ন্যাপ্রোসিন প্লাস 500 এর দাম কত ও খাওয়ার নিয়ম

ন্যাপ্রোসিন প্লাস 500 কেনার পূর্বে আপনাদের এর দাম এবং খাওয়ার নিয়ম সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ । আজকের পোষ্টের মাধ্যমে আমি আপনাদের জানাবো, ন্যাপ্রোসিন প্লাস 500 এর দাম কত - ন্যাপ্রোসিন প্লাস 500 খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত।
ন্যাপ্রোসিন প্লাস 500 এর দাম কত - ন্যাপ্রোসিন প্লাস 500 খাওয়ার নিয়ম
ন্যাপ্রোসিন প্লাস 500 এর ব্যথা নাশক ও প্রদাহ দূরীকরণ উপাদানের জন্য জনপ্রিয়। এই আর্টিকেলটি আপনাদের ন্যাপ্রোসিন প্লাস 500 এর দাম এবং খাওয়ার নিয়ম সম্পর্কে জানতে সাহায্য করবে।
 
পোষ্টেরসূচিপত্রঃপ্রিয় বন্ধুরা, এখন আমরা জানবো ন্যাপ্রোসিন প্লাস 500 এর দাম কত - ন্যাপ্রোসিন প্লাস 500 খাওয়ার নিয়ম। তবে উক্ত বিষয় সম্পর্কে জানার পূর্বে আমরা জেনে নেই, ন্যাপ্রোসিন প্লাস 500 কি?

ন্যাপ্রোসিন প্লাস 500 কি

ন্যাপ্রোসিন প্লাস 500 মূলত নন-স্টেরয়েডাল এন্টি ইনফ্লামেটরি ড্রাগ যার সক্রিয় উপাদান ন্যাপ্রোক্সেন যা ট্যাবলেট জাতীয় মেডিসিন। এই মেডিসিনটি ব্যথা দূরীকরণ,প্রদাহ, আর্থাইটিক, ও মাসিকের চিকিৎসার কাজে ব্যাপক ব্যবহার হয়। এছাড়াও ন্যাপ্রোসিন প্লাস 500 গ্যাস্ট্রিক আলসার রোগীদের জন্য ভালো কাজ করে।

ন্যাপ্রোসিন প্লাস 500 এর দাম কত

ন্যাপ্রোসিন প্লাস 500 এর দাম বিভিন্ন কারণে পরিবর্তনশীল। যেমন ফার্মেসি, স্থান ও ব্র্যান্ডের উপর ভিত্তি করে বিভিন্ন দামের পাওয়া যায়। এই ওষুধটি বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্যান্ড এর দাম ভিন্ন ভিন্ন। ন্যাপ্রোসিন প্লাস 500 সর্বনিম্ন ৮ থেকে সর্বোচ্চ ২১ টাকায় পাওয়া যায়, এক পাতায় ৮-১০টি ট্যাবলেট থাকে। একটি সাধারণত ৫ টি পাতা থাকে সুতরাং একটি বক্সের মূল্য প্রায় ১৫x১০x৫=৭৫০ টাকা। নিচে সবচেয়ে জনপ্রিয় কোম্পানির নাম, ওষুধের নাম এবং দাম এর তালিকা দেয়া হলো:

ন্যাপ্রোসিন প্লাস ১৫ টাকা দামের কোম্পানির নাম ও গ্রুপ নাম

  • জেনিথ ফার্মাসিটিক্যাল লিমিটেড: ন্যাপ্রোক্সেন প্রাস ৩৭৫ এমজি
  • লিওন ফার্মাসিটিক্যাল লিমিটেড: নোভ্যাক্সেন প্লাস ৩৭৫ এমজি
  • কেমিকো ফার্মাসিটিক্যাল লিমিটেড: ইপিজল এন ৩৭৫ এমজি
  • র‍্যাংস ফার্মাসিটিক্যাল লিমিটেড: রেনোক্সেন প্লাস ৩৭৫ এমজি
  • এপেক্স ফার্মাসিটিক্যাল লিমিটেড: নেপ্রোনেক্স ৩৭৫ এমজি
  • গ্লোব ফার্মাসিটিক্যাল লিমিটেড: ইমাপ্রোক্স ৭৫ এমজি
  • ফার্মাসিয়া লিমিটেড: ন্যাপ্রোনিল প্লাস ৩৭৫ এমজি
  • রেনেটা লিমিটেড: এক্স ন্যাপ্রো প্লাস ৩৭৫ এমজি
  • পপুলার ফার্মাসিটিক্যাল লিমিটেড: প্রোগুট-এন ৩৭৫ এমজি
  • ডেল্টা ফার্মাসিটিক্যাল লিমিটেড: ডেমোভো ৩৭৫ এমজি
  • জেনারেল ফার্মাসিটিক্যাল লিমিটেড: ন্যাপ্রোজল ৩৭৫ এমজি
  • ইবনে সিনা ফার্মাসিটিক্যাল লিমিটেড: নিউপ্রালজিন প্লাস ৩৭৫ এমজি
  • পপুলার ফার্মাসিটিক্যাল লিমিটেড: ন্যাসপ্রো প্লাস ৩৭৫ এমজি
  • ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড: ন্যাপসেক ৩৭৫ এমজি
  • বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লিমিটেড: ডিনোভো ৩৭৫ এমজি
  • আরিস্টো ফার্মা লিমিটেডফ: নেশো ৩৭৫ এমজি
  • হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড সলিভো ৩৭৫ এমজি
  • অপসোনিন ফার্মাসিটিক্যাল লিমিটেড: ন্যাক্সিন প্লাস ৫০০ এমজি
  • ও এস এল ফার্মা লিমিটেড: ডুওফিক্স ৫০০ এমজি
  • ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেড: প্রোগেসিক ৩৭৫ এমজি
  • নাভানা ফার্মাসিটিক্যাল লিমিটেড: এসোনা ৫০০ এমজি
  • কেমিস্ট ল্যাবরেটরিস লিমিটেড: টুইস্ট ৫০০ এমজি

ন্যাপ্রোসিন প্লাস ১৫-২০ টাকা দামের কোম্পানির নাম ও গ্রুপ নাম

  • রেডিয়েন্ট ফার্মাসিটিক্যাল লিমিটেড: ন্যাপ্রোসিন প্লাস ৩৭৫ এমজি
  • আরিষ্টো ফার্মা: নেসো ১৫ ৫০০ এমজি
  • বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লিমিটেড: ডিনোভো ১৫ ৫০০ এমজি
  • হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড: সলিভো ৫০০ এমজি
  • একমি ল্যাবরেটরীজ লিমিটেড: ন্যাপ্রো এ প্লাস ৫০০ এমজি
  • স্কাইফ ফার্মাসিটিক্যাল লিমিটেড: ন্যাপ্রোক্স প্লাস ৫০০ এমজি
  • স্কয়ার ফার্মাসিটিক্যাল পিএলসি: এক্সইনোল ৫০০ এমজি
  • নিপ্রো জেমি ফার্মা লিমিটেড: নিমোভো ৫০০ এমজি
  • ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেড: প্রোগ্রেসিক ৫০০ এমজি
  • টিম ফার্মাসিটিক্যাল লিমিটেড: নেসোটিম ৫০০ এমজি
  • ওয়ান ফার্মা লিমিটেড: এন এক্স প্লাস ৫০০ এমজি
  • বেলসেন ফার্মাসিটিক্যাল লিমিটেড: বি গান ৫০০ এমজি
  • এসট্রা বায়ো ফার্মাসিটিক্যাল লিমিটেড: এক্সইনাপ প্লাস ৫০০ এমজি
  • জেনফার বাংলাদেশ লিমিটেড: ন্যাসোপেইন ৫০০ এমজি
  • এসিআই লিমিটেড: এনাফ্লেক্স ম্যাক্স ৩৭৫ এমজি
  • ইউনি হেলথ ফার্মাসিটিক্যাল লিমিটেড: ন্যাপ এক্সআ ৫০০ এমজি
  • বেকন ফার্মাসিটিক্যাল পি এল সি: এনোভা প্লাস ৩৭৫ এমজি
  • ল্যাবএইড ফার্মা লিমিটেড: পেইন কেয়ার ৫০০ এমজি
  • এডি-ডিন ফার্মাসিটিক্যাল লিমিটেড আল্ট্রান্যাক্স প্লাস ৫০০ এমজি
  • নাফকো ফার্মা লিমিটেড ন্যাশোনাফ ৫০০ এমজি

ন্যাপ্রোসিন প্লাস ২০ টাকার বেশি দামের কোম্পানির নাম ও গ্রুপ নাম

  • রেডিয়েনট ফার্মাসিটিক্যাল লিমিটেড: ন্যাপ্রোসিন প্লাস ৫০০ এমজি
  • বেনকোন ফার্মাসিটিক্যাল লিমিটেড: এনোভা প্লাস ৫০০ এমজি
  • এসিআই লিমিটেড: এনাফ্লেক্স ম্যাক্স ৫০০ এমজি

ন্যাপ্রোসিন প্লাস 500 খাওয়ার নিয়ম

ন্যাপ্রোসিন প্লাস 500 খাওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উত্তম। আমি শুধু ন্যাপ্রোসিন প্লাস 500 খাওয়ার সাধারন নিয়ম আলোচনা করলাম। জেনে নিন ন্যাপ্রোসিন প্লাস 500 খাওয়ার নিয়ম।
  • দিনে দুইটি ট্যাবলেট খাওয়ার আগে খেতে হয়।
  • সকালে এবং রাতে খাওয়ার ৩০ মিনিট আগে খেতে হবে।
  • ওষুধটি চুষে, ঘোড়া করে বা ভিজিয়ে খাওয়া যাবে না।
  • খাওয়ার সময় পানি দিয়ে গিলে খেতে হবে।

ন্যাপ্রোসিন প্লাস 500 কোথায় কিনবেন

ন্যাপ্রোসিন প্লাস 500 সাধারণত বাংলাদেশের ফার্মেসি দোকানগুলোতে কিনতে পাওয়া যায়। এছাড়াও বর্তমানে কিছু জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম আছে যেগুলো বিশ্বাসের সাথে ন্যাপ্রোসিন প্লাস 500 বিক্রি করে আসছে। ন্যাপ্রোসিন প্লাস 500 স্থানীয় ফার্মেসি, অনলাইন ফার্মেসী এবং হাসপাতালের ফার্মেসীগুলো থেকে কিনতে পারেন। তবে মেডিসিন কেনার পূর্বে এর দাম সম্পর্কে গবেষণা করার পর কেনা ভালো। আপনার রোগী যদি চিকিৎসাধীন অবস্থায় থাকে তাহলে হাসপাতালের ফার্মে সেগুলো থেকে কেনা উত্তম।

ন্যাপ্রোসিন প্লাস 500 এর গুরুত্বপূর্ণ কিছু কথা
  • উপরে উল্লেখিত ন্যাপ্রোসিন প্লাস 500 এর দাম জেনে ধারণা নেওয়ার জন্য বলা হচ্ছে।
  • ন্যাপ্রোসিন প্লাস 500 কেনার পূর্বে বিভিন্ন ফার্মেসী অথবা ডাক্তারের পরামর্শ নিন।
  • মেডিসিন খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের দেওয়ার নির্দেশনা মেনে খাবেন।

Naprosyn Plus 500 এর কাজ কি

Naprosyn Plus 500 এটি একটি ট্যাবলেট জাতীয় মেডিসিন যা চিকিৎসা কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। চিকিৎসকরা রোগীর রোগ নির্ণয় করে Naprosyn Plus 500 খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এই মেডিসিন টি সাধারণত জ্বর ব্যথা এবং প্রদাহ রোগীদের জন্য বেশি ব্যবহার করা হয়। এমনকি গ্যাস্ট্রিক আলসার আর্থাইটিস রোগীদের রোগ নিরাময়ে ব্যবহার করে।

ন্যাপ্রোসিন প্লাস 500 এর পার্শ্ব প্রতিক্রিয়া

ন্যাপ্রোসিন প্লাস 500 অতিরিক্ত ব্যবহার করার ফলে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন ঘুম ঘুম বেশি লাগে, বুক জ্বালাপোড়া করে, বদ হজম হয়, লিভার ফাংশন কাজের ব্যাঘাত ঘটতে পারে, শ্বাস নিতে কষ্ট হয়, ইরোসভ গ্যাস্ট্রাইটিস, ডিস্পেপসিয়া, গ্যাস্ট্রিক, পাতলা পায়খানা, পেটের ব্যথা, বমি বা বমি ভাব অনুভব করা ইত্যাদ সমস্যা দেখা দিতে পারে। মেডিসিন অতিরিক্ত ব্যবহারে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

ন্যাপ্রোসিন প্লাস 500 এর ব্যবহারে সাবধানতা

ন্যাপ্রোসিন প্লাস 500 সহ যেকোনো মেডিসিন ব্যবহারে সাবধানতা অবলম্বন করা খুবই গুরুত্বপূর্ণ। যেসব রোগীদের হৃদরোগ আছে এবং হার্টের রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে ন্যাপ্রোসিন প্লাস 500 ব্যবহারের সবচেয়ে বেশি সাবধানতা অবলম্বন করা জরুরী। সাবধানতা না চললে এসব রোগীর ক্ষেত্রে বিপদজনক ও সম্ভাবনা বেশি থাকবে। এছাড়াও ন্যাপ্রোসিন প্লাস 500 যথাস্থানে রাখা প্রয়োজন যেন শিশুরা না পায়।

ন্যাপ্রোসিন প্লাস 500 - শেষ কথা

প্রিয় বন্ধুরা আশা করি আজকের পোষ্টের আলোচনার বিষয় ন্যাপ্রোসিন প্লাস 500 এর দাম কত - ন্যাপ্রোসিন প্লাস 500 খাওয়ার নিয়ম সম্পর্কে সকল তথ্য জানতে পেরে উপকৃত হয়েছেন। আমাদের ওয়েবসাইটের এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। প্রয়োজনীয় যেকোনো কিছুর মূল্য তালিকা, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে এই ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url