করবী ফুলের উপকারিতা ও অপকারিতা: বৈশিষ্ট্য ছবি

করবী ফুলের Nerium Olenander ইংরেজি নাম যা বৈজ্ঞানিক নামে পরিচিত। আজকের পোষ্টের মাধ্যমে আপনাদের জানাবো করবী ফুলের উপকারিতা ও অপকারিতা এবং করবী ফুলের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত। করবী ফুলগুলোর আকর্ষণীয় রংয়ের কারণে এর সৌন্দর্য সারা বিশ্বে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।
করবী ফুলের উপকারিতা ও অপকারিতা
এই ফুলের অসংখ্য উপকারিতা রয়েছে এবং এমন কিছু অপকারিতা আছে যা আমাদের জন্য হুমকি স্বরপ। তাই উক্ত ফুলটির উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখন জানবো করবি ফুল সম্পর্কে- করবী ফুলের উপকারিতা ও অপকারিতা এবং করবি ফুলের বৈশিষ্ট্য।

করবী ফুলের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানার পূর্বে আমরা জেনে নেই করবী কত প্রকার ও কি কি?
করবী সাধারণত পাঁচ প্রকার যেমনঃ
  1. রক্ত করবী
  2. পিত করবী
  3. কৃষ্ণ করবী
  4. পটল করবী
  5. শ্বেত করবী

করবী ফুলের উপকারিতা ও অপকারিতা

করবী ফুলের উপকারিতার পাশাপাশি অপকারিতাও আছে। করবী ফুল যেমন উপকার হয় ঠিক তেমনি পরিবেশ এবং মানবদেহের জন্য হুমকি স্বরূপ। সুতরাং ফুলটির উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে জানা অত্যান্ত জরুরি।

করবী গাছের ও পাতার স্বাস্থ্য উপকারিতা

ব্যথা বা ফুলা: করবী গাছের কচি পাতা পরিমাণ মত পানিতে ১০০ গ্রাম পানিতে সিদ্ধ করে আঘাত জনিত স্থানে কয়েকদিন লাগালে ব্যাথা বা ফুলা কমে যায়।
চোখ উঠা: করবী গাছের কচি পাতার রস করে চোখ উঠা রোগীর আক্রান্ত চোখে লাগালে ভালো ফলাফল পাওয়া যায়।
চামড়া উঠা: চর্ম রোগের মধ্যে পড়ে চামড়া উঠা রোগ। করবী গাছের শিকড় এবং গাছের ছাল  এর তেল তৈরি করে আক্রান্ত স্থানে লাগালে অব্যর্থ ফলাফল পাওয়া যায়।
কুষ্ঠ রোগ: করবী গাছের তেল কষ্ট রোগের স্থানে লাগালে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।
বিষাক্ত কর পোকামাকড় বা ভিমরুল কামড়ালে: করবী গাছের পাতা পানি দিয়ে সিদ্ধ করার পর উক্ত পানে বিষাক্তকর পোকামাকড় বা ভেমরুল কামড়ানো ধুয়ে দিলে ব্যথা হয়ে যায় ও বিষ নষ্ট করে।
খোস ও পচড়া জনিত রোগ: করবি গাছের চামড়া রস গোসল করার পরে খোস ও পচড়া হয়েছে এমন স্থানে লাগালে খুব তাড়াতাড়ি ফলাফল মিলে।
পাকা চুল ও চুল পড়া: করবী গাছের মুল ও চামড়ার রস গোসল করার প্রায় তিন ঘন্টা আগে মাথায় লাগালে মাথার পাকা চুল এবং চুল পড়া বন্ধ হয়।
জ্বর হলে: জ্বর হয়েছে এমন চিকিৎসা করতে করবী গাছের চামড়ার গুড়া মধু দিয়ে খাওয়ানো হয় তাহলে জ্বর ভালো হয়।
চুলকানি: করবি গাছের পাতা সিদ্ধ করার পরে সেই পানি দিয়ে চুলকানি আছে এমন ব্যাক্তি গোসল করলে চুলকানি সেরে যায়।

করবী ফুলের উপকারিতা

  • করবী ফুলের সাদা, লাল, হলুদ, গোলাপি রং এ যেকোনো বাগান, বাড়ির ল্যান্ডস্কেপিং করে গুনাগুন বহুগুনে বৃদ্ধি করে।
  • করবী ফুল গাছের অন্যতম উপকারিতা হচ্ছে কম পরিচর্যা করা লাগে। এই ফুলের গাছটি সব ঋতুতে জন্মায় এবং সকল প্রকার মাটির জন্য প্রযোয্য। এছাড়াও করবী ফুল রোগ ক্ষমতা অনেক বেশি।
  • করবী ফুলের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। ফুল গাছটি প্রায় বাগানের সীমানা, বাড়ির চারপাশ দৃশ্যমান বা কোন স্থান ফোকাস করতে বেশি ব্যবহার করা হয়।
  • করবী ফুলের উল্লেখযোগ্য উপকারিতা হল বায়ু পরিশোধন করে। এই গাছ গুলো বায়ুর দূষিত উপাদান শোষন করে এবং অক্সিজেন দূষন মুক্ত করে।
  • করবী ফুলের বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক অনুষ্ঠানে গুরুত্ব দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য করবী ফুলের ব্যবহার করা হয়।

করবী ফুলের অপকারিতা

  • করবী ফুলের অনেক গুনাগুন থাকলেও করবী ফুল অনেক বিষাক্ত। এই ফুল গাছটির বিভিন্ন শাখা-প্রশাখায় ক্ষতিকর টক্সিন থাকে যা খেলে শরিলে বিভিন্ন ক্ষতি হতে পারে।
  • করবী ফুল খাওয়ার ফলে বমি, পেটে ব্যাথা ও হৃদরোগ সহ মৃত্যু পর্যন্ত হতে পারে। করবী ফুল মানুষ, পশু-প্রাণী, গবাদিপশুর জন্য হুমকি স্বরূপ। বিশেষ করে শিশুদের জন্য উল্লেখযোগ্য ঝুঁকির কারন।
  • করবী ফুলের গাছ পরিবেশের ক্ষতির কারন হতে পারে। গাছ গুলো তাদের আশেপাশের অন্যান্য উদ্ভিদের বৃদ্ধিতে বাধার কারন হতে পারে। যা পরিবেশের হুমকির কারন।
  • করবি গাছ এর কিছু কিছু ব্যক্তির জন্য এলার্জির কারণ হতে পারে। উদ্ভিদ প্রেমিক নার্সারিতে বা বাগানে কাজ করে এমন ব্যক্তির ত্বক এর জ্বালা ফুসকুড়ি ও শ্বাসকষ্টের সমস্যা হতে পারে।

করবী ফুলের ও গাছের সতর্কতা

  • করবী গাছের চামড়ার গুড়া গর্ভবতী মায়ের খাওয়া যাবে না। তা যদি কোন গর্ভবতী মা খেয়ে থাকে তাহলে তার গর্ভপাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
  • যারা উদ্ভিদ পালন করে তাদের বাগানে কাজ করার সময় প্রয়োজন মত সতর্কতা করা জরুরী। কাজ শুরু করার পূর্বে হাতে গ্লোবস এবং ফুল হাতের পোশাক পরিধান করা উত্তম।
  • করবী গাছের ডালপালা ছাটাই করার পর সেগুলো যেন প্রাণী না খেতে পারে সেজন্য নিষ্পত্তি করা গুরুত্বপূর্ণ।

করবী ফুলের বৈশিষ্ট্য

  • সাধারণত করবী ফুলের রং কমলা হলুদ গোলাপ ইত্যাদি বাহারি রঙের হয়।
  • গাছটির পাতার রং সবুজ এবং চিরল। গাছের প্রত্যেকটি অংশে ফুল হয়। 
  • করবী একটি ফুলের সাধারণত ৫-৬ টি ফুলের পাপড়ি থাকে। 
  • করবী ফুলগাছ একটি গুল্ম উদ্ভিদ।
  • করবী গাছের উচ্চতা প্রায় ৬ মিটার পর্যন্ত হয়।

সাদা করবী ফুলের ছবি

করবী ফুলের উপকারিতা ও অপকারিতা সাদা করবী ফুলের ছবি

করবী ফুলের উপকারিতা ও অপকারিতা সাদা করবী ফুলের ছবি

করবী ফুলের উপকারিতা ও অপকারিতা সাদা করবী ফুলের ছবি

করবী ফুলের উপকারিতা ও অপকারিতা সাদা করবী ফুলের ছবি

শেষ কথা

প্রিয় বন্ধুরা, আজকের পোষ্টের আলোচ্য বিষয় করবী ফুলের উপকারিতা ও অপকারিতা, করবী ফুলের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানতে পেরে আশা করি উপকৃত হয়েছেন। মূল কথা হলো করবী ফুলের উপকারিতা গ্রহনের পাশাপাশি অপকারিতা গুলো সম্পর্কে বিস্তারিত জেনে সর্তকতা অবলম্বন করা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা আমাদের আর্টিকেলটি যদি আপনার লাগে তাহলে আমি আপনাদের অনুরোধ করবো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে এবং পরবর্তীতে কি সম্পর্কে জানতে চান তা আমাদের কমেন্ট করতে ভুল করবেন না। এছাড়া চিকিৎসা ও স্বাস্থ্য সহ যেকোনো তথ্য জানতে আমাদের ওয়েবসাইট মানি মেকার আইট ভিজিট করুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url