4G - 5G পকেট রাউটার এর দাম কত ২০২৪ - রাউটার দাম কত ২০২৪
আজকের পোস্টে আমি আপনাদের জানাবো, 4g পকেট রাউটার এর দাম কত এবং 5g পকেট রাউটার দাম ২০২৪ - রাউটার দাম কত ২০২৪ এর সেরা জনপ্রিয় পকেট রাউটার সম্পর্কে বিস্তারিত। বর্তমান ডিজিটাল বিশ্বে 4g পকেট রাউটার ও 5g পকেট রাউটার গুলো সবচেয়ে বেশি ব্যবহৃত এবং জনপ্রিয়। কম দামের এই ডিভাইসে উচ্চ মানের সার্ভিস দেয়।
আজকের আর্টিকেলে আমি আলোচনা করব, 4g পকেট রাউটার এর দাম কত? 5g পকেট রাউটার দাম ২০২৪ - রাউটার দাম কত ২০২৪ সহ জনপ্রিয় পকেট রাউটারের মডেল, ফুল স্পেসিফিকেশন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত। ২০২৪ সালে 4g ও 5g পকেট রাউটারের সকল তথ্য জানতে আজকের আর্টিকেলটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ুন।
প্রিয় বন্ধুরা, আজকের পোস্টে আমরা জানবো 4g পকেট রাউটার এর দাম কত, 5g পকেট রাউটার দাম ২০২৪ - রাউটার দাম বাংলাদেশে কত ২০২৪ সম্পর্কে বিস্তারিত।
4g পকেট রাউটার এর দাম কত ২০২৪
পকেট রাউটার গুলো ছোট এবং ওজনে কম হওয়ার জন্য ব্যবহার খুব সহজেই পকেটে বহন করা যায়। ফলে আমরা পকেট রাউটার ব্যবহার করে বিভিন্ন রকম সুবিধা গ্রহণ করে থাকি। অনেকেই আছেন যারা ২০২৪ সালে নতুন এবং জনপ্রিয় 4g পকেট রাউটার এর দাম কত জানতে চেয়ে থাকেন। তাই আপনাদের জানানোর জন্য আমি জনপ্রিয় 4g পকেট রাউটার এর দাম, মডেল ফুল স্পেসিফিকেশন আর্টিকেলটিতে উপস্থাপন করলাম। তাহলে জেনে নিন 4g পকেট রাউটার এর দাম সহ সকল তথ্য।
TP-Link M7200 4G Pocket Router
২০২৪ সালে বাংলাদেশে TP-Link M7200 4G পকেট রাউটারটি পাওয়া যাবে ৬০০০-৬৫০০ টাকার মধ্যে। TP-Link M7200 4G মডেলের পকেট রাউটারে 3G, 4G LTE নেটওয়ার্ক সাপোর্ট করে এবং ১৫০ mbps ডাউনলোড স্পিড সহ ৫০ mbps আপলোড স্পিড সাপোর্ট করে। ব্যাটারি ব্যাকআপ হিসাবে ২০০০ এম্পিয়ার এর শক্তিশালী ব্যাটারি যুক্ত করা আছে। যা প্রায় চার ঘন্টা পর্যন্ত সচল থাকে।
ফুল স্পেসিফিকেশন
- দাম ৬০০০-৬৫০০ টাকা
- ব্র্যান্ড এর নাম টিপি লিংক
- মডেল TP-Link M7200 4G
- রাউটারের ধরন পকেট ওয়াইফাই
- চার্জিং পয়েন্ট চার্জ দেওয়ার জন্য একটি মাইক্রো ইউএসবি চার্জিং পয়েন্ট যুক্ত করা আছে।
- ওয়াইফাই স্পিড বেতার b/g/n 2.4 GHz 150 mbps
- নেটওয়ার্ক 3G,4G LTE supported
- ব্যাটারি ২০০০ mAh ৪ ঘন্টা সাপোর্ট দেই।
- ডিসপ্লে ধরন এলইডি
JioFi MF800 4G Pocket Router
বাংলাদেশ JioFi MF800 4G মডেলের পকেট রাউটারটির দাম ২২০০-২৬০০ টাকা। JioFi MF800 4G সমর্থিত পকেট রাউটারে সিম কার্ড স্লট সহ ৩২ জিবি মেমোরি কার্ড যুক্ত করা আছে। জনপ্রিয় এই পকেট রাউটারটির ব্যাটারি সক্ষমতা ২১০০ mAh যা প্রায় সর্বোচ্চ 6 ঘন্টা পর্যন্ত সাপোর্ট দিতে পারে। ছোট্ট এই ডিভাইসটি দ্বারা দশটি ওয়াইফাই কানেকশন করা যায় এবং সর্বোচ্চ্য ৩০০ mbps স্পীড সরবরাহ করে।
ফুল স্পেসিফিকেশন
- ব্র্যান্ড ও মডেল JioFi MF800 4G
- দাম ২২০০-২৬০০ টাকা
- ওয়াইফাই WiFi 802.11g/b/n 300 mbps
- নেটওয়ার্ক 4G LTE 2.4 GHz
- সিম একটি সিম সাপোর্ট করে
- মেমোরি ৩২ জিবি
- ওজন ৫১০ গ্রাম
- ব্যাটারি ২১০০ mAh
Olax MF980 VS 4G LTE Pocket Router
Olax MF980 VS 4G LTE মোবাইল WiFi হটসপট এর বাংলাদেশ দাম ৩০০০ - ৩৫০০ টাকা। Olax MF980 VS 4G মোবাইল সমর্থন করা পকেট রাউটারটির স্পীড এতটাই শক্তিশালী যা একাধিক জায়গায় খুব সহজে ব্যবহার করা যায়। পকেট রাউটারটিতে একটি শক্তিশালী ব্যাটারি ২১০০ অ্যাম্পিয়ার যুক্ত করা আছে যা সর্বোচ্চ্য 10 ঘণ্টা পর্যন্ত সাপোর্ট দিতে পারে।
আরো পড়ুনঃ Infinix Note 50 Pro 5g দাম কত বাংলাদেশে
ফুল স্পেসিফিকেশন
- ব্রান্ড ও মডেল Olax MF980 VS 4G LTE
- দাম ৩০০০-৩৫০০ টাকা
- নেটওয়ার্ক স্পীড ১৫০ mbps WiFi 802.11b/g/n/ac
- মেমরি ৩২ GB
- ব্যাটারি ২১০০ mAh
Jio WD680 Plus LTE Pocket Router
Jio WD680 Plus LTE মডেলের পকেট রাউটারটির দাম বাংলাদেশ ১৭০০-২২০০ টাকা। ছোট এই ডিভাইসটিতে 4G নেটওয়ার্ক সহ ৩০০ mbps স্পিড সরবরাহ করে। এই পকেট রাউটার ৩২ জিবি মেমোরি এবং একটি ইউএসবি পোর্ট যুক্ত করা যায়। এ ব্যাটারি সক্ষমতা ২১০০ mAh যা সর্বোচ্চ ১০ ঘন্টা পর্যন্ত সাপোর্ট দিতে পারে।
ফুল স্পেসিফিকেশন
- ব্র্যান্ড ও মডেল Jio WD680 Plus LTE Pocket Router
- দাম ১৭০০-২২০০ টাকা।
- নেটওয়ার্ক LTE 4G টাইপ ৩০০ Mbps
- সিম কার্ড ব্যবহার করা যায়
- ব্যাটারি ২১০০ এম্পিয়ার
- কালার ব্লাক
OLAX MF982 4G Pocket Router
OLAX MF982 4G এই পকেট রাউটারটির দাম ৪০০০-৪২০০ টাকা কিন্তু বর্তমান অফার মূল্য ৩২৯৯ টাকা। OLAX MF982 4G মডেলের পকেট রাউটারটিতে আকর্ষণীয় ফিচার যুক্ত করা আছে। রাউটারটি সর্বোচ্চ ১৫ মিটার পর্যন্ত দূর থেকে যুক্ত করা যায়। এছাড়াও এই ডিভাইসটির মাধ্যমে একসাথে দশ জন ব্যক্তি যুক্ত হতে পারবে। OLAX MF982 4G পকেট রাউটারটির চার্জিং ক্ষমতা সর্বোচ্চ ১২ ঘন্টা পর্যন্ত সাপোর্ট দেই।
ফুল স্পেসিফিকেশন
- ব্র্যান্ড ও মডেল OLAX MF982 4G Pocket Router
- দাম অফার প্রাইস ৩৩০০ টাকা
- ওয়াইফাই WiFi 802.11b/g/n 300 mbps
- রাউটার রেঞ্জ ৫-১৫ মিটার
- ১x সিম এবং 4G সাপোর্ট করে
- ওজন ৮০.২ গ্রাম
- ব্যাটারি পাওয়ার ৩০০০ mAh ১০-১২ ঘন্টা
5g পকেট রাউটার দাম ২০২৪
দেশ ডিজিটাল হিসেবে আপডেট হওয়ার সাথে সাথে ইলেকট্রনিক্স পণ্যের আপডেট বাজারে চলে আসছে। বর্তমান ২০২৪ সালে পকেট রাউটার 5G ভাষণ খুবই সাশ্রয়ী দামে পাওয়া যায়। অনেকেই 5g পকেট রাউটার দাম ২০২৪ সম্পর্কে জানতে চাই। তাই আপনাদের জানাতে 5g পকেট রাউটার মডেল, দাম ও ফুল স্পেসিফিকেশন আমি নিচে উপস্থাপন করেছি। ২০২৪ সালে বাংলাদেশে 5g পকেট রাউটার দাম জেনে নিন।
আরো পড়ুনঃ Infinix Hot 40i বাংলাদেশে দাম কত?
Vemo E5783 Plus 4G + 5G Pocket Router
বাংলাদেশে E5783 Plus 4G + 5G মডেলের এই পকেট রাউটারের দাম ৩০০০-৩৩০০ টাকা। পকেট রাউটারটিতে 4G + 5G সাপোর্ট করে। এই পকেট রাউটার ১০০ mbps পর্যন্ত স্পিড সরবরাহ করে। E5783 Plus 4G + 5G সহ একসাথে মোট ১০ জন ব্যক্তি ব্যবহার করতে সক্ষম। ছোট্ট এই ডিভাইসটির মাধ্যমে প্রায় ৫০ থেকে ১০০ মিটার থেকেও ব্যবহার করা যায়।
ফুল স্পেসিফিকেশন
- ব্র্যান্ড ও মডেল Vemo E5783 Plus 4G + 5G
- দাম ৩০০০-৩৩০০ টাকা
- রাউটারের ধরন পকেট রাউটার
- নেটওয়ার্ক 4G + 5G সাপোর্ট করে
- ইন্টারনেট স্পিড ১০০ ওয়াইফাই Mbps
- ওয়াইফাই WiFi 802.11b/g/n
- রেঞ্জ ৫০-১০০ মিটার
রাউটার দাম কত ২০২৪?
রাউটারের দাম ২০২৪ সালে কত তার নির্ভর করে রাউটার এর কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর। একটি রাউটার এর ব্র্যান্ড, মডেল, ফিচার, স্পিড, ব্যাটারি সক্ষমতা, ইত্যাদির উপর ভিত্তি করে সকল প্রকার রাউটার ২০২৪ সালে দাম কত হবে তা নির্ভরশীল। রাউটার সাধারণত তিন ধরনের হয় এবং রাউটার এর দাম ভিন্ন ভিন্ন প্রকারের ২০২৪ সালে। রাউটার প্রকারভেদ হচ্ছে:
- বেসিক রাউটার
- মিডিয়াম রেঞ্জ রাউটার
- হাই রেঞ্জ রাউটার
- বেসিক রাউটার দাম ২০২৪ অনুযায়ী ২০০০ থেকে ৫০০০ টাকা হতে পারে।
- মিডিয়াম রেঞ্জ এর রাউটার গুলোর দাম প্রায় ৫০০০ থেকে ১০০০০ টাকা ২০২৪ সালে।
- হাই রেঞ্জের রাউটার ২০২৪ সালে প্রায় ১০০০০ থেকে ২০০০০ টাকা দাম এর মধ্যে পাওয়া যায়।
জনপ্রিয় এবং সেরা রাউটার গুলোর মধ্যে হচ্ছে টিপি-লিংক(TP-Link), ডি-লিংক(D-Link), নেট-গিয়ার(Netgear), আসুস( Asus) ইত্যাদি। রাউটার গুলো উন্নত মানের সার্ভিস সহ ভিন্ন ভিন্ন ফিচার, দুটো গতির ইন্টারনেট প্রচার করে।
সেরা ও জনপ্রিয় ২০টি রাউটার দাম, মডেল ব্র্যান্ড ২০২৪
চলুন জেনে নেওয়া যাক, ২০২৪ সালের সবচেয়ে সেরা ও জনপ্রিয় রাউটার ব্যান্ড, মডেল ও দাম কত? ২০ জনপ্রিয় রাউটার এর তালিকা দেওয়া হলো:
রাউটার এর ব্র্যান্ড |
রাউটার মডেল |
দাম
কত ২০২৪ |
D-Link |
DIR-825 |
3300
tk |
D-Link |
EXO AC2600 |
6100
tk |
TP-Link |
Archer AX10 |
5400
tk |
Asus |
TUF-AX3000 |
7050
tk |
TP-Link |
Archer A7 |
2750
tk |
Netgear |
R6700 |
4450
tk |
Asus |
RT-AC58U |
4100
tk |
TP-Link |
Archer C6 |
2750
tk |
Netgear |
Nighthawk R7000 |
8050
tk |
MikroTik |
RB3011UiAS-RM 1U |
19550
tk |
D-Link |
DWR-932C |
4000
tk |
TP-Link |
Archer C24 AC750 |
2150
tk |
Mercusys |
MW325R |
1480
tk |
Mercusys |
MW330HP |
1700
tk |
JioFi |
MF800 4G |
2500
tk |
Mikrotik |
hEX RB750Gr3 |
6950
tk |
Netis |
WF2409E |
1550
tk |
Mercusys |
MW325R |
1500
tk |
TP-Link |
TL-MR6400 |
6850
tk |
Mikrotik |
RB5009UG+S+IN |
26500
tk |
পকেট রাউটার দাম কত ২০২৪?
২০২৪ সালের সালের পকেট রাউটার গুলোর দাম কত টাকা তার নির্ভর করে রাউটার এর জনপ্রিয় কোম্পানি ব্র্যান্ড এবং রাউটার মডেল এর উপর ভিত্তি করে রাউটার দাম কত হবে ২০২৪ এ নির্ভর করে। পকেট রাউটার প্রেমিক যারা আছেন তাদের মধ্যে অধিকাংশ সেরা রাউটার দাম মূলত কত টাকা ২০২৪ জানতে চাই। নিবন্ধনটি আপনাদের জানতে সাহায্য করবে পকেট রাউটার দাম কত ২০২৪ সম্পর্কে বিস্তারিত। সাধারণত পকেট রাউটার গুলোর জনপ্রিয় ব্যান্ড এবং মডেল অনুযায়ী দাম ২০২৪ সালে ২০০০-১০০০০ টাকা পর্যন্ত হতে পারে।
পকেট রাউটার দাম কত?
পকেট রাউটার দাম সর্বনিম্ন ৩০০০ টাকা থেকে সর্বোচ্চ ৮০০০ টাকা মধ্যে বা তার কিছু কম বেশি হতে পারে। তবে পকেট রাউটার দাম সাধারণত ধরা হয় এর ব্যান্ড, মডেল, ফিচার, পারফরম্যান্স ইত্যাদি বিষয়ের উপর সামঞ্জস্য রেখে পরিবর্তন হয়। নিশ্চয় আপনি জানতে আগ্রহী পকেট রাউটার দাম কত বাংলাদেশে ২০২৪ সালে। বন্ধুরা জেনে নিন, ২০২৪ সালে পকেট রাউটার দাম কত সম্পর্কে।
- সাধারণত নিম্নমানের পকেট রাউটার এর দাম ২০২৪ সালে রাখা হয় ৩০০০ থেকে ৫০০০ টাকা প্রায়।
- মোটামুটি ভালো মানের পকেট রাউটার দাম ২০২৪ এ ৫০০০ থেকে ৭০০০ টাকা পর্যন্ত হতে পারে।
- বেশি ভালো মানের পকেট রাউটার কিনলে আপনার দাম লাগতে পারে ৭০০০ থেকে ৮০০০ টাকা বা তার বেশি বেশি হওয়ার সম্ভাবনা থাকে।
পকেট রাউটার এর বিভিন্ন জনপ্রিয় ব্যান্ড গুলোর মধ্যে হচ্ছে Huawei, ZTE, D-Link, TP-Link, GP, Vodaphone ইত্যাদি। আপনি যদি পকেট রাউটার ক্রয় করতে চান তাহলে আপনি স্থানীয় রাউটারের বা ইলেকট্রনিক্স এর দোকানে অথবা বিশ্বস্ত অনেক জনপ্রিয় অনলাইন শপ আছে সেখান থেকে খোঁজ নিয়ে ক্রয় করতে পারবেন।
4G - 5G পকেট রাউটার সম্পর্কে প্রশ্ন ও উত্তর
২০২৪ সালে সবচেয়ে ভালো রাউটার কোনটি?
২০২৪ সালের সবচেয়ে ভালো রাউটার হচ্ছে নেট কেয়ার এবং টিপি লিংক। তবে ব্যবহার করার দিক থেকে নেট গিয়ার একটু কঠিন হলেও সবচেয়ে বেশি নিরাপদ। টিপি লিংক ব্যবহারে সহজ।
পকেট রাউটার কাকে বলে?
পকেট রাউটার হল এমন একটি ডিভাইস যা সাহায্যে খুব সহজেই যেকোনো স্থান থেকে মোবাইলে ইন্টারনেট সংযোগ রাখতে পারা যায়। এছাড়াও একটি পকেট রাউটারের মাধ্যমে একাধিক ব্যক্তি যুক্ত হয়ে ইন্টারনেট ব্যবহার করা যায়। পকেট রাউটারের ডিভাইস ছোট হওয়ার জন্য খুব সহজেই পকেটে করে বহন করা যায় বলে এ রাউটারটিকে পকেট রাউটার বলে।
বাসা বাড়িতে ওয়াইফাই লাগাতে কত টাকা খরচ হয়?
বাসা বাড়িতে ওয়াইফাই লাগানোর খরচ মূলত একেক জায়গায় একেক রকম হয়। ঢাকার মধ্যে কিছু এলাকা আছে যেখানে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে। তবে বাড়িতে ওয়াইফাই লাগাতে ১০০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে।
Mbps এর অর্থ কি?
Mbps এর ফুল অর্থ মেগাবাইট পার সেকেন্ড বা ইন্টারনেটের ডাউনলোড এবং আপলোড এর গতি বুঝায়।
4G - 5G পকেট রাউটার এর দাম - শেষ কথা
আজকের আর্টিকেল এর আলোচ্য বিষয় 4g পকেট রাউটার এর দাম কত এবং 5g পকেট রাউটার দাম ২০২৪ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। উপরে উল্লেখিত পকেট রাউটারের দাম সাধারণত বিক্রয়কারী ব্যক্তির উপর নির্ভর করে। সেজন্য পকেট রাউটারের ১০০% সঠিক দাম নাও হতে পারে। আপনি যদি পকেট রাউটার কিনতে চান তাহলে আপনার নিকটস্থ ইলেকট্রনিক্স এর দোকানে খোঁজ করতে পারেন। এছাড়াও অনলাইনে অনেক বিশ্বস্ত ওয়েবসাইট রয়েছে যারা সুলভ মূল্যে পকেট রাউটার বিক্রি করে থাকে। ২০২৪ সালের 4G - 5G পকেট রাউটার এর দাম সম্পর্কিত বিষয়টি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url