ঘরে বসে সেলাই এর কাজ করে আয় করুন সহজে
বর্তমান দ্রুতগতির বিশ্বে ঘরে বসে সেলাই এর কাজ শুধু মাত্র ব্যবহারের জন্য নয় বরং এটি অত্যান্ত ফলপ্রসূ সেলাই এর কাজ বা কারো কাজ হয়ে উঠেছে যা ঘরে বসে সৃজনশীল বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে টাকা ইনকামের অন্যতম সহজ উপায়।
ঘরে বসে সেলাই এর কাজ অর্থ উপার্জনের সহজ পন্থা এবং পূর্ণাঙ্গ ব্যবসার রূপ প্রদান করা। আজকের পোষ্টের ঘরে বসে কিভাবে সেলাই এর কাজ করা যায়, প্রয়োজনীয় সরঞ্জাম ও সেলাই এর কাজ ভিত্তিক সমস্ত কিছু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যা আপনার ব্যক্তিগত ব্যবহার এবং ব্যবসা ভিত্তিক উপকারে আসবে।
ঘরে বসে সেলাই এর কাজ
কোভিড-১৯ মহামারী দেশ-বিদেশের মানুষকে ঘরে বসে কাজের আগ্রহকে বৃদ্ধি করেছে। এই মহামারী কিভাবে ঘরে বসে কাজ করা যায় সে সম্পর্কে শিখিয়ে গেছে। এই সময় অন্যান্য কাজের পাশাপাশি ঘরে বসে সেলাই এর কাজ জনপ্রিয় হয়ে উঠেছে। এর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্র, ব্যবহার করা পোশাক সামগ্রী, ঘরের সাজ সজ্জায় তৈরি করা এবং এর ব্যবহার সর্বাধিক। শুধু তাই নয় ঘরে বসে সেলাই এর কাজের মাধ্যমে অনেকে পর্যাপ্ত পরিমাণ উপার্জন করছেন।
ঘরে বসে সেলাইয়ের কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম
ঘরে বসে সেলাই এর কাজ শুরু করার আগে প্রয়োজনীয় এবং সঠিক সরঞ্জাম থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।কেননা প্রয়োজনীয় না থাকলে সেলাইয়ের কাজ করা সম্ভব নয়। চলুন জেনে নেওয়া যাক ঘরে বসে সেলাইয়ের কাজের প্রয়োজনীয় সরঞ্জাম সমূহ কি কি:
সেলাই মেশিন: মাঝে মাঝে হাতে সেলাই এর প্রয়োজন হলেও একটি ভালো মানের মেশিন প্রয়োজন। যা ব্যবহারে দক্ষতা এবং নির্ভলতার সাথে কাজ করা অপরিহার্য। বাজারে একাধিক মডেল এবং কোয়ালিটির সেলাই মেশিন পাওয়া যায়। তবে নতুন সেলাই এর কাজ করছেন এমন ব্যক্তিদের জন্য জিগজ্যাগ অথবা স্টেট স্টিচিং এমন আধুনিক মডেলের সেলাই মেশিন এর সন্ধান করা উচিত। এছাড়াও আরো উন্নত মানের নিতে চাইলে কম্পিউটার দ্বারা পরিচালিত সেউইস্টরা এমব্রয়ডারি এমন মেশিন নিতে পারেন।
সিজার বা কাঁচি: গার্মেন্টসের ভাষায় কাচি কে সিজার বলা হয়। সাধারণত উচ্চ মান সম্পন্ন সিজার বা কাঁচি ব্যবহারে কোন প্রকার ছাড়াই কাপড় কাটা যায়। তবে সিজার বা কাঁচি সঠিক ব্যবহারের জন্য ফেব্রিক বা কাপড় কাটার কাজ ছাড়া অন্যান্য কাজে ব্যবহার এড়িয়ে চলুন। কেননা সিজার বা কাঁচির ধার বা ব্লেডকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
মেজারমেন্ট টেপ: মেজারমেন্ট টেপ সেলাই এর কাজ করা ব্যক্তির জন্য অধিক গুরুত্বপূর্ণ যা সাফল্যের চাবিকাঠি। একটি মেজারমেন্ট এর দেহের সু-নির্দিষ্ট পরিমাপ গ্রহণ করতে সহযোগিতা করবে। যখন কোন ব্যক্তির শরীরের মাপের উপর ভিত্তি করে পোশাক তৈরি করা হয় তখন মেজারমেন্ট এর ব্যবহার প্রয়োজন হয়।
পিন বা সূঁচ: সূঁচ এর বাংলা অর্থ সুই যা গ্রামের আঞ্চলিক ভাষা। সূঁচ সেলাই করার সময় ব্যবহার করা হয়। যা ব্যবহারে পূর্ণাঙ্গ পোশাক তৈরি সম্পন্ন হয়। কাপড়ের উপর নির্ভর করে সেলাই এর জন্য একাধিক সূঁচের প্রয়োজন হয়।
আয়রন মেশিন বা ইস্ত্রি বোর্ড: কাপড় সেলাই করার পূর্বে যদি আয়রন মেশিন বা ইস্ত্রি বোর্ড এর ব্যবহার করা হয় তাহলে কাপড়ের সেলাই এর ফিনিশিং ভালো করা সম্ভব। এছাড়াও সেলারি করার পরে ফিনিশিং সম্পন্ন করতে আয়রন মেশিন বা ইস্ত্রি বোর্ড এর প্রয়োজন হয় যা আবশ্যক। এটি ব্যবহারে ইস্ত্রি বোর্ড ও ভালো লোহার প্রয়োজন।
সেলাই এর কাজ সহজ ভাবে শুরু করার কৌশল
ঘরে বসে সেলাই এর কাজ প্রাথমিক অবস্থায় শুরু করার জন্য সেলাইয়ের উপর মৌলিক দক্ষতা অর্জনের লক্ষ্যে সহজ কাজ দিয়ে শুরু করা উত্তম। নতুনদের জন্য সেলাইয়ের কাজে কিছু সহজ প্রজেক্ট উল্লেখ করা হলো:
বালিশ এর কভার: সেলাই এর কাজে নতুনদের জন্য সবচেয়ে সহজ কাজের মধ্যে একটি হলো বালিশের কভার সেলাই করা। এ সহজ কাজটি নতুনদের কাপড় এবং সেলাই এর কাজ করা অনুশীলন এর দক্ষতা বৃদ্ধি করবে।
ব্যাগ তৈরি করা: সেলাইয়ের কাজে ব্যাগ তৈরি করা ক্যানভাস অথবা ডেনিম এর মত মোটা কাপড়ের সাথে পরিচয় এবং কাজের দক্ষতা বৃদ্ধি করে। এছাড়াও বহুমুখী উপায়ে ব্যাগ তৈরি সাথে প্রয়োজনীয় দক্ষতা শেখায়।
স্ক্রাঞ্চিস: মেয়েদের চুলের জন্য ব্যবহৃত স্ক্রাঞ্চিস তৈরি করা নতুনদের জন্য সহজ যা তৈরিতে সেলাই এর কাজের গতি বৃদ্ধি করে। স্ক্রাঞ্চিস তৈরি করতে ফেব্রিক এবং ইলাস্টিক এর প্রয়োজন হয়। এটি তৈরির মাধ্যমে কাজের অনুশীলন এর জন্য সাহায্য করে।
আরো পড়ুনঃ বাংলাদেশে প্যাকিং এর কাজ ঘরে বসে 2024
সেলাই এর কাজের দক্ষতা বৃদ্ধি - উন্নত সেলাইয়ের কৌশল
আপনি যখন ঘরে বসে সেলাই এর কাজ মৌলিক বিষয় শিখে যাবেন তখন আপনার কাজের দক্ষতা আরো উন্নত করার কৌশল গুলো অবলম্বন করা প্রয়োজন। যা আপনার সেলাইয়ের প্রজেক্ট আরো উন্নত করতে পারে। চলুন জেনে নেই উন্নত সেলাইয়ের কৌশল সমূহ:
জিপার এবং বাটন হোল: আপনার সেলাইয়ের কাজে জিপার এবং বাটন হোল এর কাজ কঠিন হওয়ার সম্ভাবনা হতে পারে। তবে এটি পোশাকের জন্য ব্যবহার অপরিহার্য। এছাড়াও আপনার উন্নত সেলাইয়ের কাজের দক্ষতাকে আরো বাড়িয়ে দিবে। সুতরাং আপনি জিপার লাগানো এবং বাটন হোলের কাজ শুরু করুন।
কুইল্টিং: সেলাইয়ের দক্ষতা আরো উন্নত করতে কুইল্টিং এর কাজগুলো করার চেষ্টা করুন। এটি আপনার কাজের কৌশল শিখতে সাহায্য করবে। কুইল্টিং বালিশ, দেওয়ালে ঝোলানো ফুল, কম্বল এবং পোশাকেও করা হয়।
পূর্ণাঙ্গ গার্মেন্টস তৈরি: একটি পূর্ণাঙ্গ গার্মেন্টস তৈরি বলতে কোন পোশাক সম্পূর্ণ কড়াকে বুঝায়।গার্মেন্টস তৈরি করা উন্নত সেলাই এর একটি চ্যালেঞ্জ। এই বিষয়ে মৌলিক কাজগুলো করার মাধ্যমে আপনি জটিল যেমন প্রয়োজনীয় পোশাক, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, পায়জামা ইত্যাদি তৈরি করতে পারেন।
ঘরে নির্দিষ্ট সেলাই এর স্থান তৈরি করা
ঘরে বসে সেলাই এর কাজ করার জন্য একটি আদর্শ স্থানের প্রয়োজন হয়। সঠিক ভাবে সেলাই এর কাজ করা এবং ঘরে বসে কাজের প্রতি মনোযোগী হওয়া উপযুক্ত পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। সেলাই এর কাজের জন্য আদর্শ স্থান এবং উপযুক্ত পরিবেশ কিভাবে তৈরি করা যায় নিচে দেওয়া হল:
পর্যাপ্ত আলোর প্রয়োজন: সেলাই করার সময় এবং ফেব্রিক কাটতে ও অন্যান্য কাজে পর্যাপ্ত আলো খুবই গুরুত্বপূর্ণ। যদিও প্রাকৃতিক আলো পরিবেশ বান্ধব এবং আদর্শ। তবে আলোর সঠিক উজ্জ্বলতা উপভোগ করতে এলইডি লাইট এর ব্যবহার করতে পারেন।
সংগঠিত স্টোরেজ এর ব্যবহার: আপনার সেলাই এর কাজে ব্যবহৃত সরঞ্জাম গুলি সঠিক সংগঠিত রাখা প্রয়োজন। যার ফলে অতিরিক্ত সময়ের অপচয় এবং কাজের প্রতি হতাশা কমানো সম্ভব।ফেব্রিকের ব্যবহারের প্রয়োজনীয় টুলস, স্টোরেজ বিন, টুলস ব্যবহারের ড্রয়ার, কাঁচি, রুলার এর সঠিক স্টোরেজ এবং আইটেমগুলো পেকবোর্ড ব্যবহার করে ঝুলিয়ে রাখুন।
আরামদায়ক বসার স্থান: সেলাই মেশিনে কাজ করলে ঘন্টার পর ঘন্টা ব্যয় করতে হয়। তাই বসার স্থান আরামদায়ক করার জন্য আরামদায়ক চেয়ার এর ব্যবহার এবং ব্যাক সাপোর্ট এর ব্যবহার করুন।
ঘরে বসে সেলাই এর কাজ আয়
ঘরে বসে সেলাইয়ের কাজ করা শুধু শখ হিসেবে হতে পারে না, এটি একটি লাভজনক ব্যবসা। চলুন জেনে নেই আপনি কিভাবে আপনার শখকে লাভের অংশে পরিণত করবেন।
তৈরি করা পণ্য বিক্রি: আপনার সেলাই করা পণ্যের বিক্রি করে সহজে আয় করতে পারবেন। পণ্যগুলো বিক্রি করার জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য প্ল্যাটফর্ম এর সাহায্য নিতে পারেন। আপনি উচ্চ মানের ছেলে ও মেয়ের ব্যবহৃত পোশাক, গৃহসজ্জায় আনুষাঙ্গিক আইটেম তৈরি করে বাজারজাত করুন।
সেলাই এর কাজ শেখানো: আপনি একজন দক্ষ সেলাই এর কারিগর হয়ে উঠেছেন। তাহলে আপনি শুরু করতে পারেন অনলাইন বা অফলাইন প্রশিক্ষন সেবা। বর্তমানে সেলাই এর প্রশিক্ষন এর চাহিদা ব্যাপক। প্রশিক্ষন সেবা প্রদানের মাধমে জ্ঞ্যান ভাগাভাগির পাশা পাশি প্রচুর ইনকাম করতে পারবেন।
কাস্টস সেলাই পরিষেবা প্রদান: ঘরে বসে সেলাই এর কাজ করে আয় এর বিকল্প পদ্ধতি হলো কাস্টস সেলাই পরিষেবা প্রদান। বিয়ে বাড়ির. বড় বড় অনুষ্ঠানের টেইলারিং কাজ করে অনেক টাকা ইনকাম করা যায়।
ঘরে বসে সেলাই এর কাজ সম্পর্কে প্রশ্ন ও উত্তর
সেলাই মেশিনের জনক কে?
সেলাই মেশিনের জনক হচ্ছে স্যার বিজ্ঞানী বার্থেলেমি থিমনিয়ার। তিনি জন্মগ্রহণ করেছেন 19 আগস্ট 1793 সালে। মৃত্যুবরণ করেন 1857 সালের ৫ জুলাই। তার জীবনকাল প্রায় 63 বছর।
সেলাই মেশিন কিভাবে কাজ করে?
সেলাই মেশিনে ব্যবহৃত সুই সুতা কাপড়ের মধ্য দিয়ে সুতার ধারা তৈরি করে এবং সেই ধারা টেনে সেলাই করে। সুতাটি টেনে উপরে তোলার সময় নিচে থাকা অবস্থায় তৈরি করে যা সুতার ব্যাচে আটকে যায়। সুই এর সাথে সুতা আটকে গেলে সুই উপরে উঠে এবং নিচে নামে আর আপনার মেশিনের চলার গতি উপর নির্ভর করে কাপড়কে সামনের দিকে নিয়ে যায়।
সেলাই মেশিনের দাম কত?
সাধারণ সেলাই মেশিন গুলোর দাম সাধারণত ৬০০০ হাজার থেকে ১০০০০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে। এছাড়াও সবচেয়ে কম দামের সেলাই মেশিন গুলো ১৫০০ থেকে ২০০০ টাকার মধ্যে পাওয়া যায়। যা ব্যবহার করা হয়ে থাকে।
আমেরিকায় সেলাই মেশিন এর দাম কত?
সেলাই মেশিন মূলত কোয়ালিটির উপর নির্ভর করে দাম নির্বাচন করা হয়। আপনি যদি উন্নত মানের সেলাই মেশিন ক্রয় করেন তাহলে অবশ্যই বেশি টাকা গুনতে হবে। যা আমেরিকান মুদ্রায় ৪০০-৫০০ ডলার এর মত। এছাড়া মোটামুটি মানে সেলাই মেশিন এর দাম প্রায় ১৫০ ডলার।
মেশিন সেলাই কত প্রকার ও কি কি?
সাধারণত বিভিন্ন প্রকারের হয়ে থাকে তবে জনপ্রিয় প্রকারভেদ প্রায় ছয় প্রকার যেমন: জিগজ্যাগ, চেইন, সার্টিন, সোজা, পিছনে, চলছে ইত্যাদি সেলাই জনপ্রিয়।
মেশিনের তেলের নাম কি?
সেলাই মেশিন এর সঠিক ব্যবহারের জন্য তেল ব্যবহার করা হয় যা উচ্চ বিশুদ্ধ খনিজ প্যারাফিন তেল নামে পরিচিত। অর্থাৎ সাধারণ অর্থে সেলাই মেশিনের তেলের নাম লিলি হোয়াইট।
উপসংহার
ঘরে বসে সেলাই এর কাজ করা আপনার সৃজনশীলতা, দক্ষতার স্তর, ঘরে বসে ইনকাম এবং কাজের প্রতি আগ্রহ তৈরি করে। যা আপনার নিজের জন্য বা পরিবারের জন্য এমনকি ব্যবসার জন্য হতে পারে। সেলাই মেশিনের প্রতিটি নতুন নতুন কাজ আপনার সেলাইয়ের দক্ষতা আরো উন্নত এবং সৃজনশীলতা প্রকাশ করার অন্যতম মাধ্যম।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url