FACEBOOK এর URL কি? ইউআরএল কিভাবে পরিবর্তন করে?

প্রিয় পাঠক আমি আপনাদের এই পোস্টে জানাবো Facebook এর URL কি? এবং ইউআরএল কিভাবে পরিবর্তন করে? এর সকল তথ্য। আপনি একজন Facebook ব্যবহারকারী হিসাবে অবশ্যই জানতে হবে ফেসবুক ইউ.আর.এল (URL) সম্পর্কে সকল তথ্য।
FACEBOOK এর URL কি ইউআরএল কিভাবে পরিবর্তন করে
তাই আজকের পোস্টে আলোচনা করবো Facebook এর URL কি? এর গুরুত্ব ব্যাখ্যা করবো এবং Facebook ইউআরএল কিভাবে পরিবর্তন করে? তা ছবির মাধ্যমে বিস্তারিত দেখাবো।

Facebook এর URL কি?

URL (ইউ আর এল) এর পূর্ণরূপ হলো Uniform Resources Locator. Facebook URL হচ্ছে একেকটি ঠিকানা যা সরাসরি একটি নিদিষ্ট ফেসবুকের প্রোফাইল, পেইজ, গ্রুপ, ইভেন্ট বা কোনো নিদিষ্ট কন্টেন্ট আলদা ভাবে চিহ্নিত করে।

Facebook URL এর প্রকারভেদ

ফেসবুক ইউ.আর.এল সাধারণত একাধিক ভাগে ভাগ করা হয় তাহলোঃ
  1. Profile URL 
  2. Page URL 
  3. Group URL 
  4. Event URL 
  5. Post URL
Profile URL
প্রতিটি ফেসবুক ব্যবহারকারীর ভিন্ন ভিন্ন একটি প্রোফাইল ইউআরএল আছে। প্রোফাইল ইউ আর এল সাধারণত https://www.facebook.com/username এরকম হয়। এখানে ব্যবহারকারীর দ্বারা নির্বাচিত নাম থাকে। নিদিষ্ট প্রোফাইল ইউ আর এল গুলো সরাসরি নিদিষ্ট Facebook প্রোফাইলে নিয়ে যায়।

Page URL
ফেসবুক পেজ ব্যবসা সংস্থা এবং জনসাধারণের দ্বারা ব্যবহৃত হয়। Facebook পেজের URL https://www.facebook.com/pagename এই ফরমেটে পাওয়া যায়। Facebook page URL ব্যান্ডিংয়ে সহায়তা করে এবং URL আরো স্মরণীয় করে তোলে।

Group URL
ফেসবুক গ্রুপ এর আলাদা আলাদা URL আছে। Facebook group সাধারণ সমষ্টিগত, ব্যক্তিগত ও সর্বজনীন ব্যবহার করা হয়। ফেসবুক গ্রুপ URL প্রোফাইল ইউ আর এল এর মতই শুধু username এর পরিবর্তে group name থাকে।

Event URL
ফেসবুকে তৈরি প্রতিটি ইভেন্টের জন্য আলাদা আলাদা Event URL থাকে। Event URL https://www.facebook.com/events/eventid এই রকমের হয়। Event URL  মূলত কোন ইভেন্টের বিস্তারিত শেয়ার করতে এবং সরাসরি আমন্ত্রণ জানাতে ব্যবহার করে। 

Post URL
Facebook Post URL হচ্ছে ফেসবুকের প্রতিটি পোস্ট এর URL কে বুঝায়। যা ফেসবুকের প্রোফাইল, গ্রুপ, পেজের পোস্ট হতে পারে। https://www.facebook.com/username/posts/PostID এই লিংক এর মত দেখতে Facebook Post URL লিংক হয়।

Facebook URL কেন গুরুত্বপূর্ণ

ফেসবুক ব্যবহারকারী যেন খুব সহজে একে অপরকে খুঁজে পায় এবং তাদের ব্যবসার প্রসাদ বৃদ্ধি করতে পারে সেজন্য ফেসবুক ইউ আর এল খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও Facebook URL ব্যবহারে কিছু গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য কারণ রয়েছে তাহলোঃ
  • Facebook URL দিয়ে বিষয়বস্তু খুব সহজে একে অপরের সাথে শেয়ার করা যায়। 
  • Facebook URL দিয়ে সরাসরি ফেসবুকে প্রোফাইল, গ্রুপ, পেজ, ইভেন্ট এবং ফেসবুকের কোন পোস্টে যাওয়া যায়।
  • গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ব্যক্তির facebook পেজ বা ফেসবুক গ্রুপ খুঁজে পাওয়ার জন্যর Facebook URL গুরুত্বপূর্ণ। 

ফেসবুক ইউ.আর.এল কিভাবে পরিবর্তন করে?

Facebook URL পরিবর্তন করলেন আপনার প্রোফাইল বা আরো জনপ্রিয় করতে এবং আপনাকে খুঁজে পেতে খুব সহজ হয়। আপনি আপনার ফেসবুক ইউ.আর.এল কিভাবে পরিবর্তন করতে পারবেন তা নিচে দেখানো হলোঃ
  • প্রথমে আপনার ফেসবুক প্রোফাইলে ক্লিক করুন।
  • তারপর প্রোফাইল সেটিং ক্লিক করুন।
  • Personal details অপশনে যান।
  • আপনার প্রোফাইল নামের উপর চাপ দিন।
  • তারপরে username অপশন পাবেন সেখানে ক্লিক করলে আপনি আপনার পছন্দমত Facebook URL বা username দিতে পারবেন।
  • ফেসবুক ইউ.আর.এল কিভাবে পরিবর্তন করবেন তার ছবি দেওয়া হয়েছে। ছবিতে দেখে আপনি খুব সহজে ফেসবুক ইউ.আর.এল পরিবর্তন করতে পারবেন।
FACEBOOK এর URL কি ইউআরএল কিভাবে পরিবর্তন করে

FACEBOOK এর URL কি ইউআরএল কিভাবে পরিবর্তন করে

FACEBOOK এর URL কি ইউআরএল কিভাবে পরিবর্তন করে

FACEBOOK এর URL কি ইউআরএল কিভাবে পরিবর্তন করে

FACEBOOK এর URL কি ইউআরএল কিভাবে পরিবর্তন করে

Facebook URL এর সাধারণ সমস্যা এবং কিভাবে ঠিক করবেন 

মাঝে মাঝে আপনি আপনার Facebook URL নিয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন। Facebook URL এর কিছু সাধারণ সমস্যা এবং তা কিভাবে সমাধান করবেন নিচে দেওয়া হলোঃ

Facebook URL পরিবর্তন করার সময় যদি unavailable username আসে তাহলে username ব্যবহারকৃত নামের সাথে কোন সংখ্যায় যুক্ত করলে তা সমাধান হয়ে যাবে।

Facebook URL পরিবর্তন করার নির্দিষ্ট সংখ্যা রয়েছে। আপনি চাইলেই বারবার ফেসবুক ইউ আর এল পরিবর্তন করতে পারবেন না। তাই ফেসবুক ইউ আর এল পরিবর্তন করার পূর্বে গভীর চিন্তাভাবনা মাধ্যমে Facebook URL পরিবর্তন করবেন। 

মার্কেটিং এ Facebook URL এর ব্যবহার 

যেকোন পণ্যের মার্কেটিং করার জন্য Facebook ব্যবহার করলে খুব দ্রুত সফল হতে পারবেন। আপনি যদি আপনার পণ্য সামগ্রীতে ফেসবুক ইউ আর এল ব্যবহার করেন তাহলে সহজে ক্রেতাদের কাছে আপনার পণ্য পৌছাতে পারবেন। আপনি চাইলে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে পণ্যের ইউআরএল শেয়ার করতে পারবেন। এছাড়াও আপনার ওয়েবসাইটে ফেসবুক ইউআরএল যুক্ত করতে পারবেন।

শেষ কথা

প্রিয় পাঠক আপনি আজকের পোস্টের আলোচ্য বিষয় FACEBOOK এর URL কি? ইউআরএল কিভাবে পরিবর্তন করে? সম্পর্কে সকল তথ্য জানতে পেরেছেন এবং আমি আশা করছি উক্ত বিষয় সম্পর্কে জানতে পেরে আপনি উপকৃত হয়েছেন। আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই আর্টিকেলটি পড়ে কোন ভুল বা কোন কিছু বুঝতে সমস্যা মনে করেন তাহলে আমাদেরকে কমেন্ট করতে দ্বিধাবোধ করবেন না ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url