বারোমাসি ফুল গাছের নাম - ছায়াতে যেসব ফুল গাছ হয়
বারোমাসি ফুল ও বারোমাসি ফুলের গাছ অনেকের পছন্দের গাছ। অনেকেই জানতে চাই বারোমাসি ফুল গাছের নাম - ছায়াতে যেসব ফুল গাছ হয় সে সব ফুল গাছের নাম সম্পর্কে। তাই আজকের এ আর্টিকেলে আমি আপনাদের জানাবো, জনপ্রিয় ফুল গাছের নাম যা বারোমাসি ফুল এবং ছায়াতেও হয়।
আজকের আর্টিকেলে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে বারোমাসি ফুল গাছের নাম - ছায়াতে যেসব ফুল গাছ হয়। তাহলে চলুন জেনে নেই আজকের আর্টিকেলের মূল আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত।
ভূমিকা
বারোমাসি ফুল ফোটে এমন কিছু গাছ আছে যা যদি কোন বাগানে থাকে তাহলে উক্ত বাগানকে উজ্জীবিত করে তোলে। সারা বছর এ গাছগুলিতে ফুল ফুটে তাই ফুলের বাগান আকর্ষণীয় এবং ফুল ও ফুলের গাছ প্রেমীদের মুগ্ধ করে। এই পোষ্টটি বৃক্ষ পালনকারীদের ফুলের বাগান ফুলে ফুলে পরিপূর্ণ রাখার জন্য বারোমাসি ফোটে এমন ফুল গাছের নাম এবং ছায়াযুক্ত স্থানে যেসব ফুল গাছ হয় সেগুলো সহজেই খুঁজে পেতে সাহায্য করবে।
বারোমাসি ফুল গাছের নাম এর তালিকা
গোলাপ ফুলের গাছ
গোলাপ ফুল পছন্দ করেন না এমন কোন ব্যক্তি খুঁজে পাওয়াই মুশকিল। গোলাপ ফুলকে ভালোবাসার প্রতীক বলা হয়। গোলাপ ফুলের গাছের যদি সঠিক যত্ন নেয়া হয় তাহলে বানোমাসি ফুল ফোটায়।
আল্লামানডা ফুল গাছ
আল্লামানডা ফুল গাছটির অপর নাম ইয়োলো বেল। এই গাছটি বারোমাস হলুদ, বেগুনি ও গোলাপি রঙের বড় বড় ফুল ফোটায়।
নয়ন তারা ফুল গাছ
বারোমাসি ফুটতে দেখা যায় পাঁচ পাপড়িওয়ালা নয়নতারা ফুল। ৪x৩ সেন্টিমিটার এই নয়নতারা ফুল গাছের সময় মতো যত্ন নেয়া হলে প্রচুর পরিমাণে ফুল দেয়।
জুই ফুল গাছ
বারোমাস ফুল দেয় মিষ্টি ঘামযুক্ত সাদা ফুল ওয়ালা জুই গাছ। জুই গাছের ফুল উদ্ভিদ প্রেমিকদের মনমুগ্ধ করে। জুঁই ফুল গাছের ফুল বৃদ্ধি করার জন্য গাছের পরিচর্যা গুরুত্বপূর্ণ।
টগর ফুল গাছ
অসম্ভব সৌন্দর্যের বারোমাসি ফুল গাছের নাম টগর ফুল গাছ। বাড়ির আঙ্গিনা ফুলে ফুলে রাঙিয়ে তুলতে টবে টগর ফুলের গাছ লাগান। এতে অনেকাংশে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে।
বোগেনভিলিয়া ফুল গাছ
বেগুনি, গোলাপি ও লাল রংয়ের ফুল ফোটে এমন একটি বারোমাসি ফুলের গাছের নাম বোগেনভিলিয়া। এই ফুলের গাছটি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। তাই অন্যান্য ফুলের গাছের তুলনায় পরিচর্যা কম করা লাগে এবং ফুল বেশি দেয়।
ম্যান্ডেভিলা ফুল গাছ
বারোমাসি ফুল ফোটে এমন একটি নতুন গাছের নাম ম্যান্ডেভিলা। সাদা ও গোলাপি রঙের ম্যান্ডভিলা ফুল গাছের ফুলগুলো দেখতে সুন্দর হয়। তবে গাছটিতে অন্যান্য ঋতুর তুলনায় গ্রীষ্মকালে খুব কম সংখ্যক ফুল ফুল পাওয়া যায়।
ল্যান্টানা ফুল গাছ
বারোমাসি ফুল দেয় এমন একটি গাছের নাম ল্যান্টানা। এই গাছ বেগুনি, লাল, হলুদ বর্ণের গুচ্ছ গুচ্ছ আকারের ফুল ফোটায়। বারোমাসেই ফুল ফোটানো গাছের ফুলের ঘ্রাণ প্রজাপতির কাছে অনেক প্রিয় তাই প্রজাপতি ঝাকে ঝাকে বাগানে উড়ে আসে। এমন মুহূর্ত দেখে যেকোনো ব্যাক্তিকে আকর্ষণ করে।
টেকোমা ফুল গাছ
হলুদ, গোলাপি বর্ণের সুন্দর ফুল গুলোর নামের তালিকায় আছে টেকোমা ফুলের গাছ। টেকোমা ফুল গাছটি বারোমাসি ফুল ফোটায়। এই গাছটি বাগান, বাড়িরসামনে আঙ্গিনায় বা বাড়ির ছাদে যদি থাকে তাহলে ফুল প্রেমিকদের মন মুগ্ধ করে।
ইউফোর বিয়া মিলি ফুল গাছ
বারোমাসি ইউফোর বিয়া মিলি ফুল গাছটি লাল ও গোলাপি বর্ণের সুন্দর সুন্দর ফুল ফোটায়।
আমরা এতক্ষণ জানলাম সবচেয়ে বেশি পছন্দের দশটি বারোমাসি ফুল গাছের নাম এর তালিকা। এখন আমরা জানবো, ছায়াতে যেসব ফুল গাছ হয় সেসব গাছের নামের তালিকা।
আরো পড়ুনঃ ১০টি বর্ষাকালীন সবজির নামের তালিকা
ছায়াতে যেসব ফুল গাছ হয়
এমন কিছু স্থান আছে যেখানে সূর্যের আলো কম থাকায় অধিকাংশ সময় ছায়া পাওয়া যায়। যেমন শহরের বাসাতে অধিকাংশ সময় ছায়া যুক্ত থাকে। কিন্তু অনেকে ছায়াযুক্ত স্থানে ফুলের গাছ লাগাতে চায়। কিন্তু অনেকেই জানেনা ছায়াতে বা অল্প আলোতে কোন কোন ফুল গাছগুলো ভালো জন্মায়। তাই এই নিবন্ধনটি আপনাকে ছায়াতে যেসব ফুল গাছ হয় সেই ফুল গাছের নাম খুঁজে এতে সাহায্য করবে। চলুন জেনে নেই জনপ্রিয় পাঁচটি ছায়াযুক্ত স্থানের ফুল গাছের নাম।
সিনেবেরিয়া ফুল গাছঃ সিনেবেরিয়া ফুল গাছটি ছায়াযুক্ত স্থানের একটি ফুল গাছ। গাছটি বেগুনি ও সাদা রংয়ের চমৎকার ফোটায়। তবে গাছটি যদি সূর্যের আলো পায় তাহলে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
বার্ডস অফ প্যারাডাইস ফুল গাছঃ পাখির মতো দেখতে অত্যন্ত আকর্ষণীয় ফুল গাছের নাম বার্ডস অফ প্যারাডাইস। গাছটি ছায়াতে ভালো হয়। বার্ডস অফ প্যারাডাইস ফুল গাছের ফুলের রং সাধারণত লাল, নীল, সাদা, হলুদ রঙের হয়।
জেরেনিয়াম ফুল গাছঃ ছায়াতে ফুল গাছ হয় এমন একটি গাছের নাম জেরেনিয়াম। গাছটির ফুল সাধারণত গোলাপি বর্ণের বেশি হয়। ছায়াযুক্ত স্থানের এই গাছটির ফুলের ঘ্রাণ এতটাই তীক্ষ্ণ যে কাউকে মুগ্ধ করে।
স্ন্যাপ ড্রাগন ফুল গাছঃ স্ন্যাপড্রাগন ফুল গাছের অপর নাম অ্যান্টিরিনাম। ছায়াতে হয় এই গাছটির ফুলের রং হলুদ, কমলা, সাদা বর্ণের। এছাড়াও স্ন্যাপ ড্রাগন ফুল গাছটির একটি মহৎ গুন হচ্ছে অশ্ব রোগ এবং কোলাইটিস রোগের চিকিৎসা করতে ভালো কাজ করে।
ফ্লেমিং সোর্ড ফুল গাছঃ ছায়াতে হয় এমন একটি গাছের নাম ফ্লেমিং সোর্ড ফুল গাছ। অত্যন্ত আকর্ষণীয় সৌন্দর্যের গাছের ফুল দেখতে এতটা সুন্দর যে কারো মনোযোগ আকর্ষণ করবে।
সারা বছর ফুল ফোটে এমন গাছ
অধিকাংশ ব্যক্তি ফুল পছন্দ করে। অনেকে আছেন বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ফুল গাছ তবে লাগান। কেউ কেউ ফুলবাগানকে কৃষি কাজ হিসেবে বেছে নিয়েছেন। সারা বছর ফুল হয় এমন ফুল গাছের চাহিদা সব সময় বেশি থাকে। আমরা এখন জানবো, সারা বছর ফুল ফোটে এমন গাছ এর ২০টি নাম।
1 |
জবা |
11 |
গোলাপ |
2 |
কাঞ্চন |
12 |
বেলি |
3 |
কামিনী |
13 |
জুঁই |
4 |
করবী |
14 |
গন্ধরাজ |
5 |
অলকানন্দা |
15 |
কুন্দ |
6 |
জয়তী |
16 |
চাঁপা |
7 |
হাজারটিয়া |
17 |
মুসেন্ডা |
8 |
নয়নতারা |
18 |
টগর |
9 |
সন্ধ্যামালতী |
19 |
শিউলি |
10 |
বোগেনভিলা |
20 |
হাসনেহেনা |
লতানো ফুল গাছের নাম এর তালিকা
লতানো ফুল গাছ অনেকের পছন্দের তালিকায় থাকে। কোন বাড়ির দরজায় যদি লতানো ফুল গাছ থাকে তাহলে বাড়িতে ঢোকার সময় সুবাসে প্রাণ ঠান্ডা হয়ে যায়। এছাড়াও অনেকের বাড়ি চারপাশে লতানের ফুল গাছ লাগানো থাকে। চারদিকে সবুজের সমরহ দেখে অন্যরকম তৃপ্তি পাওয়া যায়।
কেউ কেউ ঘরের বারান্দায় ছাদে লতানো ফুল গাছ লাগিয়ে থাকে। আপনার ঘর এবং বাড়ির চারপাশ সবুজে ভরপুর করতে লতানো ফুল গাছ লাগাতে পারেন। আলোচনার বিষয় জনপ্রিয় ১৬ টি লতানো ফুল গাছের নাম।
1 |
ম্যান্ডেভিলা |
9 |
অলকান্দা |
2 |
তরুলতা |
10 |
মাধবীলতা |
3 |
ঝুমক লতা |
11 |
ভেনসটা |
4 |
নীল ঘন্টা |
12 |
বুদ্ধ জুই |
5 |
বিল্ডিং হার্টফুল |
13 |
নীলমণিলতা |
6 |
রসুন লতা |
14 |
বাসর লতা |
7 |
মানিং গ্লোরি |
15 |
ট্রামপেট |
8 |
অপরাজিতা |
16 |
রেল লতা |
উপসংহার
আপনার ঘর বিভিন্ন রঙে রাঙিয়ে তুলতে উপরে উল্লেখিত বারোমাসি ফুলের গাছগুলো লাগাতে পারে। এছাড়াও বারোমাসি গাছের মধ্যে এমন কিছু গাছ আছে যেগুলো ঘরের তেও ভালো হয়। বারোমাসি ফুল গাছের নাম - ছায়াতে যেসব ফুল গাছ হয় এই বিষয় সম্পর্কিত আর্টিকেলটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url