বাংলা ইংরেজি ও আরবি ক্যালেন্ডার ২০২৪ (ডিসেম্বর)
২০২৪ সালের বাংলা ইংরেজি ও আরবি ক্যালেন্ডার সম্পর্কে অনেকেই জানেন না। তবে বাংলা ইংরেজি ও আরবি সকল ধরনের ক্যালেন্ডার সম্পর্কে আপডেট থাকা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। আমি আপনাদের জানাবো, বাংলা ইংরেজি ও আরবি ক্যালেন্ডার ২০২৪ সম্পর্কে বিস্তারিত তথ্য।
প্রতিদিনের ও সাপ্তাহিক কার্যক্রম পরিচালনা করার জন্য প্রত্যেকের বাংলা ইংরেজি ও আরবি ক্যালেন্ডারের মাস ও তারিখ জানতে হবে। আপনার যদি দৈনিক ক্যালেন্ডার এর বাংলা ইংরেজি আরবি তারিখ জানা না থাকে তাহলে দৈনিক কত তারিখ যাচ্ছে বা আজ কত তারিখ তা বলতে পারবেন না। যার ফলে আপনার দৈনন্দিন কার্যক্রমে ব্যাঘাত ঘটবে। আপনার আজকের এই পোষ্টের মাধ্যমে জানতে পারবেন, বাংলা ইংরেজি ও আরবি ক্যালেন্ডার ২০২৪ সম্পর্কে সকল তথ্য।
পোস্টের সূচিপত্রঃপ্রিয় বন্ধুরা আমরা এই পোষ্টের মাধ্যমে এখন জানবো, ২০২৪ সালের বাংলা ইংরেজি ও আরবি ক্যালেন্ডার সম্পর্কে সকল তথ্য।
ভূমিকা - ক্যালেন্ডার ২০২৪
আজকের পোষ্টের আলোচনার বিষয় বাংলা ইংরেজি ও আরবি ক্যালেন্ডার ২০২৪ সম্পর্কে। আমরা ছোট বড় যারা দিন গণনা করতে পারে তাদের জন্য বাংলা ইংরেজি ও আরবি ক্যালেন্ডারের সকল আপডেট জানা আবশ্যক। কেননা ক্যালেন্ডারের বাংলা ইংরেজি ও আরবি দিনগুলো আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ক্যালেন্ডার এর উপর ভিত্তি করে আমাদের মধ্যে অনেকেই দৈনন্দিন জীবনে সূচিপত্র তৈরি করা হয়। সুতরাং জেনে নেওয়া যাক বাংলা ইংরেজি ও আরবি ক্যালেন্ডার ২০২৪ সম্পর্কে বিস্তারিত।
বাংলা ইংরেজি ও আরবি ক্যালেন্ডার ২০২৪
ক্যালেন্ডারের উৎপত্তি হয়েছে ক্যালেন্ড থেকে। শুধু দিকে ক্যালেন্ডার রোমান সংখ্যা ব্যবহার করে ক্যালেন্ডার ব্যবহার করা হতো। এটি প্রতিটি ক্রিয়ার সাথে ক্যালারে যুক্ত করা হয় এবং অমাবস্যার চাঁদ এইমাত্র দেখা গিয়েছে বলে ঘোষণা করা হতো। ল্যাটিন ক্যালেন্ডারিয়াম শব্দের আভিধানিক অর্থ হিসাবের খাতা। কারণ প্রতি মাসের দিন ও তারিখ উক্ত ক্যালেন্ডারে বা ক্যালেন্ডে করা হতো। চলুন জেনে নেই, বাংলা ইংরেজি ও আরবি ক্যালেন্ডার ২০২৪ সম্পর্কে।
বাংলা ক্যালেন্ডার ডিসেম্বর ২০২৪
বাংলা ক্যালেন্ডার ডিসেম্বর-২০২৪ |
||||||
রবি/Sun |
সোম/Mon |
মঙ্গল/Tue |
বুধ/Wed |
বৃহঃ/Thu |
শুক্র/Fri |
শনি/Sat |
১৬ |
১৭ |
১৮ |
১৯ |
২০ |
২১ |
২২ |
২৩ |
২৪ |
২৫ |
২৬ |
২৭ |
২৮ |
২৯ |
৩০ |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
৯ |
১০ |
১১ |
১২ |
১৩ |
১৪ |
১৫ |
১৬ |
|
|
|
|
ইংরেজি ক্যালেন্ডার ডিসেম্বর ২০২৪
ইংরেজি ক্যালেন্ডার ডিসেম্বর-২০২৪ |
||||||
রবি/Sun |
সোম/Mon |
মঙ্গল/Tue |
বুধ/Wed |
বৃহঃ/Thu |
শুক্র/Fri |
শনি/Sat |
1 |
2 |
3 |
4 |
5 |
6 |
7 |
8 |
9 |
10 |
11 |
12 |
13 |
14 |
15 |
16 |
17 |
18 |
19 |
20 |
21 |
22 |
23 |
24 |
25 |
26 |
27 |
28 |
29 |
30 |
31 |
|
|
|
|
আরবি ক্যালেন্ডার ডিসেম্বর ২০২৪
আরবি ক্যালেন্ডার ডিসেম্বর-২০২৪ |
||||||
রবি/Sun |
সোম/Mon |
মঙ্গল/Tue |
বুধ/Wed |
বৃহঃ/Thu |
শুক্র/Fri |
শনি/Sat |
28 |
29 |
1 |
2 |
3 |
4 |
5 |
6 |
7 |
8 |
9 |
10 |
11 |
12 |
13 |
14 |
15 |
16 |
17 |
18 |
19 |
20 |
21 |
22 |
23 |
24 |
25 |
26 |
27 |
28 |
29 |
|
|
|
|
আরবির সাপ্তাহিক নাম
- ইয়ামুল আহাদ
- ইয়ামুল ইছনাইন
- ইয়ামুল ছালাছা
- ইয়ামুল আর’বা
- ইয়ামুল খামিছ
- ইয়ামুল জু’মা
- ইয়ামুছ ছাবত
সরকারি ছুটির তালিকা ডিসেম্বর- ২০২৪
ডিসেম্বর মাসের ২০২৪ এর সরকারি ছুটির তালিকা অনেকে জানতে চাই। তাই আমি আপনাদের জানানোর জন্য সরকারি ছুটির তালিকা ডিসেম্বর ২০২৪ উপস্থাপন করলাম।
- ১৬ ডিসেম্বর ২০২৪ রোজ সোমবার বিজয় দিবস উপলক্ষে একটি সাধারণ সরকারি ছুটি। সরকারিভাবে একদিন ঘোষণা করা হয়।
- যিশুখ্রিস্টের জন্মদিন অথবা বড়দিন উপলক্ষে ২৫ শে ডিসেম্বর ২০২৪ বুধবার একদিন সাধারণ সরকারি ছুটি।
- যিশুখ্রিস্টের জন্মদিন আয়োজনে বড়দিনের একদিন আগে এবং একদিন পরে অর্থাৎ ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার এবং ২৬ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার এই দুইদিন খ্রিস্টাব্দের ঐচ্ছিক ছুটি।
- স্কুল প্রতিষ্ঠানের শীতকালীন ছুটি, বিজয় দিবসের ছুটি ও যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে ১২ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার থেকে ২৬ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার পর্যন্ত মোট ১১ দিন ছুটি ঘোষণা করা হবে।
- বিজয় দিবস এর জন্য ১৬ ডিসেম্বর ২০২৪ এবং যীশু খ্রিস্টাব্দ জন্মদিন ২৫ ডিসেম্বর ২০২৪ দুই দিন ব্যাংক বন্ধ থাকবে।
- ব্যাংক হলিডে হিসেবে ছুটি ঘোষণা করা হয়ে থাকে ৩১ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার। এই দিনে ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ রাখে এবং ছুটি প্রদান করা হয়।
ক্যালেন্ডার সম্পর্কে প্রশ্ন ও উত্তর
ক্যালেন্ডার অর্থ কি?
ক্যালেন্ডার অর্থ বর্ষপঞ্জি বা পঞ্জিকা। সাধারণত দিন বা দৈনিক হিসাব করার জন্য ব্যবহার করা হয়।
ক্যালেন্ডার কত সালে আবিষ্কার হয়?
ক্যালেন্ডার এর আবিষ্কার করা হয় প্রাচীনকালে। তবে ক্যালেন্ডার কত সালে আবিষ্কার হয় এর সুনির্দিষ্ট কোন সাল পাওয়া যায়নি। তবে ২০০০ খ্রিস্টাব্দের হিসাব অনুযায়ী ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়ার একটি পাথর (Wurdi Youang) এর বিন্যাস অনুযায়ী 11 হাজার বছরের পুরনো ধারণা করা হয়।এছাড়াও প্রত্নতাত্ত্বিক ওয়ারেন ফিল্ড 2013 সালে ১০ হাজার বছর আগের প্রাচীন ও পুরনো ক্যালেন্ডারের প্রমাণ আবিষ্কার করেছিলেন অ্যাবারডিনশায়ারে।
ক্যালেন্ডার কে প্রথম তৈরি করেন?
সাধারণত প্রাথমিক ক্যালেন্ডার গুলো ছিল ৩০ দিনের মাস যা ব্যাবিলনীয়রার পর্যায়ক্রম ২৯ থেকে ৩০ দিন। আর মিসরীয়রা ১২ মাসের প্রতি মাসে নির্ধারণ নির্ধারণ করেছিল ৩০ দিন করে। পরবর্তীতে গ্রীকরা অনলিপি করেন এবং জুলিয়ান ক্যালেন্ডার এর রোমানরা একটি মাসের ২৮ দিন এবং বাকি মাসগুলো 30-31 দিনে বিভক্ত করেন।
ক্যালেন্ডার এ বারো মাস হয় কেন?
রোমের দ্বিতীয় রাজা নুমা পম্পিলিয়াস ৭৩১ খ্রিস্টাব্দে চাঁদ এর পর্যায় গুলোকে সারিবদ্ধ করেন। সাধারণত চাঁদের চক্র সংখ্যা 12 টি। বারটি চক্র সংখ্যা গুলোকে ক্যালেন্ডার এ বারো মাসে বিভক্ত করেন। এই জন্য ক্যালেন্ডার এ বারোমাস হয়।
কবে থেকে ইংরেজি সালের গণনা করা হয়?
১৭৫২ সাল থেকে ইংরেজরা সাধারণত গ্রেগরিয়ান ক্যালেন্ডার এর ব্যবহার শুরু করে। তবে তারা পহেলা জানুয়ারিকে নববর্ষ না মেনে প্রমাণ ক্যালেন্ডার অনুযায়ী নববর্ষ উদযাপন করে।
ইংরেজি সন চালু করেন কে?
গ্রেগরিয়ান ক্যালেন্ডার ছিল মূলত জুলিয়ান ক্যালেন্ডার এর নতুন সংস্কার। ১৫৮২ সালের ২৪ শে ফেব্রুয়ারি পোপ গ্রেগরি রোমান সংখ্যা XIII দ্বারা ইংরেজি সন চালু করেন। পরবর্তীতে তার নামানুসারে ক্যালেন্ডারের গ্রেগরিয়ান ক্যালেন্ডার নামকরণ করা হয়।
ক্যালেন্ডার কত প্রকার ও কি কি?
বিশ্বে সাধারণত প্রতীক এক হিসাব অনুযায়ী প্রায় 40 টি ক্যালেন্ডার ব্যবহার করা হয়। তবে ক্যালেন্ডার মূলত বছর, মাস ও দিন নিয়ে ক্যালেন্ডার গঠিত। সাধারণত গ্রেগরিয়ান ক্যালেন্ডার, জুলিয়ান ক্যালেন্ডার, ইসলামিক ক্যালেন্ডার, সৌর হিজরী ক্যালেন্ডার, হিব্রু ক্যালেন্ডার ইত্যাদি।
সবচেয়ে নির্ভুল ক্যালেন্ডার কোনটি?
সাধারণত ফার্সি ক্যালেন্ডার গুলোকে পৃথিবীর সবচেয়ে নির্ভুল ও সঠিক ক্যালেন্ডার বলা হয়। ইসলামিক ক্যালেন্ডার এর মতোই এই ক্যালেন্ডার ৬২২ খ্রিস্টাব্দের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর শাসন আমলের। তবে এর কিছু ভিন্নতা রয়েছে। ফার্সি ক্যালেন্ডার গুলো চন্দ্র ক্যালেন্ডারের পরিবর্তে সৌর ক্যালেন্ডার ব্যবহার হয়। যার উৎপত্তি ইরানের বিষুব স্থানে মধ্যরাতে হয়।
উপসংহার - ক্যালেন্ডার ২০২৪
আজকের পোষ্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি, বাংলা ইংরেজি ও আরবি ক্যালেন্ডার ২০২৪ সম্পর্কে। প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয় উপরে উল্লেখিত ২০২৪ সালের ডিসেম্বর মাসের বাংলা ইংরেজি ও আরবি ক্যালেন্ডার জানতে পেরে উপকৃত হয়েছেন। উপরে উল্লেখিত বাংলা ইংরেজি ও আরবি বছরের ক্যালেন্ডার সম্পর্কে কোন প্রশ্ন জানার থাকলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আপনাদের প্রশ্নের উত্তর ও কমেন্ট এর সর্বাধিক মূল্যায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url