আলোচ্য বিষয়, সেন্টমার্টিন দ্বীপের হোটেল ভাড়া সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

সেন্টমার্টিন দ্বীপের হোটেল ভাড়া

সেন্টমার্টিন দ্বীপের ভ্রমণ প্রেমীদের রাত্রিযাপনের জন্য সেখানে হোটেল রিসোর্ট ভাড়া পাওয়া যায়। সেন্টমার্টিন দ্বীপের হোটেল গুলোর নির্দিষ্ট ভাড়া রয়েছে। সাধারণত সেন্টমার্টিন এর হোটেলের ভাড়ার পরিমাণ সর্বনিম্ন 500 টাকা থেকে সর্বোচ্চ 15000 টাকা নেওয়া হয়।

সেন্টমার্টিন দ্বীপের হোটেলের প্রকারভেদ

সেন্টমার্টিন দ্বীপের রাত্রিযাপনের জন্য যেসব হোটেল রিসোর্ট আছে সেগুলোর অবস্থানের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হয়েছে। যেমন: ১। পূর্ব বিচ হোটেল রিসোর্ট, ২। পশ্চিম বিচ হোটেল রিসোর্ট, ৩। উত্তর বিচ হোটেল রিসোর্ট।

পূর্ব বিচ হোটেল রিসোর্ট: পূর্ব বিচের হোটেল রিসোর্ট গুলো খুবই নান্দনিক এবং সবচেয়ে বেশি সাজানো গোছানো।

পশ্চিম বিচ হোটেল রিসোর্ট: পশ্চিম বিচের হোটেল গুলো হলো সেন্টমার্টিন দ্বীপের ভ্রমণকারীদের থাকার জন্য সবচেয়ে ভালো ও উত্তম হোটেল।

উত্তর বিচ হোটেল রিসোর্ট: পশ্চিম এর হোটেল রিসোর্ট গুলো জেটি ঘাট এর পাশাপাশি বাজার এর কাছে অবস্থিত। সাধারণত এই ধরনের হোটেল বা রিসোর্ট গুলোর ভাড়া তুলনামূলক কম। তাই কম বাজেটের হোটেল রিসোর্ট যারা খোঁজেন তাদের জন্য উপযুক্ত।

এছাড়াও এই বিচের হোটেলের ভাড়া সময়ের সাথে কম বেশি হয়। সাধারণত জানুয়ারি, ফেব্রুয়ারি ও ডিসেম্বরে উত্তর বিচের হোটেল রিসোর্ট এর ভাড়া সবচেয়ে বেশি থাকে। আপনি যদি সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে যেতে চান তাহলে অবশ্যই যাওয়ার পূর্বে হোটেল রিসোর্ট বুকিং করে নিবেন। বন্ধের সময় এমনকি সিজনাল সময়ে সেন্টমার্টিন দ্বীপের হোটেল রিসোর্ট গুলো সম্পূর্ণ বুকিং থাকে। যার ফলে থাকার জন্য ফাঁকা রুম পাওয়া যায় না।

সেন্টমার্টিন দ্বীপের সেরা হোটেলের ভাড়া ও ফোন নাম্বার

সেন্টমার্টিন দ্বীপকে বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র বলা হয়। এই পর্যটন এলাকাটির নারিকেল জিঞ্জিরার নামে পরিচিত। সেন্টমার্টিন দ্বীপের পর্যটন কেন্দ্রে বছরে প্রায় তিন লাখেরও বেশি মানুষ ভ্রমণ করেন। সেন্টমার্টিন দ্বীপের ভ্রমণের উপযুক্ত সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে এ সময় আবহাওয়া ভ্রমণের জন্য অনুকূল।

এসব অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ না থাকায় গরমের সময় সেন্টমার্টিন দ্বীপের ভ্রমণ খুবই কষ্টকর হয়। এমনকি ঝড় বৃষ্টির সমুদ্র উত্তাল পরিস্থিতিতে সমুদ্র ভ্রমণ করা মোটে উচিত না। সবদিক বিবেচনা করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে সবচেয়ে উত্তম এবং নিরিবিলি ভ্রমণের উপযুক্ত সময়।

সেন্টমার্টিন দ্বীপের সেরা ৩৫টি হোটেলের তালিকা

  1. ব্লু মেরিন হোটেল রিসোর্ট
  2. দ্বীপান্তর বিচ হোটেল
  3. সীমানা পেরিয়ে হোটেল
  4. এসকেডি হোটেল
  5. হ্যাভেন বিচ হোটেল রিসোর্ট
  6. সমুদ্র বিলাস হোটেল
  7. দ্যা আটল্যান্টিক হোটেল
  8. প্রাসাদ প্যারাডাইস হোটেল
  9. সি ভিউ রিসোর্ট এন্ড স্পোর্টস
  10. প্রিন্স হ্যাভেন হোটেল
  11. নীল দিগন্ত হোটেল রিসোর্ট
  12. হোটেল সি ইন
  13. সি প্রবাল হোটেল
  14. সমুদ্র কুটির হোটেল
  15. জ্যোৎস্নালয় বিচ হোটেল
  16. কোরাল ভিউ হোটেল
  17. ড্রিমারস প্যারাডাইস বিচ হোটেল
  18. রয়্যাল বিচ হোটেল
  19. ইকো ডিভাইন বিচ হোটেল
  20. গৌধুলি ইকো হোটেল
  21. কোরাল হেজ বিচ হোটেল
  22. ড্রিম নাইট হোটেল
  23. মিউজিক ইকো হোটেল
  24. সায়রি ইকো হোটেল
  25. ব্লু লেগুন হোটেল
  26. পান্না হোটেল
  27. ডায়মন্ড সি হোটেল
  28. সমুদ্র কানন হোটেল
  29. সিটিবি হোটেল
  30. সী প্রবাল হোটেল
  31. সি ফাইন্ড হোটেল
  32. স্যান্ড শোর হোটেল
  33. ফরহাদ হোটেল
  34. সি ভিউ হোটেল
  35. কিংশুক ইকো হোটেল
  36. সি ইন হোটেল

সেন্টমার্টিন দ্বীপের সেরা হোটেল ভাড়া, ফোন নাম্বার

ব্লু মেরিন হোটেল রিসোর্ট: সেন্টমার্টিন দ্বীপের অন্যতম মনোরম সৌন্দর্যের হোটেল হল ব্লু মেরিন। এই হোটেলে এমন কিছু বাড়তি সুযোগ-সুবিধা আছে যা আপনার ভ্রমণকে আরো আনন্দময় করে তুলবে। ব্লু মেরিন হোটেলে হল রুম, পার্টি করার স্থান, প্লেগ্রাউন্ড, সুইমিং পুল ইত্যাদি আছে। সাধারণত এই ধরনের হোটেল গুলো কর্পোরেট ভ্রমণের জন্য বেশি ভাড়া করা হয়ে থাকে। সেন্টমার্টিন দ্বীপের ব্লু মেরিন হোটেল রিসোর্ট এর ভাড়া প্রায় ৫০০০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে পাওয়া যায়।

ব্লু মেরিন হোটেল রিসোর্ট এর ফোন নাম্বার:
Dhaka Office:
01713 399001
01841 399250
01841 399251
ওয়েবসাইট লিংক: Blue Marine Holidays

দ্বীপান্তর বিচ হোটেল: সবকিছু বিবেচনা করলে সেন্টমার্টিন দ্বীপের ভিউ ফ্যাসিলিটিজ এবং কোয়ালিটি সম্পন্ন সেরা হোটেল বা রিসোর্ট হচ্ছে দ্বীপান্তর বিচ হোটেল। এখানে ভিন্ন ভিন্ন বিচ কটেজ ছাড়াও আছে কাঠের তৈরি ডুপ্লেক্স রুম, কাঠের তৈরি দুই ছাদ বিশিষ্ট রেস্টুরেন্ট যা দেখতে সুন্দর ও মনোমুগ্ধকর।

এই রেস্টুরেন্টের খোলা আকাশের নিজের ছাদে বসে মনমুগ্ধ ময় সময় সমুদ্রের হাওয়া গায়ে মেখে সমুদ্রের বৈচিত্র উপভোগ করতে পারবেন। পরিবারসহ থাকার জন্য দ্বীপান্তর বিচ হোটেলটি ভ্রমণ প্রেমীদের বেস্ট চয়েজ হতে পারে। সেন্টমার্টিন দ্বীপের এই হোটেলের রুম ভাড়া রুমের উপর নির্ভর করে ভাড়ার পার্থক্য আছে।

দিপান্তর বিচ হোটেলে থাকার জন্য আপনাদের চার থেকে আট হাজার টাকা পর্যন্ত রুম ভাড়া দিতে হতে পারে। সাধারণত স্টুডিও রুমের ভাড়া প্রায় ৪ হাজার টাকা, স্টুডিও ফ্যামিলি রুম ভাড়া ৪৫০০ টাকা, এক্সক্লুসিভ কটেজ এর ভাড়া ৫০০০ টাকা, প্রিমিয়াম কাপল কটেজ ভাড়া ৬০০০ টাকা, ডুপ্লেক্স কটেজ রুম ভাড়া ৮০০০ টাকা। এছাড়াও যদি এক্সট্রা করে আরো একটি বেড নিতে চান তাহলে ভাড়া দিতে হবে ৭৫০ টাকা প্রায়।

দ্বীপান্তর বিচ হোটেল এর যোগাযোগের ঠিকানা:
ফোন নাম্বার: 01886-363232
ফেসবুক পেজ: Dwipantor Beach Resort
জিমেইল: Dwipantor Beach Resort
লোকেশন: Saint martin Island, Cox's Bazar, Bangladesh, 4760

সীমানা পেরিয়ে হোটেল: সীমানা পেরিয়ে হোটেল রিসোর্ট এ অবস্থিত সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম বিচে। সাধারণত এই বিচার যাওয়ার জন্য ভ্যানের যোগাযোগ মাধ্যম রয়েছে। সীমানা পেরিয়ে হোটেলের মোট রুমের সংখ্যা ১৪ টি এবং রেস্টুরেন্ট আছে ১টি। সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে অবস্থিত এর ভাড়া প্রায় ১৫০০ থেকে ২৫০০ টাকা।

সীমানা পেরিয়ে হোটেলে যোগাযোগের ঠিকানা:
ফোন নাম্বার: 01911-121292
ইমেইল: Shimana Periye Resort
ওয়েবসাইট লিংক: Shimana Periye Resort
অফিসের ঠিকানা: 33,Hafiz Mansion (2nd floor),kazi Nazrul Islam Avenue,Karwan Bazar, Dhaka 1215, Dhaka, Bangladesh
সেন্টমার্টিন দ্বীপের হোটেল ভাড়া
সেন্টমার্টিন দ্বীপের হোটেল ভাড়া
এসকেডি হোটেল: সমুদ্রের পাড়ে অবস্থিত নিরিবিলি পরিবেশের পশ্চিম বীচে অবস্থিত চমৎকার সেন্টমার্টিন দ্বীপের হোটেলের নাম এস কে ডি হোটেল রিসোর্ট। হোটেল রিসোর্টে পরিবার নিয়ে থাকার জন্য উপযোগী, এখানে থাকলে পরিবারের সাথে হোটেল থেকেই সমুদ্রের আবহাওয়া এবং মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন। তবে এই হোটেল রিসোর্ট টি জেটি ঘাটের থেকে কিছুটা দূরে অবস্থিত। এই রিসোর্ট হোটেল এর রুম ভাড়া প্রায় ২৫০০-৩৫০০ টাকার মত।

সেন্টমার্টিন দ্বীপের এস কে ডি হোটেল রিসোর্ট এর যোগাযোগের মাধ্যম:
ফোন নাম্বার: 01873-111888, 01717000966
ফেসবুক পেজ লিঙ্ক: SKD Amar Bari Saint Mar

হ্যাভেন বিচ হোটেল রিসোর্ট: সেন্টমার্টিন দ্বীপের যেটি ঘাটের উত্তর বিচে হ্যাভেন বিচ হোটেল রিসোর্ট অবস্থিত। এই রিসোর্টের ভিতরের পরিবেশ অনেকটা মনোমুগ্ধকর। সেন্টমার্টিন দ্বীপের এই হোটেলের রুম ভাড়া ১৫০০-২৫০০ টাকা।
হ্যাভেন বিচ হোটেল রিসোর্ট এর যোগাযোগ মাধ্যম:
ফোন নাম্বার: 01868066339, 01828-614122
ফেসবুক পেজ: Heaven Beach Resort Saint Martin

সমুদ্র বিলাস হোটেল: সমুদ্র বিলাস হোটেল রিসোর্ট পশ্চিম বীচে অবস্থিত।এই রিসোর্ট টি অন্যান্য রিসোর্ট দেখতে অনেকটা চমৎকার এবং পরিবেশ বান্ধব। এছাড়াও এ রিসোর্টটি হুমায়ূন আহমেদ এর বাড়ি বলে পরিচিত। আপনি চাইলে অনায়াসে এখানে থাকতে পারবেন। এই রিসোর্ট এর রুম ভাড়া প্রায় ৩৫০০ থেকে ৪০০০ টাকা।
সমুদ্র বিলাস হোটেল রিসোর্ট এর যোগাযোগ মাধ্যম:
ফোন নাম্বার: 01911920666, 01712-577676
ফেসবুক পেজ: Hotel Samudra Bilash

দ্যা আটল্যান্টিক হোটেল: দ্যা আটলান্টিক হোটেল রিসোর্ট সুপ্রশস্ত যা দুই তলা বিশিষ্ট। এর অবস্থান সেন্টমার্টিন দ্বীপের উত্তর বিচে। দ্য আটলান্টিক হোটেল এর পূর্বের নাম লাবিবা বিলাস। এই হোটেল রিসোর্ট এর রুম ভাড়া প্রায় ২০০০-৪০০০ টাকা।
দ্য আটলান্টিক হোটেল রিসোর্ট এর যোগাযোগ মাধ্যম:
ফোন নাম্বার: 01719584899, 
ফেসবুক পেজ: The Atlantic Resort Saint Martin

প্রাসাদ প্যারাডাইস হোটেল: প্রাসাদ প্যারাডাইস হোটেল রিসোর্ট জেটি ঘাটের কাছাকাছি অবস্থিত একটি রিসোর্ট পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো রিসোর্ট। এছাড়াও এ রিসোর্ট টি দুই তলা বিশিষ্ট যা ব্লু মেরিন রিসোর্ট এর উত্তরে অবস্থিত। এই রিসোর্ট থেকে সমুদ্র দেখা যায়। সেন্টমার্টিন দ্বীপের এই রিসোর্ট হোটেল এর ভাড়া প্রায় ১৫০০-৪০০০ টাকা।
প্রাসাদ প্যারাডাইস এর যোগাযোগ মাধ্যম:
ফোন নাম্বার: 01556347711
ফেসবুক পেজ: Praasad Paradise Hotel & Resorts Ltd 

সি ভিউ রিসোর্ট এন্ড স্পোর্টস: সিভিউ রিসোর্ট এন্ড স্পোর্টস যেটি ঘাটের কাছাকাছি উত্তর বীচে অবস্থিত। যাদের বাজেট কম এবং কম খরচে থাকতে চায় তাদের জন্য এদেশটি উপযুক্ত। এই রিসোর্ট হোটেলের রুম ভাড়া ১৫০০-৩০০০ টাকা।
সিভিউ রিসোর্ট এন্ড স্পোর্টস হোটেল এর যোগাযোগের ঠিকানা:
ফোন নাম্বার: 01840477957
ফেসবুক পেজ: Sea View Resort & Sports, Saint Martin

প্রিন্স হ্যাভেন হোটেল: সেন্টমার্টিন দ্বীপের আরেকটি হোটেল এর নাম প্রিন্স হেভেন হোটেল রিসোর্ট যা জেটি ঘাটের কাছাকাছি অবস্থিত। যেসব ব্যক্তি সেন্টমার্টিন দ্বীপের হোটেলে কম খরচে থাকতে চান তাদের জন্য এটি উপযুক্ত হতে পারে। এ হোটেল রিসোর্ট এর রুম ভাড়া পনেরশ থেকে দুই হাজার টাকা।
প্রিন্স হেভেন হোটেল এর যোগাযোগ মাধ্যম:
ফোন নাম্বার: 01601222456, 01820-825127

নীল দিগন্ত হোটেল রিসোর্ট: সুন্দর মনোরম পরিবেশের নীল দিগন্ত হোটেল রিসোর্ট এ সেনমাটিন দ্বীপ এর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এ রিসোর্টের রুমগুলো টিনশেড। সাধারণত সেন্টমার্টিন দ্বীপের এই হোটেল রিসোর্ট এর রুম ভাড়া নেওয়া হয় ২০০০-৪০০০ টাকা প্রায়।
নীল দিগন্ত হোটেল রিসোর্ট এর যোগাযোগ মাধ্যম:
ফোন নাম্বার: 01730051005, 01730051009, 01730051007, 01730051008
ফেসবুক পেজ: Neel Digante Resort - Saint Martin

হোটেল সি ইন: সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি স্থানে অবস্থিত হোটেল সি ইন যেখানে পৌঁছাতে বাজার থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট সময় লাগে। এই হোটেলটি ছাত্র-ছাত্রীদের জন্য এবং কম খরচে যারা থাকতে চাই তাদের জন্য উপযুক্ত। হোটেল সি ইন এর প্রায় ১২০০-২৫০০ টাকার মত।
সেন্টমার্টিন দ্বীপের হোটেল সি ইন এর যোগাযোগ মাধ্যম:
ফোন নাম্বার: 01764190586
ফেসবুক পেজ: Hotel Sea Inn

সি প্রবাল হোটেল: উত্তর পেতে অবস্থিত হোটেল সি প্রবাল হোটেল রিসোর্ট। এই হোটেল রিসোর্টে অল্প খরচে অনায়াসে থাকতে পারবেন। এই হোটেলটি স্টুডেন্ট ও কম খরচের ছোট পরিবার দের জন্য উপযুক্ত। সি প্রবাল হোটেল রিসোর্ট এর সোম ভাড়া ১২০০-২৫০০ টাকার মত।
সেন্টমার্টিন দ্বীপের সি প্রবাল হোটেল এর যোগাযোগ মাধ্যম:
ফোন নাম্বার: 01756208383
ফেসবুক পেজ: Sea Probal Beach Resort Saint Martin

সমুদ্র কুটির হোটেল: সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম দিকে অবস্থিত আরেকটি হোটেল রিসোর্ট এর নাম সমুদ্র কুটির। এই রিসোর্ট জেটি ঘাটের থেকে কিছুটা দূরে অবস্থিত। সমুদ্র কুটির অনেক সুন্দর সাজানো গোছানো ও মনিরাম পরিবেশের। সমুদ্র কুটিল হটের রিসোর্ট এর রুম ভাড়া ২০০০-২৫০০ টাকা।
সেন্টমার্টিন দ্বীপের সমুদ্র কুটিল হোটেল রিসোর্ট এর যোগাযোগ মাধ্যম:
ফোন নাম্বার: 01858222521, 01833-755554

জ্যোৎস্নালয় বিচ হোটেল: মনোরম পরিবেশের আরেকটি রিসোর্ট এর নাম জ্যোৎস্নালয় বিচ হোটেল। এই হোটেলটি সম্পূর্ণ নারিকেল গাছ দিয়ে ঘেরাও করা। যার ফলে এর সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এই হোটেল রিসোর্টে পরিবারসহ শিশুদের জন্য থাকার জন্য উপযুক্ত এবং অনেক সুযোগ সুবিধা রয়েছে। সেন্টমার্টিন দ্বীপের জ্যোৎস্নালয় বিচ হোটেল রিসোর্ট এর রুম ভাড়া ২০০০-৪০০০ টাকা।
জ্যোৎস্নালয় বিচ হোটেলএর যোগাযোগ মাধ্যম:
মোবাইল ফোন: 01316-568970

কোরাল ভিউ হোটেল: সেন্টমার্টিন দ্বীপের পূর্বে অবস্থিত কোরাল ভিউ হোটেল রিসোর্ট। এর অবস্থান জাহাজ ঘাটের সাথে। কোরাল ভিউ রিসোর্ট একটি অন্যতম ও সেরা। এ রিসোর্টের চারিদিক জানো ও গোছানো। এই রিসেটের রুম থেকেই সমুদ্র দেখা যায়। কোরাল ভিউ হোটেল রিসোর্ট এর রুম ভাড়া ৩০০০-৭০০০ টাকা প্রায়।
সেন্টমার্টিন দ্বীপের কোরাল ভিউ হোটেল রিসোর্ট এর যোগাযোগ ঠিকানা:
ফোন নাম্বার: 01925922982, 01849394579, 01925-922982
ফেসবুক পেজ: Coral view Tourism & resorts

ড্রিমারস প্যারাডাইস বিচ হোটেল: ড্রিমারস প্যারাডাইস বিচ হোটেল রিসোর্টটি সেন্টমার্টিন দ্বীপের উত্তর বীচে অবস্থিত। এই রিসোর্টে তিন ধরনের রুম পাওয়া যায়। এই রিসোর্টটি উন্নত মানের যার রুম ভাড়া তুলনামূলক বেশি। ড্রিমারস প্যারাডাইস বিচ হোটেলরিসোর্ট এর রুম ভাড়া ১০০০০-১৫০০০ টাকা।
ড্রিমারস প্যারাডাইস বিচ হোটেল এর যোগাযোগ মাধ্যম:
ফোন নাম্বার: 01917888974
ফেসবুক পেজ: Dreamers' Paradise Beach Resort, Saint Martin

রয়্যাল বিচ হোটেল: উত্তর বিশে অবস্থিত সেন্টমার্টিন দ্বীপের হোটেলের নাম রয়্যাল বিচ হোটেল রিসোর্ট। এই হোটেলের রুমের খরচ প্রায় ব্যয়বহুল। এ হোটেলের রুম ভাড়া ৫২০০ থেকে ১০২০০ টাকা।
সেন্টমার্টিন দ্বীপের রয়াল বিচ হোটেল রিসোর্ট এর যোগাযোগ মাধ্যম:
ফোন নাম্বার: 01818001822, 01818001823
ফেসবুক পেজ: Hotel Royal Beach Saint Martin

ইকো ডিভাইন বিচ হোটেল: সেন্টমার্টিন দ্বীপের উত্তর বিচে নারিকেল বাগান রোড এর সাথে অবস্থিত ইকো ডিভাইন বিচ হোটেল রিসোর্ট। এই রিসোর্টটি সবচেয়ে সুন্দর রিসোর্ট এর মধ্যে একটি। এই রিসোর্ট থেকে খুব সহজে সেন্টমার্টিন দ্বীপ উপভোগ করা যায়। ইকো ডিভাইন বিচ হোটেল রিসোর্ট এর রুম ভাড়া ৪০০০-৫৫০০ টাকা।
ইকো ডিভাইন বিচ হোটেল রিসোর্ট এর যোগাযোগ মাধ্যম:
ফোন নাম্বার: 01817838383, 01958-054411
ফেসবুক পেজ: Divine Eco Resort

গৌধুলি ইকো হোটেল: গোধূলি ইকো হোটেল রিসোর্ট নজরুল পাড়ার দক্ষিণ বিচে অবস্থিত। এই বিষয়টি প্রত্যেক রুমে দুই থেকে চারজন মত থাকতে পারবেন ও থাকার সুযোগ রয়েছে। গোধূলি ইকো হোটেল রিসোর্ট এর রুম ভাড়া ১২০০-৩২০০ টাকা।
সেন্টমার্টিন দ্বীপের গোধূলি ইকো হোটেল রিসোর্ট এর যোগাযোগ মাধ্যম:
ফোন নাম্বার: 01778816722,
ফেসবুক পেজ: Godhuli Eco Resort

কোরাল হেজ বিচ হোটেল: কোরাল হেজ বিচ হোটেল রিসোর্ট এর অবস্থান সেন্টমার্টিন দ্বীপের উত্তর বিচে। এই হোটেল রিসোর্ট এর ভাড়া অন্যান্য এর তুলনায় কিছুটা বেশি। কোরাল হেজ বিচ হোটেল রিসোর্ট এর রুমের ভাড়া ১০০০০-১৫০০০ টাকা।
কোরাল হেজ বিচ হোটেল রিসোর্ট এর যোগাযোগ:
ফোন নাম্বার: 01675606060
ফেসবুক পেজ: Coral Haze Beach Resort

ড্রিম নাইট হোটেল: ড্রিম নাইট হোটেল রিসোর্ট টিম পশ্চিম বিচের শেষের প্রান্তে অবস্থিত। এ হোটেল রিসোর্ট এর রাত্রি যাপনের জন্য প্রতি রুমে দুই থেকে চার জন ব্যক্তির থাকার সুযোগ সুবিধা রয়েছে। এই হোটেল রিসোর্ট এর রুম ভাড়া ১৫০০ থেকে ২৫০০ টাকা।
ড্রিম নাইট হোটেল রিসোর্ট এর যোগাযোগ মাধ্যম:
ফোন নাম্বার: 01825656326, 01730235002, 01671-606964
ফেসবুক পেজ: Dream Night Resort, Saint Martin

মিউজিক ইকো হোটেল: কেয়া গাছ বাউন্ডারি করা মিউজিক ইকো হোটেল রিসোর্ট সমুদ্রের মাঝে অবস্থিত যা ছেঁড়া দ্বীপ এর প্রায় কাছাকাছি। এই রিসোর্ট থেকে পায়ে হেঁটে ছেঁড়া দ্বীপ যেতে সময় লাগে প্রায় দশ মিনিট। এই দ্বীপের ভেতর বাহির গাছ দ্বারা পরিবেশিত। এই রিসোর্ট দক্ষিণ-পশ্চিম দ্বীপে অবস্থিত। সেন্টমার্টিন দ্বীপের মিউজিক ইকো হোটেল এর রুম ভাড়া প্রায় ৩০০০ থেকে ১৬০০০ টাকা।
মিউজিক ইকো হোটেল এর যোগাযোগ মাধ্যম:
ফোন নাম্বার: 01304122788
ফেসবুক পেজ: Music Eco Resort

সায়রি ইকো হোটেল: সায়রি ইকো হোটেল রিসোর্ট  নজরুল পাড়ার দক্ষিণ বিচে অবস্থিত। এই হোটেলের পরিবেশ নান্দনিক ও অত্যান্ত চমৎকার। এই রিসোর্টে একাধিক ক্যাটাগরির রুম রয়েছে। তারমধ্যে এর রুমের সংখ্যা প্রায় 18 টি। সায়রি ইকো হোটেল রিসোর্ট এর রুম ভাড়া পনেরশো থেকে তিন হাজার টাকা।
সায়রি ইকো হোটেল রিসোর্ট এর যোগাযোগ ঠিকানা:
ফোন নাম্বার: 01610555500, 0188993926, 01711-232917
ফেসবুক পেজ: Shayari Eco Resort 

ব্লু লেগুন হোটেল: দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ব্লু লেগুন হোটেল রিসোর্ট যা সেন্টমার্টিন দ্বীপের অত্যান্ত সুন্দর একটি রিসোর্ট। এই বিষয়টি প্রতিটি রুমে দুই থেকে চারজন ব্যক্তির থাকার সুব্যবস্থা আছে। ব্লু লেগুন হোটেল রিসোর্ট এর রুমের ভাড়া ১৫০০ থেকে ৩৫০০ টাকা।
ব্লু লেগুন হোটেল এর যোগাযোগ মাধ্যম:
ফোন নাম্বার: 01755028993, 01815012306
ফেসবুক পেজ: Blue Lagoon Beach Resort Saint Martin 

পান্না হোটেল: পান্না হোটেল রিসোর্ট সাগরের কাছে পশ্চিম বীচে অবস্থিত। এই দৃশ্যটি সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন নান্দনিক একটি রিসোর্ট। পান্না হোটেল রিসোর্ট এর রুম ভাড়া ৩৫০০ থেকে ৪ হাজার টাকা।
সেন্টমার্টিন দ্বীপের পারনা হোটেল রিসোর্ট এর মাধ্যম:
ফোন নাম্বার: 01765152565

ডায়মন্ড সি হোটেল: পশ্চিম বীচে অবস্থিত ডায়মন্ড সি হোটেল রিসোর্ট। এই রিসোর্ট এর রুম ভাড়া ১২০০-২৫০০ টাকা।
ডায়মন্ড সি হোটেল এর যোগাযোগ:
ফোন নাম্বার: 01753817449

সমুদ্র কানন হোটেল: নেভি রোডের সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম দিকে সমুদ্রকানন হোটেল রিসোর্ট। সমুদ্রকানন হোটেল রিসোর্ট এর রুম ভাড়া ১২০০ থেকে ২৫০০ টাকা।
যোগাযোগ:
ফোন নাম্বার: 01713486866, 01933-300888
ফেসবুক পেজ: Somudro Kanon Resort 

সিটিবি হোটেল: সিটিবি হোটেল রিসোর্ট অবস্থিত আছে সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম বিচে। সিটিবি হোটেল রিসোর্ট এর রুম ভাড়া ১৫০০ থেকে ৩ হাজার টাকা।
সিটিবি হোটেলের যোগাযোগ মাধ্যম:
ফোন নাম্বার: 01813705331, 01787022220
ফেসবুক পেজ: CTB-Resort.SaintMartin

সী প্রবাল হোটেল: সী প্রবাল রিসোর্ট উত্তর পশ্চিম বিচে অবস্থিত। এ রিসোর্ট এর রুম ভাড়া ৩৫০০ থেকে ৪ হাজার টাকা। সী প্রবাল হোটেল রিসোর্ট এর যোগাযোগ মাধ্যম:
ফোন নাম্বার: 01756208383, 01817609829, 01818-224433
ফেসবুক পেজ: Sea Probal Beach Resort

সি ফাইন্ড হোটেল: সি ফাইন্ড হোটেল টিম সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম বীচে অবস্থিত। সি ফাইন্ড হোটেলের রুম ভাড়া ২০০০ থেকে চার হাজার টাকা। সি ফাইন্ড হোটেলের যোগাযোগ মাধ্যম:
ফোন নাম্বার: 01626182725

সেন্ড শোর হোটেল: সেন্ড শোর হোটেল বাজারের সংলগ্ন এলাকায় অবস্থিত। এই হোটেলের রুমের ভাড়া ১২০০ থেকে ২৫০০ টাকা। সেন্ড শোর হোটেল এর যোগাযোগ মাধ্যম:
ফোন নাম্বার: 01757-144244
ফেসবুক পেজ: HOTEL SAND SHORE

ফরহাদ হোটেল: সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম বীচে অবস্থিত হোটেলের নাম ফরহাদ হোটেল। ফরহাদ হোটেল রিসোর্টের রুম ভাড়া প্রায় ২০০০ থেকে চার হাজার টাকা। ফরহাদ হোটেল এর যোগাযোগ মাধ্যম:
ফোন নাম্বার: 01912760010
সেন্টমার্টিন দ্বীপের হোটেল ভাড়া
সেন্টমার্টিন দ্বীপের হোটেল ভাড়া
সি ভিউ হোটেল: সেন্টমার্টিন দ্বীপের সমুদ্রের প্রায় কাছাকাছি অবস্থিত সি ভিউ হোটেল রিসোর্ট। এই হোটেলটির প্রাইস ঘুম এবং চারটি দাবু আছে। 
সি ভিউ হোটেল রিসোর্ট এর রুমের ভাড়া ১২০০ থেকে ৩ হাজার টাকা। সিভিউ হোটেল রিসোর্টের যোগাযোগের ঠিকানা:
ফোন নাম্বার: সেন্টমার্টিন অফিস 01840477956, ঢাকা অফিস 01840477707

কিংশুক ইকো হোটেল: কিংশুক ইকো হোটেল রিসোর্ট গলাচিপা তে অবস্থিত। এই হোটেলের রুম ভাড়া ৩০০০ থেকে ৫০০০ টাকা। কিংশুক ইকো হোটেলের যুগের মাধ্যম:
ফোন নাম্বার: 01815648731, 01711244412
ফেসবুক পেজ: Kingshuk eco resort

সি ইন হোটেল: সেন্টমার্টিন দ্বীপের কাছের বাজারের নিকটবর্তী স্থানে অবস্থিত সি ইন হোটেলটি। এই হোটেলে রিসোর্ট থেকে সমুদ্র দেখা যায় না। সি ইন হোটেল রিসোর্ট এর ভাড়া ২০০০ থেকে ৩৫০০ টাকা। সি ইন হোটেল রিসোর্ট যোগাযোগ ঠিকানা:
ফোন নাম্বার: 01735581251, 01722109670

সারসংক্ষেপ - সেন্টমার্টিন দ্বীপ

আজকের পোস্টে আলোচনা করা হয়েছে সেন্টমার্টিন দ্বীপের হোটেল ভাড়া সম্পর্কে বিস্তারিত। আশা করি আপনারা উক্ত আলোচনার বিষয় সেন্টমার্টিন দ্বীপের সেরা হোটেলের ভাড়া সম্পর্কে জানতে পেরে উপকৃত হয়েছেন। এছাড়াও সেন্টমার্টিন দ্বীপ সম্পর্কে আরো প্রশ্ন জানা থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের কমেন্টের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url