ছারপোকা মারার স্প্রে, পাউডারের নাম ও ব্যবহার
ঘরে অসংখ্য ছারপোকা। চিন্তায় আছেন কিভাবে ছারপোকা মারা যায় বা মারার স্প্রে নাম কি। রাতের আরামের ঘুম হারাম করতে রক্ত চোষা ছারপোকায় যথেষ্ট। জানেন কি ছারপোকা কিভাবে মারতে হয়, মারার স্প্রে নাম? চলুন জেনে নেই ছারপোকা মারার স্প্রে নাম ও এর সম্পর্কে বিস্তারিত।
ছারপোকা হচ্ছে রক্তচোষা একটি পোকা। ছারপোকা সাধারণত বিছানায়, সোফাতে, ম্যাট্রেস, তোষক, খাটের চিপায় চাপায় ও অন্যান্য আসবাবপত্রে বসবাস করে। ছারপোকা রাতের বেলায় বেশি চলাচল করে এবং ঘুমিয়ে থাকা অবস্থায় রক্ত চুষে নেয়। আমি আপনাদের এই পোস্টের মাধ্যমে জানাবো, ছারপোকা মারার স্প্রে নাম ও ছারপোকার বিস্তারিত তথ্য।
পোষ্ট সূচিপত্র - ছারপোকা মারার স্প্রে পাউডারের নাম ও ব্যবহারঃপ্রিয় বন্ধুরা, আমরা এই পোস্টে জানবো ছারপোকা মারার স্প্রে নাম ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত তথ্য।
ছারপোকা কি?
ছারপোকা মূলত একটি রক্ত চোষা প্রাণী যার ইংরেজি নাম bed bug বেডবাগ। এটি একটি সাইমেক্স প্রজাতির রক্তচোষা প্রাণী। যা মানুষ বা অন্যান্য প্রানির রক্ত খেয়ে বেঁচে থাকে। ছারপোকা সাধারণত দুই ধরনের প্রজাতি হয় যেমন সাইম্যাক্স নেকচুল্যারিয়াস যার পরিচিতি বিশ্বব্যাপী এবং সাইম্যাক্স হেমি পেট্রাস যা নাতিশীতোষ্ণ অঞ্চলে বিস্তার করে।
বিজ্ঞানীদের মতে, মধ্যপ্রাচ্য থেকে ছারপোকার জন্ম হয়েছে, যা প্রায় সাড়ে তিন হাজার বছর আগে জন্মগ্রহণ করে। প্রতিটি পোকার আকার সাধারণত এক থেকে সাত মিলিমিটার হয়ে থাকে। প্রতিটি প্রাপ্তবয়স্ক ছারপোকা প্রায় ২৫০টি ডিম দিতে পারে। ৬-১০ দিনের মধ্যে ডিম থেকে বাচ্চার জন্মায়। ছারপোকা কামড়ালে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় যেমন চুলকানি, এলার্জি, মানসিক চাপ, ফুসকুড়ি, জ্বর সাথে ক্লান্তি অনুভব, ইত্যাদি।
ছারপোকা কামড়ালে কি হয়?
ছারপোকার মূল খাদ্য রক্ত। রক্ত খেয়ে তাদের জীবন যাপন। দিনের বেলায় ছারপোকার আক্রমণ কম থাকলেও রাতে এর আক্রমণের পরিধি দেশ বৃদ্ধি করে। ছারপোকা কামড়ালে শরীরের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এই প্রকার কামড়ে শরীরের চুলকানি শুরু হয়, দেহের ফুসকুড়ি, লাল লাল ছোপ আকারের হয়, এলার্জির প্রতিক্রিয়া শুরু হয়, দাউদ হওয়ার মতো চুলকানি দেখা যায়।
মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে, আক্রান্ত ব্যাক্তির অনেক সময় জ্বর হয়, আবার ক্লান্তি অনুভব হয়। এছাড়াও অনেক ক্ষেত্রে ছারপোকার কামড়ের ফলে বিভিন্ন রোগের সংক্রমণের কারণ হতে পারে। তবে ছারপোকার কামড়ানোর কারণে যেসব রোগের কারণ হয় সেই রোগগুলো প্রকাশ পেতে কয়েকদিন সময় লাগতে পারে।
ছারপোকা মারার স্প্রে নাম কি?
ছারপোকার যন্ত্রণা থেকে মুক্তি পেতে ছারপোকা মারার জন্য উপায় খুঁজছেন। ছারপোকা বিশেষ করে বিছানায়, মশারি, বালিশ, খাটের আনাচে-কানাচে বসবাস করলেও বাসের এবং ট্রেনের সিটে ছারপোকার বসবাস দেখা যায়। ছারপোকা দিনের বেলায় কম কামড়ালেও রাতের বেলায় এর চলাচল বেশি। এই পোকাটি খুব অল্প সময়ের মধ্যে শরীর থেকে রক্ত নিতে পারে। রাতের ঘুমের সময় ছোট্ট একটি কবর দিয়ে আরবের ঘুম হারাম করে দেয়। চলুন জেনে নেই ছারপোকা মারার স্প্রে সম্পর্কে এবং এর ব্যবহার।
ছারপোকা মারার জনপ্রিয় স্প্রে
বর্তমানে বাজারে ছারপোকা মারার বিভিন্ন রকমের কার্যকরী স্প্রে পাওয়া যায়। যার মধ্যে অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তবে নিচে কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ডের ছার পোকা মারার স্প্রে দেওয়া হল:
- অ্যাডভান্টেজ স্প্রে: ছারপোকা মারার এই স্প্রেটি দ্রুত কাজ করে যার প্রভাব দীর্ঘ সময় থাকে থাকে।
- রিপেলেন্ট স্প্রে: এই স্প্রেটি বাসা বাড়ির ছারপোকা মারতে এবং দূর করে। এছাড়াও ঘরের অন্যান্য কিট পতঙ্গ সহজেই দূর করতে সহযোগী।
- সেলফ ডিফেন্স স্প্রে: ছারপোকার উপদ্রব্য বেশি হয়ে গেলে অনেক ক্ষেত্রেই এই স্প্রেটি পোকা গুলোর প্রতিরোধ করার জন্য ব্যবহার করা হয়।
ছারপোকা মারার ল্যাভেন্ডার অয়েল স্প্রে
ছারপোকা পুরোপুরি ধ্বংস করতে না পারলেও, স্প্রে প্রতিদিন ব্যবহার করলে ছারপোকা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়৷ ছারপোকা ঘরের যে স্থানে অবস্থান করছে সে স্থানগুলোতে প্রতিদিন ল্যাভেন্ডার অয়েল দিয়ে স্প্র করুন। এটি প্রতিদিন স্প্রে করলে অল্প কিছুদিনের মধ্যে ছারপোকা মারতে এবং দূর করতে দ্রুত কাজ করবে।
অ্যালকোহলের স্প্রে করে ছারপোকা মারা
ছারপোকার উপদ্রব থেকে বাঁচতে, তাদের আবাসস্থল গুলোতে অ্যালকোহল স্প্রে করুন। অ্যালকোহল স্প্রে ছারপোকা তারাতে এবং মারার জন্য বেশ কার্যকরী। এটি করলে ছারপোকার দল ধীরে ধীরে ঘর থেকে পালিয়ে যাবে।
ছারপোকা মারার কেরোসিনের স্প্রে
ছারপোকা কেরোসিনের কটু ঘ্রাণ বা গন্ধ নিতে পারেনা।ঘরের থেকে ছারপোকা তাড়াতে এবং মারতে ঘরের আসবাবপত্র অথবা যেসব স্থানে ছারপোকার বসবাস এবং ছারপোকা হতে পারে এমন স্থানগুলোতে কেরোসিনের স্প্রে করুন। এটি নিয়মিত করলে ছারপোকা ঘর ছাড়া হবে।
ছারপোকা মারতে ন্যাপথলিন এর ব্যবহার
ছারপোকা মারে অথবা তাড়িয়ে দেই ন্যাপথলিন। মাসে অন্তত দুই থেকে তিনবার ন্যাপথলিন এর গুড় বিছানায় বা পোকাগুলোর আবাসস্থলে ছিটিয়ে দিন। এছাড়াও ন্যাপথলিন মিশ্রিত পানি দিয়ে ঘরের আসবাবপত্র বা খাটে স্প্রে করুন। যেতে তাড়াতাব্রান্ডের ড়ি ছারপোকা মরে যাবে এবং দূর হবে। ন্যাপথলিন এর স্প্রে ছারপোকা মারার জন্য এস কার্যকারী।
ছারপোকা মারার কীটনাশক তাসলা ডব্লিউ পি স্প্রে
ঘরের ছারপোকা মারার জন্য বা পুরোপুরি নিধন করতে কীটনাশক তাসলা ১০ ডব্লিউপি ব্যবহার করুন। ঘরের আনাচে-কানাচে, আসবাবপত্র, বিছানায় কীটনাশক তাসলা ১০ ডব্লিউ পি স্প্রে করুন। এটি ব্যবহারে শুধু ছারপোকাই নয়, ঘরের তেলাপোকা, পিঁপড়া ও অন্যান্য পোকামাকড় দমনে ভালো কাজ করে।
ছারপোকা মারার ইনসেক্টিক্সাইড স্প্রে
ছারপোকা আছে এমন সম্ভাব্য স্থানগুলোতে যদি ইনসেক্টি সাইড স্প্রে করা হয় তাহলে সহজে ছারপোকার নিধন করা ও মারা যায়। এই স্প্রেটি মাসে প্রায় তিনবার করা প্রয়োজন।
আরো পড়ুনঃ কিভাবে আপনার পাতলা চুল ঘন করবেন
ছারপোকা মারার পাউডার
ছারপোকা মারার জন্য বাজারে বিভিন্ন ধরনের হাওড়ার পাওয়া যাচ্ছে। তবে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং জনপ্রিয় ছারপোকা মারার পাউডার হচ্ছে:
বোরাক্স পাউডার: বোরাক্স পাউডার সাধারণত প্রাকৃতিক রাসায়নিক যৌগ পাউডার। এটি ব্যবহারে ছারপোকা ও অন্যান্য পোকামাকড় মারা যায়। ছারপোকার আবাস স্থল গুলোতে বোরাক্স পাউডার ছিটিয়ে দিন।
ছারপোকা মারার জুম এক্স ম্যাজিক পাউডার: জুম এক্স ম্যাজিক পাউডার মাসে তিনবার ব্যবহার করলে ঘরের ছারপোকা মারা যায় এবং চিরতরে দূর হয়। যেসব স্থানে ছারপোকা আছে এমন জায়গায় পাউডারটি ভালোভাবে প্রয়োগ করুন। এটি ব্যবহারে কোন পার্শ্ব প্রতিক্রিয়া না থাকলেও শিশুদের থেকে দূরে রাখুন।
পাইরেথ্রিন পাউডার: পাইরেথ্রিন পাউডারটি ব্যবহারে ছারপোকা সহ বিভিন্ন কীট পতঙ্গ নিধন করা সম্ভব এবং বেশ কার্যকর।
ডায়াটোমেসিয়াস আর্থ: এই ছারপোকা মারার পাউডারটি ছারপোকার দেহের উপরের প্রাচীর কে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম এবং সহজেই মেরে ফেলতে পারে।
চিরতরে ছাড়পোকা দূর করার ঘরোয়া উপায়
যদিও ছারপোকা দূর করা খুবই কষ্টসাধ্য বিষয়। ছারপোকা যদি ৭০ দিন পর্যন্ত না খায় বেঁচে থাকে। তবে এমন কিছু ঘরোয়া উপায় আছে যা অবলম্বন করলে চিরতরে ছারপোকা দূর করা সম্ভব। চিরতরে ছাড়পোকা দূর করার ঘরোয়া উপায় নিচে দেওয়া হল:
ছারপোকা দূর করতে ঘরের তাপমাত্রা প্রায় ৫০-১০০ ডিগ্রি সেলসিয়াস ৯০ মিনিট পর্যন্ত রেখে দিন। সাধারণত ১০০-১১৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রাতে ছারপোকা মরে যায়।
বিছানায় ব্যবহার করা বালিশ, তোষক, লেপ, কাঁথা, জাজিম, ম্যাট্রেস ইত্যাদি উত্তপ্ত রোদে রাখুন।নছারপোকা অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে না পারায় মারা যায়।
খাট বা বিছানা দেওয়াল থেকে একটু দূরে রাখুন। দেওয়ালের সাথে যেন না লেগে যায় সে দিকে খেয়াল করুন।
খাটের নিচে অপ্রয়োজনীয় ময়লা আবর্জনা সর্বদা পরিষ্কার-পরিছন্ন রাখুন। যাতে কোন ছারপোকা বা অন্য কোনো পোকামাকড় বাসা না বাধতে পারে।
বিছানায় বা বাসা বাড়িতে যে স্থানে ছারপোকার বসবাস সেখানে পুদিনা পাতা রাখলে ছারপোকা দূর হয়। কারণ ছারপোকা পুদিনা পাতার ঝাঁঝালো গন্ধ সহ্য করতে পারে না।
ছারপোকার উপদ্রব দূর করতে বিছানায়, সোফায়, ছারপোকা আছে এমন স্থানে পাতা ছিটিয়ে দিন। এতে সহজে ছারপোকা তাড়ানো সম্ভব।
ছারপোকা আছে এমন কাপড়-চোপড়ে, পোশাক আশাক গরম পানিতে পরিষ্কার করতে হবে। উত্তপ্ত রোদে তাপে ভালোভাবে শুকিয়ে জামাকাপড় ভাস করে মুড়িয়ে প্যাকেট জাত করে ফ্রিজের দুই তিন দিন রাখলে ছারপোকা দূর করা যায়।
ব্যবহৃত বা পুরাতন কোন ফার্নিচার বা ঘরের আসবাবপত্র ক্রয় করলে সেগুলো ছারপোকা আছে কিনা তার নিশ্চিত করে ঘরে তোলা। আবার ঘরে তোলার পূর্বে ছারপোকার নিধন করার ঔষধ বা স্প্রে করা।
কোথাও ঘুরতে গেলে বেডের উপর ব্যবহৃত পোশাক, ব্যাগ না রাখা ভালো। এতে মনের অজান্তে আপনার পোশাক এবং ব্যাগের সাথে ছারপোকা ঘর পর্যন্ত চলে আসতে পারে।
ছারপোকা মারতে ব্রেকিং সোডা বা পাউডার
ছারপোকা মারার জন্য যখন ব্রেকিং সোডা ব্যবহার করা হয় তখন বেকিং সোডা খেয়ে ফেলে তাহলে তাদের পাকস্থলীতে প্রবেশ করলে এদের chemical bond ভেঙে যায়। ফলে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস নির্গত হয়।ফলে ছারপোকার ডাইজেস্ট সিস্টেম কার্যকর হয়ে পড়ে আর ছারপোকা মারা যায়।
তবে ছারপোকা মারতে ব্রেকিং সোডা বা পাউডার খাওয়ার প্রয়োজন হয় না। ব্রেকিং সোডার দানাগুলো অনেক ধারালো হওয়ায়, যখন ছারপোকা ব্রেকিং সোডার সংস্পর্শে আসে তখন তাদের শরীরের ভেঙ্গে ক্ষত তৈরি করে। যার ফলে ছারপোকা মারা যায়। তবে ব্রেকিং সোডা ব্যবহারে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেয়। মানুষ এর জন্য সুরক্ষিত।
ছারপোকা মারার ব্রেকিং সোডার ব্যবহার
- যেসব স্থানে ছারপোকার চলাচল সেই স্থানগুলো শনাক্ত করুন।
- সনাক্ত করা জায়গাগুলোতে ব্রেকিং সোডা ভালোভাবে ছিটিয়ে দিন।
- এমনভাবে সেটাতে হবে যেন প্রতিটি ছারপোকার ব্রেকিং সোডার সংস্পর্শে আসতে পারে।
- এইভাবে প্রায় এক সপ্তাহ ব্রেকিং সোডা প্রয়োগ করুন।
ছারপোকা মারার স্প্রে, কীটনাশক, ঔষধ ব্যবহারের সতর্কতা
- যদি ঘরে বাচ্চা অথবা মানসিক রোগী থাকে তাহলে ব্যবহারের পূর্বে তাদের নিরাপদ স্থানে রাখুন।
- ছারপোকা মারার প্রয়োজনীয় কীটনাশক, ঔষধ, স্প্রে ও অন্যান্য গাছ শিশুদের নাগালের বাইরে রাখুন।
- যদি স্প্রে বা কীটনাশক ব্যবহার করেন তাহলে ব্যবহার করার পর ভালোভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোসল করে নিন।
- ছারপোকার দূর করতে প্রয়োজনীয় উপকরণগুলো ব্যবহারের নীতিমালা মেনে চলুন।
- উপকরণগুলো ব্যবহারে ব্যবহারকারী জরুরি অবস্থা সম্মুখীন হলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হয়।
ছারপোকা সম্পর্কে প্রশ্ন ও উত্তর
ছারপোকা মারার স্প্রের নাম কি?
ছারপোকা মারার সবচেয়ে কার্যকারী স্প্রে হচ্ছে ইনতোফা গ্রুপের তাসলা ১০ ডব্লিউ পি। এটি ব্যবহারে ছারপোকা, তেলাপোকা, মাছি, পিপড়া ও ক্ষতিকর পোকামাকড় মারা যায়।
ছারপোকা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মারা যায়?
ছারপোকা প্রায় ১০০-১১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে। তবে প্রায় ১১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেই ছারপোকা মারা যায়।
ছারপোকা কি বিষাক্ত?
ছারপোকা সাধারণত কোন রোগের বাহক নই। তবে এর উপদ্রব্য বৃদ্ধি পেলে অনেক সময় নো সমস্যা যেমন চুলকানি, এলার্জি, শ্বাসকষ্ট, জ্বর, ক্লান্তি ইত্যাদি দেখা দিতে পারে। এছাড়াও ছারপোকার আসিস খানের যদি তাদের ছড়িয়ে যায় তাহলে ওই বিষ নিঃশ্বাসের মাধ্যমে দেহে প্রবেশ করলে বিপদ হওয়ার আশঙ্কা বেশি থাকে। এমনকি শ্বাসকষ্ট মারাত্মক আকার ধারণ করতে পারে।
ছারপোকার ইংরেজি নাম কি?
ছোট্ট পরজীবী পতঙ্গ যা সিমিসিডের গোত্রের এই ছারপোকার ইংরেজি নাম Bed Bug বেড বাগ নামে পরিচিত।
ছারপোকা স্বপ্নে দেখলে কি হয়?
ছারপোকা বা অন্যান্য কী পতঙ্গ স্বপ্নে দেখলে তা কখনো ভালো ফলাফল কাম্য নয়। স্বপ্নে ছারপোকা দেখলে নিজস্ব কর্মক্ষেত্রে বিভিন্ন রকম বাধা-বিপত্তি আসতে পারে।
ছারপোকা বাস করে কোথায়?
ছারপোকা রক্ত প্রাণী যা রক্ত খেয়ে জীবন যাপন। মূলত ছারপোকার বসবাস বিছানা, মশারির কোনা, বালিশের কোনাই, পোশাক পরিচ্ছদে, দেওয়ালের চিপায়, কাঠের তৈরি আসবাবপত্রের ফাঁকে, খাটে ইত্যাদি স্থানে। এছাড়াও মানুষের আনাগোনা বেশি এরকম স্থান যেমন ট্রেনের সিটে, বাসের সিটেও ছারপোকার বসবাস দেখা যায়।
ছারপোকার রক্ত খাওয়ার কারণ কি?
ছারপোকা রক্ত খেয়েই বেঁচে থাকে। এরা রক্ত ছাড়া অন্য কিছু খায় না। তবে এরা প্রায় 70 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে।
উপসংহার
আজকের পোষ্টের মাধ্যমে আপনাদের জানিয়েছি, ছারপোকা মারার স্প্রে, পাউডার নাম ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত তথ্য। আশা করি আমাদের পোষ্টের মাধ্যমে আপনারা স্প্রে করে ছারপোকা মারার বিস্তারিত তথ্য জানতে পেরে উপকৃত হয়েছেন। এছাড়াও ছারপোকা সম্পর্কে আপনাদের কোন প্রশ্ন জানার থাকলে আমাদের ওয়েবসাইটে কমেন্ট করে জানাবেন অথবা আমাদের সাথে যোগাযোগ মাধ্যম গুলো যোগাযোগ করবেন ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url