ডায়মন্ড - রুপার আংটির দাম কত: নিউ আংটির ডিজাইন ২০২৪

আজকের পোস্টে আমি আপনাদের জানাবো রুপার, ডায়মন্ড, হীরার, সোনার, মুক্তার ও পাথরের আংটির দাম কত, নিউ আংটির ডিজাইন ২০২৪ সম্পর্কে বিস্তারিত। বিয়ের অনুষ্ঠানে, এংগেজমেন্ট, স্টাইল করতে, ব্যক্তিগত ভাবে বিভিন্ন আংটি ব্যবহার করা হয়।
আংটির দাম কত - নিউ আংটির ডিজাইন ২০২৪
ছেলেরা এবং মেয়েরা প্রায় সবাই আমরা বিভিন্ন ধরনের আংটি ব্যবহার করি। এজন্য তুলনামূলকভাবে সকল আংটির চাহিদা অনেক বেশি থাকে। ২০২৪ সালে আংটি তৈরির কারিগররা রুপার, ডায়মন্ড, হীরার, সোনার, মুক্তার ইত্যাদি সকল প্রকার আংটির নিউ ডিজাইন তৈরি করেন। নিউ আংটির ডিজাইন এর চাহিদা বেশি থাকার কারণে অধিকাংশ ব্যাক্তিরাই  আংটির দাম জানতে আগ্রহ করেন। তাই আজকের এই আর্টিকেলে আমরা জানাবো রুপার, ডায়মন্ড, হীরার, সোনার, মুক্তার আংটির দাম কত? এক নজরে দেখুন নিউ আংটির ডিজাইন ২০২৪ এর কিছু জনপ্রিয় ছবি।

আংটির দাম কত?

বিভিন্ন অনুষ্ঠানে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় হচ্ছে আংটি। আংটি ওজনে হালকা হওয়ার জন্য আমরা আংটি ব্যবহার করতে সাছন্দ্যবোধ করি। এ জন্য আংটির চাহিদা অনেক বেশি থাকে। সাধারণত আংটি বিভিন্ন ধরনের হয় যেমন রুপার, ডায়মন্ড, হীরার, সোনার, মুক্তার ও পাথরের ইত্যাদি। তাহলে দেরি না করে জেনে নিন সকল আংটির দাম কত?

রুপার আংটির দাম কত?

রুপার আংটি আমাদের পছন্দের আংটির মধ্যে অন্যতম। রুপার আংটির চাহিদা বেশি হওয়ার জন্য রুপার আংটির দাম কমবেশি হয়ে থাকে। অনেক ব্যক্তির রুপার আংটির দাম কত তার সম্পর্কে ধারণা থাকেনা। তাই আমি এই পোস্টে রুপার আংটির দাম কত নিচে উপস্থাপন করলাম।

দেশি রুপার আংটির দাম 200 থেকে 500 টাকার মধ্যে পাওয়া যায়। ইন্ডিয়ান জয়পুরী আংটির দাম নিয়ে থাকে 300-1000 টাকা পর্যন্ত। তবে রূপার আংটির দাম নির্ভর করবে আপনি কি রকম ডিজাইন এর আংটি নিচ্ছেন তার ওপর।

ডায়মন্ড আংটির দাম কত?

সবচাইতে আকর্ষণীয় ডিজাইনের আংটি হচ্ছে ডায়মন্ড এর আংটি। কিন্তু অনেকেরই ডায়মন্ড আংটির দাম সম্পর্কে সম্মুখ ধারণা থাকে না। তাহলে চলুন জেনে নেই ডায়মন্ড আংটির দাম কত।

ডায়মন্ড আংটির দাম মূলত সব থেকে দামি আংটি মনে করা হয়। তবে ডায়মন্ডের আংটি সর্বনিম্ন 10,000 হাজার টাকা বা তার বেশি দামে বিক্রি করা হয়। ডায়মন্ড আংটির দাম নির্ভর করবে আপনি কোন ডিজাইন এবং ডায়মন্ড এর পরিমাণ কত আছে তার উপর।

হীরার আংটির দাম কত?

হীরার আংটি বর্তমানে বাংলাদেশের প্রভাবশালী পরিবারের মেয়েদের এংগেজমেন্ট রিং হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে হীরার আংটির দাম বাংলাদেশের তুলনায় অনেক ব্যয়বহুল মনে করা হয়। হীরার আংটির দাম অনেক ভুল হওয়ার পরেও অনেকের মনে প্রশ্ন থাকে হীরার আংটির দাম কত? একটি সাধারণ ডিজাইন এর হীরার আংটির দাম কমপক্ষে ১৫ হাজার টাকা বা তার বেশি মূল্য নিয়ে থাকে।

সোনার আংটির দাম কত?

বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং জনপ্রিয় হচ্ছে সোনার আংটি। সোনার আংটি মেয়েদের পাশাপাশি ছোট বড় অধিকাংশ ছেলেরাও ব্যবহার করে। বিভিন্ন অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য মেয়েরা সব থেকে বেশি সোনার গয়না সহ হাতে আংটি দেয়। কিন্তু অধিকাংশই জানেনা সোনার আংটির দাম কত এর সঠিক তথ্য। তাই আজকে আমরা জানবো বর্তমান বাজারে সোনার আংটির দাম সম্পর্কে।

সোনার আংটির মূল্য নির্ভর করে সোনার প্রকার এবং ওজনের উপর। সোনার আংটি মূলত ওজনের উপর ভিত্তি করে সর্বনিম্ন ৪০০০ টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে পাওয়া যায়।

এক আনা সোনার আংটির দাম কত?

সবচেয়ে কম দামে এক আনা সোনার আংটি পাওয়া যায়। এ আংটিগুলো ওজনের হালকা এবং কম দাম তাই সবচেয়ে বেশি ব্যবহার করে। এক আনা সোনার আংটির দাম কত অনেকেই জানে না। তাহলে জেনে নিন এক আনা সোনার আংটির দাম সম্পর্কে। এক আনা সোনার আংটি বিভিন্ন বিভিন্ন সাজের পাওয়া যায়। সাইজের উপর নির্ভর করে এক আনা সোনার আংটির দাম প্রায় ৪২০০-৫০০০ (মেয়েদের জন্য) টাকা। এক আনা সোনার আংটির দাম ৬৩০০-৭০০০ (ছেলেদের জন্য) টাকা।

দুই আনা সোনার আংটির দাম কত?

বেশির ভাগ জনপ্রিয় সোনার আংটি তৈরি করতে দুই আনা সোনা ব্যবহার করা হয়। অধিকাংশ ছেলেমেয়েরা দুই আনা সোনার আংটি ব্যবহার করে। তাই অনেকেই দুই আনা সোনার আংটির দাম সম্পর্কে জানতে চাই। তাহলে চলুন জেনে নেওয়া যাক ২ আনা সোনার আংটির দাম কত?
দুই আনা সোনার আংটির দাম ছেলেদের প্রায় ৮৮০০ - ৯৫০০ টাকা পর্যন্ত। দুই আনা সোনার আংটির দাম মেয়েদের প্রায় ৮৩০০ - ৯০০০ টাকা।

তিন আনা সোনার আংটির দাম কত?

দুই আনা সোনার আংটির দাম সাইজ এর উপর ভিত্তি করে সোনার আংটির মূল্য নেওয়া হয়। দুই আনা সোনার আংটির দাম কত তা উল্লেখ করা হলোঃ

তিন আনা সোনার আংটির দাম ছেলেদের ১৪১০০ টাকা - ১৫০০০ টাকা আংটি গুলোর সাইজ সাধারণত ১৫-২৫ সাইজের হয়। ৩ আনা সোনার আংটির দাম মেয়েদের ১১৮০০-১৩০০০ টাকা, আংটি গুলো ১৫-২০ সাইজের হয়ে থাকে।

চার আনা সোনার আংটির দাম কত?

সকল প্রকার সোনার গয়না আংটির দাম স্থান ভেদে আলাদা হয়। তবে চার আনা সোনার আংটির দাম মূলত ১৬৫০০ থেকে ১৭৮০০ টাকা পর্যন্ত হয়।

মুক্তার আংটির দাম কত?

বর্তমান বাজারে সোনা রুপা হীরা ডায়মন্ড ইত্যাদি আংটির মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে দিন দিন মুক্তার আংটির চাহিদা তুলনামূলক বৃদ্ধি পেয়েছে। সেই সাথে আকর্ষণীয় ডিজাইনের মুক্তার আংটি তৈরি করা হচ্ছে। এক নজরে দেখে নেয় মুক্তার আংটির দাম কত?

বর্তমান বাজারে মুক্তার আংটির দাম নির্ধারণ করা হয়েছে ৫৫০০ থেকে ১২০০০ টাকা পর্যন্ত। আংটিগুলোর দাম সাধারণত আংটির সাইজের উপর নির্ভর করে।

নোট
উপরে উল্লেখিত সকল প্রকার আংটির দাম ১০০% সঠিক নাও হতে পারে। তবে আপনি উক্ত আংটির দাম গুলো দেখে সাধারণ ধারণা নিতে পারেন মাত্র।

নিউ আংটির ডিজাইন ২০২৪

ডিজিটাল দেশ হওয়ার সাথে সাথে মানুষজন আপডেট হচ্ছে। অনেকে নতুন নতুন ডিজাইনের আংটি,মসৃণ ও আকর্ষণীয় ডিজাইন এর দিকে আকর্ষিত হয়।

মিনিমালিস্ট আংটির ডিজাইনঃ এই ডিজাইন গুলো পরিষ্কার লাইন এবং সরল আকারের আংটি হয়। এগুলো প্রায় সই সোনা বা রুপা দিয়ে তৈরি করা হয়।

স্টেটমেন্ট আংটি ডিজাইনঃ এর ডিজাইনের আংটি গুলো বড় আকারের এবং এগুলো পোশাক হাতের সাথে মানানসই। এই ডিজাইনের আংটি গুলো মোটা ব্যান্ড, বড় সোনা, বড়নরুপা, পাথর  ও অন্যান্য নকশা দিয়ে তৈরি করা হয়।
ভিনটেজ আংটি ডিজাইনঃ এই আংটি ডিজাইনগুলো মূলত অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত খুবই জনপ্রিয়। এগুলোতে বিভিন্ন আকর্ষণীয় নকশা, ফুলের মটবক, এন্টিক ফিনিশ দিয়ে তৈরি।

ব্যক্তিগত আংটি ডিজাইনঃ এই ডিজাইনের আংটি গুলো আপনার ব্যক্তিগত নাম জন্মতারিখ বা নিজস্ব কোন তথ্য বহন করে।
আংটির দাম কত - নিউ আংটির ডিজাইন ২০২৪

আংটির দাম কত - নিউ আংটির ডিজাইন ২০২৪

মেয়েদের নিউ আংটির ডিজাইন ছবি ২০২৪ - আংটির দাম কত

মেয়েদের নিউ আংটির ডিজাইন ছবি ২০২৪ - আংটির দাম কত

মেয়েদের নিউ আংটির ডিজাইন ছবি ২০২৪

মেয়েদের নিউ আংটির ডিজাইন ছবি ২০২৪ - আংটির দাম কত

নিউ আংটির ডিজাইন ছেলেদের ছবি ২০২৪

নিউ আংটির ডিজাইন ছেলেদের ছবি ২০২৪ - আংটির দাম কত

নিউ আংটির ডিজাইন ছেলেদের ছবি ২০২৪ - আংটির দাম কত

নিউ আংটির ডিজাইন ছেলেদের ছবি ২০২৪ - আংটির দাম কত

শেষ কথা

সম্মানিত পাঠক, ২০২৪  সালের নিউ আংটির ডিজাইন রুপার, ডায়মন্ড, হীরার, সোনার, মুক্তার আংটির দাম সম্পর্কে সকল তথ্য জানতে পেরে আপনি উপকৃত হয়েছেন। আর যদি আর্টিকেলটি পড়ে কোন ভুল ত্রুটি পেয়ে থাকেন তাহলে আমাদের কমেন্টে জানাবেন। তাহলে আমরা ভুল সংশোধন করে সঠিক উত্তরটি আপনাদের জানাতে পারবো ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url