রেফার করে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে নতুন নিয়ম
আপনি কি জানেন রেফার করে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে ২০২৪ নেওয়া যায়। চলুন আমি আপনাদের এই পোস্টে জানাবো, রেফার করে কিভাবে আপনি টাকা ইনকাম করবেন এবং কোন বাধা-বিপত্তি ছাড়াই কিভাবে পেমেন্ট নিবেন বিকাশে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।
রেফার করে টাকা ইনকাম করতে স্মার্ট ফোন আর ইন্টারনেট সংযোগ হলেই হবে যা ঘরে বসে আপনি অনায়াসে রেফার করার কাজগুলো সম্পন্ন করে ইনকাম এর টাকা পেমেন্ট নিতে পারবেন নিজস্ব বিকাশ একাউন্টে। আপনারা এই পোস্টে জানতে পারবেন, রেফার করে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে ২০২৪ সম্পর্কে বিস্তারিত।
প্রিয় বন্ধুরা আমরা জানব, রেফার করে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে ২০২৪ সম্পর্কের সকল তথ্য। তবে উক্ত বিষয় জানার পূর্বে আমরা জেনে নেই রেফার কি? কিভাবে কাজ করে?
রেফার কি? কিভাবে কাজ করে?
রেফার হলো কোন ওয়েবসাইটে যুক্ত হতে অথবা পণ্য ক্রয় করার জন্য নতুন গ্রাহকদের উৎসাহিত করা এবং সেখান থেকে কমিশন অর্জন করা যা রেফার করে টাকা ইনকাম বলে গণ্য। আরো সহজ হবে বলা যায়, মনে করুন আপনি একটি কোম্পানিতে চাকরি করছেন। ইতিমধ্যে আপনার কোম্পানি আপনি যদি নতুন কোন ব্যক্তিকে কোম্পানিতে যোগদান করাতে পারেন অথবা কোম্পানির কোন প্রোডাক্ট তাদের কাছে বিক্রি করতে পারেন তাহলে আপনাকে নগদ অর্থ প্রদান করা হবে।
আপনি তখন আপনার বন্ধুদের আপনার কোম্পানির সম্পর্কে বলা শুরু করবেন এবং জানাবেন। তারপর তাদেরকে কোম্পানির ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার জন্য একটি রেফারেল লিংক প্রদান করবেন। তারা যখন আপনার ওই লিংকে প্রবেশ করে তাদের নতুন একাউন্ট তৈরি করবে তখন কোম্পানি আপনাকে কমিশন হিসেবে নগদ টাকা প্রদান করবে। আর সেটাই হচ্ছে রেফার করা। বর্তমানে প্লাটফর্ম আছে যেগুলো রেফার করে সহজে টাকা ইনকাম করার সুযোগ দেই এবং বিকাশে পেমেন্ট করে।
রেফার করে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে ২০২৪
বর্তমানে অনেক টাকা ইনকাম করার উপায় আছে যার মধ্যে সহজ উপায় হচ্ছে রেফার করে টাকা ইনকাম করা। এটি একটি অত্যন্ত সহজ কাজগুলোর মধ্যে অন্যতম। এছাড়াও এই কাজটির মাধ্যমে টাকা ইনকাম করে পেমেন্ট নিতে পারবেন বিকাশেও। ঘরে বসে কোন কোম্পানির অথবা সাইটের আপনার রেফারেল লিংক এর মাধ্যমে নতুন ব্যাগ ব্যবহারকারীদের যুক্ত করাতে পারলে সহজ পদ্ধতিতে রেফার করে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে ২০২৪ করা যায়। এটি একটি সহজ কাজ এবং পরিশ্রম ও কম।
এছাড়াও প্রয়োজনীয় কোন পণ্যের লিংক রেফার করার মাধ্যমে বিক্রি করে কমিশন টাকা ইনকাম করতে পারবেন যা বিকাশে পেমেন্ট পাওয়া যায়। দেশের জনপ্রিয় অনেক ওয়েবসাইট, অ্যাপস, ও অনলাইন প্লাটফর্ম আছে যেগুলো রেফার লিংক অফার করে এবং সহজে টাকা ইনকাম করার সুযোগ দেই। আপনিও ওয়েবসাইটগুলোতে যুক্ত হয়ে আপনার রেফারেল লিংক রেফার করার মাধ্যমে টাকা ইনকাম করে পেমেন্ট গ্রহণ করতে পারবেন বিকাশে। দেশের যেসব জনপ্রিয় ওয়েবসাইটগুলো রেফার করে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে ২০২৪ করে, সেই রেফার করা সাইট গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই আর্টিকেলটিতে। চলুন জেনে নেই বিস্তারিত।
কিভাবে রেফার করবেন?
রেফার করার যদিও খুব সহজ একটি কাজ কিন্তু অনেকেই রেফার করতে জানেনা। রেফার করতে না জানায় তাদের কাছে রেফার করা খুবই কঠিন একটি কাজ বলে মনে হয়। চলুন আমি আপনাদের শিখাবো রেফার করবেন কিভাবে বিস্তারিত।
মনে করুন, রেফার সমর্থন করে এমন একটি ওয়েবসাইটে আপনার একটি নিজস্ব একাউন্ট আছে। সেই সাইট এর রেফারেল লিংক রেফার করে আপনি টাকা ইনকাম করতে চাচ্ছেন। আপনি যখন সাইটের হোম পেজ মেনুতে প্রবেশ করবেন তখন রেফার একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করলে আপনি আপনার রেফারেল লিংক পাবেন।
লিংকটি কপি করে আপনার বন্ধুদের মাঝে অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে ছড়িয়ে দিবেন। যখন আপনার লিংকে ক্লিক করে নতুন কোন ব্যক্তি নতুন অ্যাকাউন্ট করবে সেই প্রতিটি অ্যাকাউন্ট এর নির্দিষ্ট পরিমাণে আপনার ইনকাম বা কমিশন যা নগদ অর্থ প্রদান করবে। সেই সাথে আপনি রেফার করে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে ২০২৪ এ পাবেন।
রেফার করে টাকা ইনকামের সেরা উপায় বিকাশে পেমেন্ট ২০২৪
রেফার করে খুব সহজে টাকা ইনকামের সুযোগ ২০২৪ সালে অফার করে এমন ওয়েবসাইট এর সংখ্যা ব্যাপক। যা প্রায় সই বিকাশে পেমেন্ট করে থাকে। বিশেষ করে কোন কোম্পানির পরিচিতি বৃদ্ধি করতে, বেশি বেশি পণ্য বিক্রি করার জন্য, এবং তাদের সদস্য সংখ্যা বৃদ্ধি করতে রেফার সিস্টেম চালু করে। রেফার কমিশন অফার করে এমন জনপ্রিয় মাধ্যম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো:
বিকাশ অ্যাপ রেফার করে টাকা আয় পেমেন্ট নিন বিকাশে
বিকাশ অ্যাপ ব্যবহারকারীদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। বর্তমানে বিকাশ আর্থিক লেনদেনের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। এমনকি বিকাশ অ্যাপ নতুন ব্যবহারকারীদের মাঝে রেফার করে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে ২০২৪ সালেও অফার করে। এখনো অনেক ব্যক্তি আছে যারা শুধু বিকাশ একাউন্ট ব্যবহার করে কিন্তু বিকাশ এর অ্যাপ ব্যবহার করে না। আপনি যদি আপনার রেফারেল লিংক কপি করে তাদেরকে রেফার করে সেই লিংকের মাধ্যমে অ্যাপে যুক্ত করাতে পারেন তাহলে আপনি প্রতিটি নতুন নতুন রেফার করা একাউন্টের জন্য ইনকাম হবে ৫০ টাকা। উক্ত টাকা বিকাশেও পেমেন্ট নিতে পারবেন।
রেফার করে বিকাশ অ্যাপে ইনকাম করবেন কিভাবে?
- প্রথমে আপনি আপনার বিকাশ অ্যাপ গোপনীয় পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- উপরে ডান কর্নারে বিকাশের লোগোতে চাপ দিন।
- "রেফার বিকাশ অ্যাপ" অপশনটি নির্বাচন করুন।
- রেফার করার পূর্বে রেফার এর সকল নিয়ম ও শর্তাবলী ভালোভাবে পড়ে নেওয়া উত্তম।
- তারপর "রেফার করুন" বাটনে ক্লিক করুন।
- শেয়ার করার জন্য একাধিক অপশন পাবেন। সেখান থেকে আপনি আপনার বন্ধুদের অথবা সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারেন।
- অথবা লিংক কপি করেও বিভিন্ন মাধ্যমে রেফারেল লিংক শেয়ার করুন।
- বোনাস হিসাবে জিতে নিন প্রতি নতুন অ্যাকাউন্ট থেকে ৫০ টাকা।
ই-কমার্স সাইট রেফার করে টাকা ইনকাম
বাংলাদেশের অনেক জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট আছে যারা রেফার্ড প্রোগ্রাম অফার করে। ইকমার্স ওয়েবসাইট গুলো হচ্ছে দারাজ, বিডিশপ, ইভালি, পিকাবো, ইত্যাদি। সাইটগুলো নতুন ব্যবহারকারীদের রেফার করে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে প্রদান করে। এছাড়াও অনলাইনের প্ল্যাটফর্ম গুলো মাঝে মাঝে আকর্ষণীয় অফার দিয়ে থাকে যা ২০২৪ সালে রেফার করে ছাড়াও বেশি ইনকাম করার উপায় হতে পারে।
আরো পড়ুনঃ অনলাইনে ইনকাম করার 100 টি সহজ উপায়
রেফার করে টেলিগ্রাম থেকে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট
রেফার অপশন চালু করেছে টেলিগ্রাম। টেলিগ্রাম প্রতিটি রেফার থেকে প্রায় ১০০ টাকা পর্যন্ত রেফার বোনাস অথবা টাকা ইনকাম করা যায়। এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি রেফার করে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে ২০২৪ দেয়। টেলিগ্রাম থেকে রেফার করে টাকা আয় করতে প্রথমে টেলিগ্রাম এপ্স ওপেন করে একাউন্ট করতে হবে। তারপর আপনার টেলিগ্রাম এর রেফারেল লিংক কপি করে বন্ধুদের এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সবাইকে যুক্ত হওয়ার জন্য আহ্বান করুন। যদি কোন ব্যক্তি রেফার করার লিংক থেকে টেলিগ্রামে তো হয় তাহলে আপনি প্রত্যেক অ্যাকাউন্ট এর জন্য ১০০ টাকা রেফার বোনাস জিততে পারবেন অথবা ইনকাম পাবেন।
মোবাইল অ্যাপ রেফার করে আয় পেমেন্ট বিকাশে
পাঠাও, উবার, ইত্যাদি মোবাইল অ্যাপস রেফারেল প্রোগ্রাম অফার করে এমন অ্যাপ এর রেফারেল লিংকে আমন্ত্রণ যুক্ত হলে নতুন ব্যবহারকারী এবং আপনি দুজনে একটি রেফারেল বোনাস পাবেন। উক্ত বোনাস নির্দিষ্ট এমাউন্ট হলে যা বিকাশের মাধ্যমে পেমেন্ট পাবেন।
রেফার করে টাকা ইনকাম Payoneer
Payoneer রেফার প্রোগ্রাম থেকে প্রতিটি রেফার করে থেকে যুক্ত হলে সর্বোচ্চ ২৫ ডলার পর্যন্ত প্রদান করে। যা রেফার করে টাকা ইনকাম সহজ নিয়মে পেমেন্ট বিকাশে ২০২৪ তৃতীয় পক্ষের মাধ্যমে পাওয়া যায়। Payoneer লিংক রেফার করার জন্য প্রথমে এখানে একটি একাউন্ট করুন। তারপর Payoneer এর মেনু থেকে আপনার রেফারেল লিংক কপি করুন। যা বিজনেস নেটওয়ার্ক সেটিং এর ভেতর রেফার প্রোগ্রাম ফ্রেন্ড সেটিং এ পাবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বন্ধুদের Payoneer এ নতুন একাউন্ট করিয়ে বোনাস হিসেবে ইনকাম করুন প্রায় ২৫ ডলার পর্যন্ত।
রেফার করে উপায় থেকে অর্থ উপার্জন বিকাশে পেমেন্ট
উপায় অ্যাপস রেফার করে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে ২০২৪ সালে হতে পারে অন্যতম মাধ্যম। এই মাধ্যমে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করার সুযোগ রয়েছে যা পেমেন্ট বিকাশে পাওয়া যায়। প্রতিটি রেফার অ্যাকাউন্ট থেকে উপায় অ্যাপস প্রদান করে প্রায় ৬০ টাকা পর্যন্ত। উপায় এর একাউন্ট রেফার করতে যদি আপনার নিজস্ব একাউন্ট থাকে তাহলে মেনু বাটন থেকে রেফার অ্যান্ড আর্ন বাটনে ক্লিক করলে রেফারেল লিংক পাবেন। রেফারেল লিংকটি সবাইকে দিয়ে তাদের লিংকে যুক্ত হতে আমন্ত্রণ করুন। একটি নতুন একাউন্ট এর জন্য উপায় অ্যাপস সর্বোচ্চ ৬০ টাকা বিকাশে পেমেন্ট প্রদান করবে আপনাকে।
ক্রিপ্টো রেফার করে ইনকাম
বর্তমানে বাংলাদেশেও ক্রিপ্টো কারেন্সির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ক্রিপ্টো কারেন্সির Binance, coinbase ইত্যাদি প্ল্যাটফর্ম গুলোতে রেফারেল প্রোগ্রাম চালু আছে। অ্যাপগুলোর লিংক রেফার করলে নির্দিষ্ট পরিমাণ বোনাস অফার করে এবং পেমেন্ট বিকাশে দেয়। যদি কখনো কোন ব্যক্তি আপনার রেফারেল লিংক ব্যবহার করে অ্যাপস গুলো সাইন আপ এবং ব্যবহার করবে, আপনি তখন টাকা আয় করতে পারবেন।
রেফার করে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট থেকে অর্থ উপার্জন
বর্তমানে জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট হচ্ছে upwork, fiver, freelancer ইত্যাদি অন্যতম। এই প্লাটফর্ম গুলো অনেক টাকা ইনকাম করার জন্য রেফারেল বোনাস অফার করে থাকে। প্ল্যাটফর্ম গুলোর রেফারেল লিংক শেয়ার করার জন্য প্রথমে একাউন্ট তৈরি করুন। আপনার রেফারেল লিংক কি কপি করে নতুন ফ্রিল্যান্সার অথবা ক্লাইন্টের একাউন্ট করার জন্য বলুন। একাউন্ট করলে আপনি অনাস হিসাবে নির্দিষ্ট পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন যা পেপাল অথবা তৃতীয় পক্ষের মাধ্যমে বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
নগদ রেফার করে অফার ২০২৪
নগদ এর অ্যাপস রেফার করে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে ২০২৪ সালে একটি সহজ উপায়। নগদ অ্যাপস রেফার করে টাকা ইনকাম করার জন্য প্রথমে নগদ এর একটি একাউন্ট করতে হবে। তারপর নগদ এর রেফারেল লিংক কপি করে সবাইকে যুক্ত হওয়ার জন্য ইনভাইটেশন পাঠাতে হবে। যখন কোন ব্যক্তি আপনার রেফার করে লিংক থেকে যুক্ত হবে তখন নগদ আপনাকে কমিশন প্রদান করবে যা বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
অ্যাপস রেফার করে টাকা ইনকাম বিকাশের পেমেন্ট
বর্তমানে অনেক জনপ্রিয় অ্যাপস আছে যেগুলো রেফার করে নির্দিষ্ট পরিমাণ বোনাস অফার করে। যা টাকা ইনকামের একটি অংশ। প্রয়োজনীয় অ্যাপসগুলো রেখার করে আপনিও যথেষ্ট পরিমাণ আয় করতে পারবেন। অ্যাপগুলো রেফার করতে আপনার হাতে থাকা মোবাইল অথবা ল্যাপটপ, কম্পিউটার ব্যবহার করে রেফার করে প্রচুর পরিমাণ ইনকাম এবং সহজ পদ্ধতিতে পেমেন্ট গ্রহণ করা যায়। রেফার করা যায় এমন জনপ্রিয় অ্যাপসগুলোর মধ্যে রয়েছে:
Nogod |
নগদ |
Bkash |
বিকাশ |
Tusk bucks |
টাক্সবাক্স |
Upai |
উপায় |
Q-link |
কিউ লিঙ্ক |
Google Pay |
গুগল পে |
Earn Money |
আর্ন মানি |
Earn Cash |
আর্ন ক্যাশ |
Tera Box |
টেরা বক্স |
Ysens |
অয়সেন্স |
Youp |
ইয়প |
Daraz |
দারাজ |
Pathao |
পাঠাও |
Uber |
উবার |
Udemy |
উডুমি |
Binance |
বায়ন্যান্স |
Coinbase |
কয়েন বেজ |
Upwork |
আপওয়ার্ক |
Fiver |
ফাইবার |
Freelancer |
ফ্রিল্যান্সার |
Toluna |
টুলোনা |
Swagbucks |
সোয়াগ বাক্স |
Amazon |
অ্যামাজান |
alibaba |
আলিবাবা |
ebay |
ইবে |
সারসংক্ষেপ
আজকের পোষ্টের মূল আলোচ্য বিষয় রেফার করে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে ২০২৪ সম্পর্কে।আশা করি আপনারা উপরে উল্লেখিত রেফার করে কিভাবে সহজে টাকা ইনকাম করে পেমেন্ট নিতে পারবেন বিকাশে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরে উপকৃত হয়েছেন। আমাদের ওয়েবসাইটের স্লোগান “নিজে জানুন, অন্যকে জানান” এই নিয়ে পথ চলা। শুধু নিজে জানার মধ্যে আত্মতৃপ্তি নয়। নিজে জানার পাশাপাশি অন্যকে জানানো হচ্ছে প্রকৃতপক্ষে আত্মতৃপ্তি সুতরাং নিজে জানুন এবং অন্যকে জানান ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url