ডায়াবেটিস মাপার মেশিন Price in Bangladesh: নতুন আপডেট জুলাই ২০২৪
আজকের পোস্টে আপনাদের জানাবো, ডায়াবেটিস মাপার মেশিন price in Bangladesh: ২০২৪ সালে
ডায়াবেটিস মাপার মেশিনের দাম কত বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত। বর্তমানে অনেক ব্যক্তি ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ায় নিয়মিত ডায়াবেটিস মাপার যন্ত্র দিয়ে ডায়াবেটিস মাপার মেশিন কিনতে চায়।
আপনাদের জানাতে আমি আলোচনা করছি বাংলাদেশের বর্তমান আপডেট ডায়াবেটিস বা সুগার মাপার মেশিনের দাম price in Bangladesh সম্পর্কে। তাহলে ডায়াবেটিস মাপার মেশিন price in Bangladesh: ডায়াবেটিস মাপার মেশিনের দাম কত বাংলাদেশ বিভিন্ন মডেলের বর্তমান বাজার মূল্য জানতে আর্টিকেলটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ুন।
ডায়াবেটিস মাপার মেশিন price in Bangladesh
এখন আমরা জানবো ডায়াবেটিস মাপার মেশিন price in Bangladesh সম্পর্কে সকল তথ্য। তাহলে চলুন জেনে নেই ডায়াবেটিস মাপার নতুন মেশিন এবং বিভিন্ন মডেল এর বর্তমান বাজারে বাংলাদেশে দাম।
ডায়াবেটিস মাপার জনপ্রিয় ৫টি মেশিনের মডেল এর সম্ভাব্য price in Bangladesh সম্পর্কে দেওয়া হলোঃ
Sinocare Safe Accu ডায়াবেটিস মাপার মেশিন
ডায়াবেটিস মাপার Sinocare Safe ডিজিটাল মেশিনটির বর্তমান সম্ভাব্য Bangladesh price হচ্ছে অফার প্রাইস ৮০০ টাকা, রেগুলার প্রাইস ১৩০০-১৫০০ টাকা। ডায়াবেটিস মাপার Sinocare Safe Accu ডিজিটাল মেশিনটি দ্বারা সহজেই ডায়াবেটিস বা ব্লাড সুগার মাপা যায়। খুব কম সংখ্যক সময়ের মধ্যে (৬ সেকেন্ড) এরমধ্যে তারিখ ও ব্লাড সুগার রিপোর্ট উপস্থাপন করে। ডায়াবেটিস মাপার এই ডিজিটাল মেশিনটির মেমোরিতে প্রায় ২০০টির মতো রিপোর্ট দেখাতে সক্ষম। এই মেশিনটির সাথে ১০টি স্ট্রিপ ডায়াবেটিস মাপার করার জন্য পাওয়া যায়। জনপ্রিয় ডায়াবেটিস মাপার Sinocare Safe ডিজিটাল মেশিনটি অন অফ করার জন্য পাওয়ার বাটন এবং ব্যাটারি সব ক্ষমতা ২ পিসি mAh যা ভালো মানের সার্ভিস দেয়।
NTI BGM-208 ডায়াবেটিস মাপার মেশিন
ডায়াবেটিস মাপার জার্মানের তৈরি মেশিনটির বর্তমান Bangladesh price প্রায় ১৪০০-১৬০০ টাকা। উচ্চগতি সম্পূন্ন ডায়াবেটিস মাপার মেশিন মাত্র পাঁচ সেকেন্ড এরমধ্যে ফলাফল তৈরি করতে সক্ষম। এই মেশিনটিতে ৩৬০ টির মত ডায়াবেটিস বা ব্লাড সুগার মাপা যায় এবং ব্লাড সুগার মাপার জন্য দশটি স্ট্রিপ দিয়ে থাকে।
Bioland G-425(3) ডায়াবেটিস মাপার মেশিন
Bioland G-425(3 মডেলের ডায়াবেটিস মাপার মেশিন এর Bangladesh price প্রায় ৯৭০-১০৯৯ টাকা। মেশিনটিতে একটি বড় এলসিডি ডিসপ্লে এবং ১৮০ মেমোরি প্রতিস্থাপন করা আছে। যা বড় ডিসপ্লে হওয়ার জন্য দেখতে সুবিধা হয়। ডায়াবেটিস মাপার মেশিনটি ওজন 130 গ্রাম, মেশিনটি নিখুঁত ভাবে ডায়াবেটিস বা ব্লাড শুয়ারের মাত্রা নির্ণয় করতে পারে। এছাড়াও Bioland G-425(3) এটির লাইফ টাইম মেয়াদের ওয়ারেন্টি সার্ভিস দিয়ে থাকে।
TYSON BIO TB-200 ডায়াবেটিস মাপার মেশিন
TYSON BIO TB-200 ডায়াবেটিস মাপার মেশিনের বর্তমান Bangladesh price প্রায় ২০৯৯-২৩০০ টাকা। TYSON BIO TB-200 মডেলের ডিজিটাল ডায়াবেটিস মাপার মেশিন সক্রিয় এবং নিখুঁতভাবে ডায়াবেটিস বা ব্লাড সুগার নির্ণয় করতে পারে। এই মেশিনটি পাঁচ সেকেন্ড এর মধ্যে ডায়াবেটিস এর ফলাফল উপস্থাপন করে এবং প্রায় ৩০০ টি পরীক্ষা করার মত মেমোরি যুক্ত আছে। TYSON BIO TB-200 মেশিন এ একবার চার্জ দিলে প্রায় ১০০০ এর মত ডায়াবেটিস বা ব্লাড সুগার নির্ণয় করা যায়।
গ্লুকোমিটার বা ডায়াবেটিস মাপার মেশিন ব্যবহার পদ্ধতি
- গ্লুকোমিটার বা ডায়াবেটিস মাপার মেশিন ব্যবহার করার পূর্বে ভালোভাবে দুই হাত পরিষ্কার করুন।
- ডায়াবেটিস বা ব্লাড সুগার চেক করার স্ট্রিপ মেশিনে প্রবেশ করুন।
- ল্যান্সিং ডিভাইসটির দ্বারা একটি আঙ্গুল থেকে পরিমাণ মতো রক্ত সংগ্রহ করুন।
- মেশিনে লাগানো টেস্ট স্ট্রিপে পজিশন মতো রক্ত দিন।
- ডায়াবেটিসের মাত্রা দেখার জন্য গ্লুকোমিটার বা ডায়াবেটিস মাপার মেশিনের ডিসপ্লেতে চোখ রাখুন।
ডায়াবেটিস মাপার মেশিন কোথায় কিনবো
বাংলাদেশের কয়েকটি জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম রয়েছে। আপনি চাইলে সেগুলো থেকে কিনতে পারেন।
- দারাজ
- শপআপ
- বিডি স্টল
ডায়াবেটিস মাপার মেশিন এর দাম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা
- উপরে উল্লেখিত মডেলের ডায়াবেটিস মাপার মেশিন গুলোর দাম বিক্রয় কর্মী ও মেশিনের ব্র্যান্ড অনুযায়ী মূল্য সম্ভাব্য পরিবর্তন হতে পারে।
- ডায়াবেটিস মাপার মেশিনের উক্ত দামের তালিকাটি থেকে শুধুমাত্র মেশিনগুলোর দামের সম্ভাব্য সম্ভাব্য ধারনা নেওয়া উচিত।
- আমরা শুধু বিভিন্ন ব্র্যান্ডের এবং বিক্রয় কর্মীর কাছে থেকে বাংলাদেশের জনপ্রিয় মডেলের দাম ও মডেল নাম সংগ্রহ করে দাম সম্পর্কে একটি সাধারণ ধারণা দিয়ে থাকি।
ডায়াবেটিস মাপার মেশিন price in Bangladesh - শেষ কথা
প্রিয় বন্ধুরা, আশা করি পোস্টের আলোচ্য বিষয় ডায়াবেটিস মাপার মেশিন price in Bangladesh সম্পর্কে একটি সাধারণ ধারনা পেয়েছেন এবং উপকৃত হয়েছেন। আপনি যদি এই আর্টিকেলটি পড়ে উপকার পেয়ে থাকেন তাহলে আমি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করার জন্য এবং পরবর্তীতে ডায়াবেটিস মাপার মেশিন সম্পর্কে কোন তথ্য জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য অনুরোধ করছি। Bangladesh এ ডায়াবেটিস মাপার মেশিন এর price জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাদের জানাই ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url