Pocket Router কিভাবে কাজ করে - পকেট রাউটার মাসিক খরচ কত
আমি আজকে আপনাদের জানাবো Pocket Router কিভাবে কাজ করে? পকেট রাউটার মাসিক খরচ কত? তা সম্পর্কে বিস্তারিত। বর্তমান তথ্যপ্রযুক্তির বিশ্বে ইন্টারনেটের সাথে যুক্ত থাকা প্রয়োজন। এমন একটি ডিভাইস আছে যা যেকোনো স্থান থেকে ইন্টারনেটের সাথে যুক্ত সহজেই যুক্ত হতে সাহায্য করে ডিভাইসটির নাম পকেট রাউটার।
আজকের আর্টিকেলটি পকেট রাউটার কি? ইন্টারনেট সংযোগকারী Pocket Router গুলো কিভাবে কাজ করে? প্রতিদিন পকেট রাউটার ব্যবহারে মাসিক খরচ কত টাকা হয়? Pocket Router এর সুবিধা ইত্যাদি সম্পর্কে সকল তথ্য আপনাদের জানতে সাহায্য করবে।
আজকের পোষ্টে আমরা জানবো Pocket Router কিভাবে কাজ করে? পকেট রাউটার মাসিক খরচ কত? বিষয়ে সম্পর্কে। তবে উক্ত বিষয় সম্পর্কে জানার পূর্বে আমরা আগে জেনে নেই পকেট রাউটার কি?
Pocket Router / পকেট রাউটার কি?
Pocket Router / পকেট রাউটার এমন একটি বেতার ডিভাইস যার সাহায্যে খুব সহজেই ইন্টারনেট সংযুক্ত করা যায়। মূলত রাউটারটি ছোট, ওজনে কম হওয়ায় পকেটে করে যে কোন স্থানে ব্যবহার করা যাই বলে এর নাম পকেট রাউটার বলা হয়। এটি একটি পোর্টেবল রাউটার বা মোবাইল হটস্পট হিসাবে ব্যবহার করা হয়। ছোট এই ডিভাইসটি দ্বারা একসাথে এক বা একাধিক ব্যবহারকারী ইন্টারনেট যুক্ত করতে পারে।
Pocket Router কিভাবে কাজ করে
আমাদের মধ্যে অনেকে আছে যারা Pocket Router ব্যবহার করে। কিন্তু অধিকাংশ ব্যক্তিই জানেন না Pocket Router কিভাবে কাজ করে? তাহলে চলুন জেনে নিন Pocket Router এর কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত। Pocket Router কিভাবে কাজ করে বলতে গেলে পকেট রাউটারগুলো একটি সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে আমাদের মোবাইল গুলো ইন্টারনেটের সাথে সংযুক্ত করে। এটি মূলত মোবাইল হটস্পট এর মত কাজ করে।
আরো পড়ুনঃ মডেম কি - মডেমের কাজ কি
Pocket Router এ সিম কার্ড এর ব্যবহার
প্রত্যেকটি Pocket Router / পকেট রাউটারে মোবাইল ফোনের মত সিম কার্ড ব্যবহার করতে হয়। কারণ সিম কার্ডটি একটি সেলুলার নেটওয়ার্ক এর সাথে যুক্ত করে। পকেট রাউটারে ব্যবহৃত সিম কার্ডে মোবাইল ইন্টারনেট সংযুক্তকারী ডেটা ব্যবহার করে পকেট রাউটার ব্যবহার করা হয়।
নেটওয়ার্ক নির্বাচন
একটি পকেট রাউটারে সিম কার্ড যুক্ত করার পরে উক্ত রাউটারটি চালু করা হলে, নেটওয়ার্ক যুক্ত করতে হয়। নেটওয়ার্ক যুক্ত করতে আপনার পকেট রাউটারের ক্ষমতা যেমন 3G, 4G বা 5G নেটওয়ার্ক যুক্ত করতে হবে।
ওয়াই-ফাই নেটওয়ার্ক
প্রত্যেকটি পকেট রাউটার নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ওয়াইফাই সিগন্যাল ছড়ায়। একটি পকেট রাউটারের রেঞ্জ নির্ভর করবে আপনি কিরকম পকেট রাউটার নির্বাচন করছেন তার ওপর।
পকেট রাউটারে ডিভাইস যুক্ত
প্রতিটি পকেট রাউটারে সাধারণত স্মার্টফোন ল্যাপটপ ট্যাবলেট ইত্যাদি ডিভাইস এর মাধ্যমে ইন্টারনেট যুক্ত করে ব্যবহার করা যায়। তবে উক্ত ডিভাইস গুলোতে যুক্ত করার পূর্বে সিকিউরিটি কোড এর প্রয়োজন হয়। পকেট রাউটারের ক্ষমতার উপর নির্ভর করে এক বা একাধিক ডিভাইসের সাথে সংযুক্ত করা যায়।
ইন্টারনেটের গতি
যেহেতু একটি পকেট রাউটার সেলুলার নেটওয়ার্ক এর সাথে সংযুক্ত থাকে, তাই পকেট রাউটার পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কের তুলনায় অধিক গতি সম্পন্ন। বিশেষ করে যেসব এলাকা নেটওয়ার্ক সমস্যা বেশি সেইসব এলাকাতে পকেট রাউটার ব্যবহার করলে উচ্চমানের ইন্টারনেট গতি পাওয়া যেতে পারে।
পকেট রাউটার নেটওয়ার্কের নিরাপত্তা
প্রতিটি পকেট রাউটারের ইন্টারনেট নিরাপত্তার জন্য উচ্চ শক্তি সম্পন্ন পাসওয়ার্ড ব্যবহার করার সুযোগ দেয়।পকেট রাউটারগুলো একটি ব্যক্তিগত ওয়াইফাই ব্যবহার করে। তাই নেটওয়ার্কের নিরাপত্তার জন্য পাসওয়ার্ড বা সিকিউরিটি কোড ব্যবহার করা হয়।
পকেট রাউটার মাসিক খরচ কত
পকেট রাউটার ব্যবহারের সুবিধা অনেক বেশি এবং দাম কম হওয়ায় অনেকে পকেট রাউটার কিনতে চায়। কিন্তু পকেট রাউটার কেনার পূর্বে অনেকেরই মনে প্রশ্ন থাকে পকেট রাউটার মাসিক খরচ কত টাকা? তাই আমি আপনাদের জানাবো পকেট রাউটার ব্যবহার করলে প্রতিমাসে কত টাকা খরচ হতে পারে তার সকল তথ্য। তাহলে জেনে নিন পকেট রাউটার মাসিক খরচ কত টাকা।
আরো পড়ুনঃ Infinix Hot 40i বাংলাদেশে দাম কত
একটি পকেট রাউটার মূলত মোবাইল সিম কার্ড দিয়ে ব্যবহার করা হয়। তাই পকেট রাউটারে মাসিক কত টাকা খরচ হবে নির্ভর করবে সম্পূর্ণ আপনার নিজের উপর। আপনি রাউটার কিরকম ব্যবহার করছেন বা কতজন মিলে ব্যবহার করছেন উপর ভিত্তি করে। বর্তমান সময়ে পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে ৫০০ টাকা পর্যন্ত সার্ভিস চার্জ নিয়ে থাকে। সে তুলনায় আপনি যদি আপনার পকেট রাউটারের মাসিক খরচ হিসাব করেন তাহলে প্রতি মাসে পকেট রাউটারের খরচ হবেঃ
মনে করেন, আপনি নিজে একজন পকেট রাউটার ব্যবহার করে প্রতি মাসে খরচ করেন ৫০০ টাকা যদি আপনি সহ মোট ১০ জন ব্যক্তি একসাথে পকেট রাউটার ব্যবহার করেন. তাহলে আপনার পকেট রাউটারের মাসিক খরচ দশগুণ বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আমরা হিসাব করলে পকেট রাউটারের মাসিক খরচ পাচ্ছি ৫০০x১০=৫০০০ টাকা।
যেহেতু পকেট রাউটার কোন সিম এমবি অথবা ইন্টারনেট প্যাকেজ দিয়ে ব্যবহার করতে হয়। সেহেতু আপনি যদি দিনে 50 টাকার ইন্টারনেট/এমবি খরচ করেন তাহলে 30 দিনে অথবা মাসে আপনার এমবি বাবদ খরচ হবে (50x30=1500) টাকা। সুতরাং আপনার পকেট রাউটারের মাসিক খরচ দাঁড়িয়েছে 1500 টাকার মত যদি একজন ব্যক্তি ব্যবহার করেন তাহলে। আর 5 জন ব্যবহার করলে 1500x5=7500 টাকা হবে মাসিক খরচ।
আশা করি, পকেট রাউটার মাসিক খরচ কত টাকা? প্রশ্নের সঠিক উত্তরটি আপনাদের দিতে পেরেছি।
Pocket Router এর সুবিধা
প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি Pocket Router কিভাবে কাজ করে। পকেট রাউটার মাসিক খরচ কত সম্পর্কে সকল তথ্য।
এখন আমরা জানবো Pocket Router পকেট রাউটার এর সুবিধা সমূহ। ইন্টারনেট সংযুক্তকারী ডিভাইস হচ্ছে পকেট রাউটার যা বর্তমান বিশ্বে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। উক্ত ডিভাইসটি ব্যবহারের করে আমরা অনেকে সুবিধা গ্রহণ করি। তাহলে আর দেরি না করে জেনে নিন Pocket Router পকেট রাউটার এর সুবিধা গুলো।
বহনে সহজঃ পকেট রাউটার গুলোর অন্যতম সুবিধার মধ্যে হচ্ছে বহনে সহজ। ডিভাইসটি ওজনে কম এবং ছোট হওয়ায় খুব সহজে পকেটে করে বহন করা যায়। পকেট রাউটারের মাধ্যমে যেকোনো স্থান থেকে ইন্টারনেট ব্যবহার করে প্রয়োজনীয় কাজ সম্পূর্ণ করা যায়।
একাধিক ডিভাইসে ইন্টারনেট ব্যবহারঃ পকেট রাউটার একবার একের অধিক ইন্টারনেট ব্যবহারকারীদের যুক্ত করতে পারে। যার ফলে বিভিন্ন প্রয়োজনীয় কাজের গ্রুপ মিটিং করার জন্য সবাইকে একত্রে সংযুক্ত করতে পারে। এছাড়াও পরিবারের সবাইকে একসাথে ইন্টারনেট ব্যবহারের সুবিধা প্রদান করে।
উন্নত নিরাপত্তা সুবিধাঃ সাধারণ পাবলিক ওয়াইফাই গুলোর তুলনায় পকেট রাউটার একটি শক্তিশালী নিরাপত্তা প্রদান করে। পকেট রাউটার একটি ব্যক্তিগত ওয়াইফাই নেটওয়ার্কের সাথে মুক্ত হওয়ায় আপনি আপনার ডিভাইস থেকে নিজস্ব শক্তিশালী পাসওয়ার্ড যুক্ত করতে পারবেন। যার ফলে যে কেউ আপনার ওয়াইফাই অ্যাক্সেস করতে পারবে না এবং হ্যাকাররা সহজে হ্যাক করতে পারেনা।
ইন্টারনেন্ট স্পিডঃ অন্যান্য পাবলিক ওয়াইফাই এর থেকে পকেট রাউটারের ইন্টারনেট স্পিড তুলনামূলক বেশি। তাই ব্যবহারকারীরা স্বাচ্ছন্দে পকেট রাউটার ব্যবহার করে ইন্টারনেট সংযোগ স্থাপনের মাধ্যমে নেট দুনিয়ায় প্রয়োজনীয় সকল কাজ সম্পূর্ণ করতে পারে।
পকেট রাউটারে কেনার পূর্বে কি দেখা উচিত
একটি পকেট রাউটার কেনার পূর্বে কোন কোন বিষয় দেখা প্রয়োজন তা পকেট রাউটার প্রেমীদের জানা আবশ্যক। তাই আমরা এখন জানবো পকেট রাউটার কেনার পূর্বে কি দেখা উচিত সম্পর্কে সকল তথ্য।
- পকেট রাউটার এর ইন্টারনেট 3G, 4G 5G সাপোর্ট করে এমন রাউটার নির্বাচন করুন।
- উচ্চ শক্তি সম্পন্ন ব্যাটারি সংযুক্ত করা আছে এমন পকেট রাউটার খুঁজুন।
- আপনার প্রয়োজন মত কতগুলো ডিভাইস যুক্ত করা যাবে দেখে নিন।
- উচ্চ নিরাপত্তা প্রদান করে এমন পকেট রাউটার নির্বাচন করুন।
বাংলাদেশের জনপ্রিয় ১০টি পকেট রাউটার মডেলের দাম
Pocket Router Model |
Price |
OLAX MF982 4G Pocket
Router |
3350 tk |
Tp-Link M7200 LTE Pocket
Router |
6250 tk |
Huawei Airtel
E5573Cs-609 4G |
3740 tk |
Jio WD680+ LTE-Pocket
Router |
1855 tk |
JioFi MF800 4G Pocket
Router |
2555 tk |
Olax MF980VS 4G LTE |
3240 tk |
LTE MF925 4G Pocket
Router |
2950 tk |
Huawei E5573Cs-322 4G |
2950 tk |
Huawei E5576-606 4G |
4399 tk |
Huawei Mobile WiFi 3s |
4399 tk |
সারসংক্ষেপ
আজকের পোস্টের মূল আলোচ্য বিষয় Pocket Router কিভাবে কাজ করে - পকেট রাউটার মাসিক খরচ কত সম্পর্কে। আশা করি আপনারা উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরে উপকৃত হয়েছেন। আমাদের ওয়েবসাইটের স্লোগান হচ্ছে “নিজে জানুন, অন্যকে জানান”। শুধু নিজে না জেনে অন্যদের জানার পাশাপাশি আনন্দ উপভোগ করুন ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url