সবচেয়ে ভালো রাউটার কোনটি ২০২৪: ৫০০ টাকার রাউটার

সবচেয়ে ভালো রাউটার কিনবেন কিন্তু কোনটি ২০২৪ সালের সবচেয়ে ভালো এবং সেরা রাউটার তা জানেন না। ২০২৪ সালের সবচেয়ে ভালো রাউটার কোনটি জানতে হলে এই পোস্ট শেষ পর্যন্ত পড়তে হবে। কেননা এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের জানাবো, সবচেয়ে ভালো রাউটার কোনটি ২০২৪ সম্পর্কে বিস্তারিত।
সবচেয়ে ভালো রাউটার কোনটি ২০২৪: ৫০০ টাকার রাউটার
২০২৪ সালের এমন কিছু রাউটার আছে যার ব্যবহারকারীরা ব্যবহার করে তার পারফরম্যান্স, ফিচারস এবং সুযোগ সুবিধা গুলো ভালো পেয়েছে। রাউটারগুলো ২৪ সালের সবচেয়ে ভালো রাউটার হিসাবে জনপ্রিয়তা পেয়েছে। আজকের পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন সবচেয়ে ভালো রাউটার কোনটি ২০২৪ সালের সম্পর্কে বিস্তারিত তথ্য।

পোষ্টেরসূচিপত্রঃপ্রিয় বন্ধুরা, এই পোস্ট এর মাধ্যমে আমরা জানবো সবচেয়ে ভালো রাউটার কোনটি ২০২৪ এর সম্পর্কে সকল তথ্য। তবে উক্ত আলোচনার বিষয় সম্পর্কে জানার পূর্বে আমরা জেনে নেই রাউটার কত প্রকার ও কি কি?

রাউটার কত প্রকার ও কি কি

রাউটার মূলত বিভিন্ন প্রকারের হয়ে থাকে তবে রাউটার সাধারণত তিন প্রকার যেমন: ডাইনামিক রাউটার, স্ট্যাটিক রাউটার ও ডিফল্ট রাউটার।
এছাড়াও রাউটারের আরো একাধিক প্রকারভেদ আছে তা হল: ওয়ারলেস রাউটার, কোর রাউটার, এজ রাউটার, তার যুক্ত রাউটার, ভার্চুয়াল রাউটার, ফিজিক্যাল রাউটার, ভি পি এন রাউটার, নরমাল রাউটার, ব্রডব্যান্ড রাউটার, ইডেজ রাউটার, পকেট রাউটার ইত্যাদি প্রকারভেদের রাউটার গুলো আমরা ব্যবহার করে থাকি।

২০২৪ সালের সবচেয়ে ভালো রাউটার

সবচেয়ে ভালো রাউটার ২০২৪ এর নির্বাচন করার পূর্বে অনেকগুলো বিষয় বিবেচনা করতে হয়।যেমন বাড়ির পরিবেশ বা বাড়ির আকার, কি পরিমান ইন্টারনেট ব্যবহার করবেন বা কতজন ব্যবহার করবেন, সবচেয়ে ভালো রাউটারগুলো কিনতে হলে আপনার বাজেট কিরকম আছে তা সম্পর্কে জানা আবশ্যক। ২০২৪ সালের সবচেয়ে ভালো এবং জনপ্রিয় রাউটার সম্পর্কে নিচে আলোচনা করা হলো:

TL-WR820N TP LINK Router

টিপি লিংকের TL-WR820N মডেলের রাউটারটি সাদা রঙের এবং দেখতে খুবই চমৎকার এবং সাইজের ছোট হওয়ায় বহনে সহজ। টিপি লিংকের এটি বর্তমানে সবচেয়ে ভালো, জনপ্রিয় এবং এফোর্টেবল রাউটার, ফলে রাউটারটি দ্বারা আপনার প্রয়োজনীয় বাসা বাড়ির সকল কাজ সম্পূর্ণ করতে পারবেন। TL-WR820N মডেলের রাউটারটিতে আছে মোট তিনটি পোর্ট। তার মধ্যে একটি wan port, দুইটি Lan port হিসেবে কাজ করবে।

সাথে একটি ৫ ভোল্টের পাওয়ার এডাপ্টার পোর্ট যুক্ত আছে। দুইটি 5DBI অ্যান্টেনা যুক্ত আছে। রাউটারটির স্পিড 300 mbps পর্যন্ত, এটি প্রায় ৭০০ থেকে ৮০০ মিটার এর মধ্যে ওয়াইফাই কানেকশন করা যাবে। টিপি লিংকের TL-WR820 রাউটারটিতে প্রায় ১০ টি ডিভাইস যুক্ত করা যাবে। এছাড়াও সবচেয়ে ভালো রাউটার এর সাথে থাকছে access point mode, Range Extender mode, repeater mode AVN router mode, Parental Control, guest control ও QOS সহ। আপনার বাজেট যদি হয় ১২০০ থেকে ১৩০০ টাকার মধ্যে তাহলে এটা আপনার জন্য উপযুক্ত হতে পারে।

DECO M5 MESH Router

সবচেয়ে ভালো রাউটারের মধ্যে হচ্ছে DECO M5 MESH রাউটার। রাউটারটি দেখতে সাইজের ছোট এবং সাদা রংয়ের। যা খুব সহজে ঘরের যেকোনো স্থানে লাগিয়ে ব্যবহার করা যাবে। DECO M5 MESH রাউটারটিতে দুটি পোর্ট আছে যা Lan & Wan পোর্ট হিসেবে কাজ করবে। রাউটারটি মাদার ইউনিট হিসেবে ব্যবহার করা যাবে। DECO M5 MESH রাউটারটি প্রায় একশটি ডিভাইস পর্যন্ত কানেক্ট করা যাবে। এর ওয়াইফাই স্পিড প্রায় ১৩০০ এমবিপিএস। এছাড়া রাউটারটিতে সিকিউরিটি সিস্টেম আছে। DECO M5 এর দাম প্রায় ৫৮০০ টাকা থেকে ৫৯০০ টাকা পর্যন্ত।

ARCHER C54 TP LINK

ARCHER C54 মডেলের টিপি লিংক এর রাউটারটি বর্তমানে বাংলাদেশে সবচেয়ে ভাল রাউটার এবং সবচেয়ে বেশি বিক্রি করা রাউটার। রাউটারটির রং কালো এবং আকর্ষণের ডিজাইন করা আছে, সাথে একটি এলইডি ডিসপ্লে। ARCHER C54 রাউটারটিতে মোট চারটি Lan Port আছে। একটি  wan port, power adaptor, recent button আছে। রাউটারটি একটি ডুয়েল ব্যান্ড রাউটার যা 2.4 & 5 GHz এবং 1200 mbps ওয়াইফাই স্পিড সরবরাহ করতে সক্ষম। রাউটারটি প্রায় ১৫০০ মিটার পর্যন্ত কানেকশন করা যেতে পারে। টিপি লিংকের এই সবচেয়ে ভালো রাউটারটিতে প্রায় ১০ থেকে ১৫ টি ডিভাইস যুক্ত করা যাবে। জনপ্রিয় ও সবচেয়ে ভালো রাউটারটি আপনি কিনতে পারবেন ২৪০০ থেকে ২৫০০ টাকার মধ্যে।

ARCHER AX12 TP LINK

টিপি লিংকের ARCHER AX12এই রাউটারটি Wi-Fi 6 রাউটার। এই রাউটারটিতে চারটি এলইডি ইন্ডিকেটর সহ চারটি পোর্ট যুক্ত আছে। তিনটি Lan Port এবং একটি Wan Port, সবগুলোই গিগাবাইট সমর্থন করে। অন্যান্য অন্যান্য রাউটারের তুলনায় ARCHER AX12 মডেলের টিপি লিংকের এর রাউটারটিতে সবচেয়ে বেশি স্পিড রাউটারটির ওয়াইফাই স্পিড প্রায়  1500 mbps, এটি ২০০০ মিটার পর্যন্ত যুক্ত করা যায়। ARCHER AX12 এটিতে প্রায় ৩৫টি ডিভাইস ব্যবহার করতে পারবেন। এছাড়াও রাউটারটির সুবিধা রয়েছে একাধিক ডিভাইস ব্যবহার করার জন্য Beamforming,এছাড়াও parental controls, QOS, and guest mode পাবেন। রাউটারটির বর্তমান বাজার মূল্য রাখা হয়েছে ৪৬০০ থেকে ৪৭০০ টাকা।

ARCHER C64 TP LINK Router

সবচেয়ে ভালো রাউটারের মধ্যে আরেকটি অন্যতম রাউটার হচ্ছে টিপি লিংকের ARCHER C64,এর চারটি পোর্ট আছে এবং এর চারটি পোর্ট গিগাবাইট সাপোর্ট করে। ARCHER C64 এটি একটি ডুয়েল ব্যান্ডের চারটি অ্যান্টেনা যুক্ত রাউটার যা সহজে চারিদিকে নেটওয়ার্ক দিতে পারে। এটি একটি ১৩০০ mbps ওয়াইফাই স্পিড রাউটার। টিপি লিংকের এ রাউটারটির ডিভাইস সাপোর্ট করে ৩৫টির মত। রাউটারটি প্রায় ২৫০০মিটার পর্যন্ত সুবিধা দিয়ে থাকে। 
এছাড়াও সবচেয়ে ভালো রাউটার এবং জনপ্রিয় ২০২৪ এর রাউটারের মধ্যে রয়েছে MERCUYS MW 330 HP ROUTER, ARCHER C54 AC 1200 TP LINK ROUTER, NETIS N2 AC 1200 DUAL BRAND, ARCHER C6 TP LINK ROUTER, TENDA AC 8/1200 DUAL BRAND SMART WIFI.

সবচেয়ে ভালো রাউটারের দামের তালিকা

২০২৪ সালের ১০০০,১৫০০,২০০০,২৫০০,৩০০০,৪০০০,৫০০০,৬০০০,৮০০০,৯০০০ টাকার মধ্যে সবচেয়ে ভালো রাউটার রাউটারের দাম এর তালিকা দেওয়া হল:

সবচেয়ে ভালো রাউটার ২০২৪

দাম/টাকা

TP LINK ARCHER AX10

2800-3200

MERCUSYS MW330 HP

1500-1700

ASUS TUF AX3000

4400-4600

NETGER R6850 AC 2000

7300-7500

TL WR84 1N TP LINK

900-1100

TENDA F9

1000-1200

D-LINK DIR 825

2100-2300

D-LINK DIR 615

1100-1250

TENDA AC10U

1200-1400

ASUS RT N12

1350-1450

XIAOMI ROUTER 4A GIGABITE

1450-1550

MERCUSYS AC12

1550-1700

TENDA NOVA MW3 MESH

6000-6200

MERCUSYS MW325R

1350-1500

NETIS WF2409E

1450-1550

TENDA AC5 AC 1200

1780-1850

ARCHER C64 AC 1200 TP LINK

3100-3200

ARCHER C6 AC1200 TP LINK

3460-3500

ARCHER C24 AC750 TP LINK

2080-2170

ALTAI C1N 45 CROSS

8000-9000

ASUS ROG STRIX AX86U

8200-9000

TP LINK ARCHER C5400X

6500-7500

ARCHER AX50 TP LINK

3500-4500

MERCUSYS MR70X

3450-3800

ASUS DSL AX82U

5500-6500






























নোট: উপরে উল্লিখিত রাউটারের দাম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার জন্য রাউটার গুলোর সম্ভাব্য দান দেওয়া হয়েছে। উক্ত রাউটারের দাম স্থান, বিক্রয় কর্মীর এবং বিভিন্ন ব্যান্ডের উপর নির্ভর করে কম বেশি হতে পারে।

৫০০ টাকার রাউটার

আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছেন যাদের বাজেট কম বা ৫০০ টাকার মধ্যে। সেসব ব্যক্তিগণ ৫০০ টাকার মধ্যে রাউটার খোঁজেন বা কিনতে চান। আপনি যদি ৫০০ টাকার রাউটার এর সম্পর্কে জানতে চান তাহলে আর্টিকেলটি আপনার জন্য হতে পারে। কারণ এই আর্টিকেলটির মাধ্যমে আমি আপনাদের জানাতে চলেছি ৫০০ টাকার রাউটার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ৫০০ টাকার রাউটার গুলো দাম যেমন কম ঠিক তেমনি এদের ফিচার পারফরমেন্স ইত্যাদি কম। ৫০০ টাকার মধ্যে টিপি লিংক, ডি লিংক বা টেন্ডা ব্র্যান্ডের রাউটার পেতে পারেন। এমনকি ৫০০ টাকার মধ্যে রাউটার নিতে হলে পুরনো মডেলের বা কেউ ব্যবহার করেছে এমন রাউটার পাবেন। এছাড়াও অনেক অনলাইনে মার্কেটপ্লেস আছে যেমন দারাজ, বিক্রয় ডটকম ইত্যাদি থেকে পুরাতন ব্যবহার করা রাউটার ৫০০ টাকার মধ্যে কিনতে পারেন।

১০০০ টাকার মধ্যে রাউটার 2024

বর্তমানে 2024 বাংলাদেশের রাউটারের দোকানগুলোতে ১০০০ টাকার মধ্যে রাউটার বা তার কম দামের রাউটার পাওয়া যাচ্ছে। 2024 সালে এই রাউটার গুলো স্বল্প বাজেটের জন্য ভালো। ১০০০ টাকার মধ্যে রাউটারের থাকে ইন্টারনেট পোর্টাল, ওয়াইফাই পোর্ট, পাওয়ার পোর্ট ইত্যাদি বেসিক সংযোগ বা সুবিধা। যা একটি রাউটারে না থাকলে নয়। 2024 এর এসব রাউটারের ইন্টারনেট কাভারেজ দূরত্ব ব্র্যান্ড উইথ তুলনামূলক কম। তবে ১০০০ টাকার মধ্যে রাউটার গুলো দুইটি রুম বা তার কম রুমের জন্য প্রযোজ্য।

১৫০০ টাকার মধ্যে রাউটার

মোটামুটি চলার মত ১০০০ টাকার চেয়ে ভাল মানের রাউটার হচ্ছে ১৫০০ টাকার মধ্যে রাউটার। ১৫০০ টাকার রাউটার বা এর মধ্যে যে রাউটার গুলো পাওয়া যায় সেগুলো একাধিক ডিভাইস তাই একসাথে যুক্ত করা যায় সেইসাথে দূরত্ব বা রেঞ্জ বেশি সরবরাহ করে। ১৫০০ টাকার মধ্যে রাউটার গুলো দিয়ে দুই বা তার বেশি রুম কানেক্ট করতে সক্ষম।

২০০০ টাকার মধ্যে রাউটার

২০০০ টাকার যে সব রাউটার পাওয়া যায় অথবা এর মধ্যে রাউটার গুলো সাধারণত দুই বা চারটি অ্যান্টেনা বিশিষ্ট। যার রেঞ্জ লেভেল ধরা হয়। ২০০০ টাকার বা এর মধ্যেস রাউটারে ডাটা ট্রান্সফার করার স্পিড এবং এর ভালো কভার করার সক্ষমতা রাখে। এ ধরনের রাউটার গুলো মূলত ছোট বাড়ি অথবা ছোটখাটো অফিস এর জন্য প্রযোজ্য হতে পারে।

৩০০০ টাকার মধ্যে রাউটার

বাংলাদেশে ৩০০০ টাকার মধ্যে যেসব রাউটার পাওয়া যায় সেই রাউটার গুলো মূলত চার এন্টেনা বিশিষ্ট, উচ্চ গতি সম্পন্ন, উন্নত মানের ফিচার, কর্মক্ষমতা সম্পন্ন হয়। এছাড়াও সাশ্রয়ী দামের মধ্যের রাউটার গুলোতে পাওয়া যায় দ্রুত ডেটা ট্রান্সফার এর সুবিধা, উন্নত মানের কাভারেজ, ভিপিএন কানেক্ট, ফায়ারওয়াল এর মত উন্নত মানের ফিচার। কয়েকটি ঘর বিশিষ্ট বাড়িতে এবং কর্পোরেট অফিস এর জন্য ৩০০০ টাকার মধ্যে রাউটার গুলো আদর্শ হতে পারে যা উচ্চ মানের ইন্টারনেট সরবরাহ করে।

৪০০০ টাকার মধ্যে রাউটার ২০২৪

২০২৪ সালের বাংলাদেশে ৪০০০ টাকার রাউটার গুলো বেশ ভালো উচ্চ গতি, ক্ষমতা সম্পর্ন্ন যার ফিচার শক্তিশালী। এ ধরনের রাউটারগুলোতে চার বা তার বেশি এন্টেনা ব্যবহার করা হয় যার ফলে উন্নত মানের কাভার রেঞ্জ সুবিধা, বিমফর্মিং, উচ্চ মানের সিগন্যাল শক্তি, নেটওয়ার্ক ট্রাফিক সুবিধা, কিউওএস উন্নত প্রযুক্তি সম্পন্ন সুবিধা পাওয়া যায়। যার ব্যবহার মোটামুটি ও আকারে বড় পরিবার, অফিস এবং ছোট আকারের ব্যবসা বিজনেসে জন্য আদর্শ এই ৪০০০ টাকার মধ্যে রাউটার গুলো ২০২৪।

৫০০০ টাকার মধ্যে ভালো রাউটার ২০২৪

বাংলাদেশের সবচেয়ে ভালো রাউটার গুলোর মধ্যে হচ্ছে ৫০০০ টাকার রাউটার। উন্নত মানের গুলোতে ব্যবহার করা হয় ওয়াই ফাই-৬, ওয়্যারলেস, ইন্টারনেট সংযোগ, অপটিমাইজ সিস্টেম, এডভান্স ম্যানেজমেন্ট সিস্টেম, উন্নত প্রযুক্তির কিউওএস, ডেটা শেয়ারিং এর নিরাপত্তা প্রযুক্তি, উচ্চ গতি সম্পন্ন সুবিধা আছে। ৫০০০ ০০০ টাকার মধ্যে সবচেয়ে ভালো রাউটার গুলো আকারে বড় অফিসের জন্য, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে, গেমিং স্ট্রিমিং করার জন্য ব্যবহার করা হয়।

রাউটারের দাম কত বাংলাদেশ ২০২৪?

যে কোন রাউটারের দাম বাংলাদেশ ২০২৪ মূলত নির্ভর করে প্রকারভেদ, মডেল, ব্র্যান্ড, স্পিড, এন্টেনা, একাধিক পোর্ট ও সুবিধা অসুবিধা সমূহের উপর। ২০২৪ সালে বাংলাদেশে উক্ত বিষয় অনুযায়ী সকল রাউটারের দাম ভিন্ন ভিন্ন। যদি ২০২৪ এ বাংলাদেশের রাউটারের দোকানে দাম শোনা যায় তাহলে নিম্ন মানের রাউটার এর দাম ধরা হয় প্রায় ১০০০ টাকা বা তার কিছু কম। এ ধরনের রাউটারগুলোতে এন্টেনার সংখ্যা খুবই নগণ্য যা দুইটি যা ইন্টারনেট মোবাইল সংযোগ ব্যবহারের জন্য প্রযোজ্য। আর মোটামুটি ভালো মানের দামের দিক থেকে সামঞ্জস্যপূর্ণ চারটি অ্যান্টেনা বিশিষ্ট।

২০২৪ এ বাংলাদেশের রাউটারের মূল্য রাখা হয় প্রায় ১৫০০ থেকে ২০০০ টাকার মধ্যে। এ ধরনের রাউটার গুলো সর্বদা হাই স্পিড নেট কানেকশন সরবরাহ করে। এছাড়াও যারা গেমার অর্থাৎ গেম খেলার জন্য ইন্টারনেট ব্যবহার করে তারা যে রাউটার চালায় সেরা রাউটারের স্পিড তুলনামূলক বেশি অথবা বেশি থাকে যার বাজার মূল্য ২০২৪ বাংলাদেশ প্রায় 3500 থেকে 4000 টাকার মত। এমন কি উচ্চ হাই স্পিড সম্পূর্ণ রাউটার গুলো বিভিন্ন অফিসে অথবা বাসা বাড়ির একাধিক ডিভাইস ল্যাপটপ কম্পিউটার সংযোগ দেওয়ার জন্য এই ধরনের রাউটার গুলো ব্যবহার করে।

ভালো রাউটার চেনার উপায়

ভালো রাউটার চেনার জন্য রাউটারের ফিচার এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানা উচিত। আপনি যদি ভাল রাউটার কিনতে চান তাহলে কোন গুলো ভালো এবং কোনগুলো খারাপ সেসব রাউটার চেনার উপায় জানা গুরুত্বপূর্ণ। আমি আপনাদের জানাবো ভালো রাউটার চেনার উপায় সম্পর্কে।
সবচেয়ে ভালো রাউটার কোনটি ২০২৪: ৫০০ টাকার রাউটার
ওয়াইফাই: যদি কোন রাউটারে ৮০২.১১ এন, এ সি, এ এক্স অথবা ওয়াইফাই ৫ এবং ৬ থাকে তাহলে সে রাউটার গুলো ভালো মানের হয়। এ ধরনের রাউটার গুলো স্ট্যান্ডার্ড লেভেলের উন্নত স্পিড কভার করে এবং একসাথে একাধিক ডিভাইসে সংযোগ করে।
ভালো রাউটার এর স্পিড: ভালো মানের রাউটারগুলো সব সময় এমবিপিএস বা মেগাবাইট পার সেকেন্ড স্পিড এর হয়ে থাকে। এ ধরনের রাউটার গুলো পারফরমেন্স, গেমিং স্ট্রিমিং, এবং বড় ধরনের ফাইল প্রদান করতে সহজ।
রাউটারের ফ্রিকোয়েন্সি: সবচেয়ে ভালো রাউটার গুলো সর্বদা হাই ফ্রিকোয়েন্সি ইন্টারনেট যেমন ২.৪-৫ গিগাহার্জ সমর্থন করে।
এন্টেনা: এন্টেনা সাধারণত দুই প্রকার যেমন অন্তর্নির্মিত এন্টেনা ও এক্সটার্নাল এন্টেনা। অন্তনির্মিতানাগুলো কম দামের যার সিগন্যাল শক্তি দুর্বল এবং এক্সটার্নাল এন্টেনা ও শক্তিশালী এবং দূরবর্তীতে ইন্টারনেট কাভার করতে পারে যা ভালো রাউটার গুলোতে এ ধরনের এন্টেনা ব্যবহার করা হয়। এছাড়াও একটি রাউটারের এন্টেনা যত বেশি হবে রাউটারটি তত নিখুঁতভাবে ইন্টারনেট পরিষেবা প্রদান করতে পারবে। অর্থাৎ কম এন্টেনা রাউটারের থেকে পরিমাণে বেশি এন্টেনা রাউটার গুলো সর্বাপেক্ষা অধিক গুণগতমান সম্পর্ন্ন।
ভালো রাউটারের রেঞ্জ: সবচেয়ে ভালো রাউটার গুলো দূরে থেকে একাধিক ডিভাইস ব্যবহার করা যায় যা মেস রাউটার হতে পারে।
রাউটারের প্রসেসর ও র‍্যাম: যেসব রাউটারগুলোতে শক্তিশালী প্রসেসর ও ‍র‍্যাম বেশি হলে সেগুলো সাধারণত ভালো মানের রাউটার হয়ে থাকে। এ ধরনের রাউটার গুলো ব্যবহারকারীদের ভালো পারফরমেন্স দিয়ে থাকে।
সিকিউরিটি: সাধারণত ভালো মানের রাউটারগুলো উন্নত মানের সিকিউরিটি এবং ফ্রেন্ডলি ব্যবহারের সুযোগ সুবিধা প্রদান করে।
এডিশনাল ফিউচার: সবচেয়ে ভালো এবং বেশি দামের রাউটার গুলোতে কোয়ালিটি অফ সার্ভিস বা কিউওএস, এম ইউ মিমো যেমন মাল্টিপল ইউজার, মাল্টিপল ইনপুট ও আউটপুট ব্যবহারের সুবিধা থাকে।
ভালো রাউটারের ব্র্যান্ড ও রিভিউ: ভালো মানের রাউটার রিভিউ সব সময় ভালো থাকে এবং টিপি-লিংক, নেট গিয়ার, ডি-লিংক, টে টেন্ডা, আসুস ইত্যাদি ব্র্যান্ডের সবচেয়ে ভালো রাউটার পাওয়া যায়।আপনারা এসব ব্যান্ড দেখে অথবা রাউটারের কাস্টমার রিভিউ দেখে ভালো মানের রাউটার চিনতে পারবেন।
রাউটারের কানেকশন দূরত্ব: ভালো মানের রাউটার গুলো সব সময় বেশি দূরত্বের সার্ভিস অফার করে। কম দামের রাউটার গুলো ৩০০ মিটার এবং বেশি দামের অর্থাৎ ভালো কোয়ালিটি সম্পন্ন রাউটারের রেঞ্জ ১৫০০ বা তার অধিক দূরত্ব মধ্যে কানেক্ট করা যায়।
রাউটারের স্পিড: কম দামের রাউটার গুলো সাধারণত কম স্পিড সরবরাহ করে যা ১৫০ এমবিপিএস থেকে প্রায় ৩০০ এমবিপিএস হয়। উচ্চ গতি সম্পন্ন অর্থাৎ বেশি দামের রাউটার সর্বোচ্চ ১ গিগাবাইট স্পিড প্রদান করে।
গেমিং স্ট্রিমিং: গেমিং রাউটার গুলো সব সময় উচ্চ গতি সম্পন্ন রাউটার হয়। সুতরাং আপনি যদি একজন গেমার হন তাহলে উচ্চ গতি সম্পন্ন অর্থাৎ যেসব রাউটারের স্পিড হাই অর্থাৎ তার যুক্ত রাউটার গুলো আপনার জন্য প্রযোজ্য হতে পারে।
পেরেন্টাল কন্ট্রোল: পেন্টাল কন্ট্রোল মূলত বাসায় থাকা ছোট বাচ্চারা সহজেই এবং নিরাপদে ইন্টারনেট ব্যবহার করতে পারে। ভালো মানের রাউটার গুলোতে এই ধরনের অথবা পেরেন্টাল কন্ট্রোল সিস্টেম যুক্ত করা থাকে।
রাউটার স্টান্ডার্ড: যেসব রাউটার ভালো মানের বা গুণগত মান সম্পন্ন বা বেশি দামের সেসব রাউটারগুলোতে স্ট্যান্ডার্ড বিভিন্ন ধরনের সমর্থন করা। যা ব্যবহারে একাধিক রাউটার একত্রে যুক্ত করা যায়।

আমাদের শেষ কথা

আজকের এই পোস্টটি আপনাদের সবচেয়ে ভালো রাউটারগুলো এবং ৫০০ টাকার মধ্যে যেসব রাউটার পাওয়া যায় সেগুলো খুঁজে পেতে সাহায্য করবে। আপনারা যদি এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ে থাকেন তাহলে জানতে পেরেছেন সবচেয়ে ভালো রাউটার কোনটি ২০২৪: ৫০০ টাকার রাউটার সম্পর্কে বিস্তারিত তথ্য। আশা করি, আপনারা উক্ত আলোচ্য বিষয় সম্পর্কে জানতে পেরে ও উপকৃত হয়েছেন। আমাদের ওয়েবসাইটের এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url