অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় - বিকাশে ট্রেনের টিকেট কাটার নিয়ম
অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় ও বিকাশে ট্রেনের টিকেট কাটার নিয়ম জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। বর্তমানে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকিট ক্রয় করার পদ্ধতি অনেক সহজ করে দিয়েছে।
আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ইন্টারনেট সংযোগ করে ট্রেনের টিকিট অনলাইন বা বিকাশে কিনতে পারবেন। ফলে আমরা খুব সহজে ঘরে বসে অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় করতে পারি। চলুন তাহলে আমরা জেনে নিই অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় করার নিয়ম এবং বিকাশে ট্রেনের টিকেট কাটার নিয়ম বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন।
ভূমিকা
বর্তমানে দেশ-বিদেশ সবচেয়ে কম খরচে ট্রেন ভ্রমণ যায়। ট্রেন ভ্রমণকে অত্যন্ত আরামদায়ক এবং নিরাপদ ভ্রমণ মাধ্যম বলা হয়ে থাকে। দিন দিন ট্রেন ভ্রমণ এর চাহিদা বেড়েই চলেছে। আপনি যদি আমাদের পোস্টটি শেষ পর্যন্ত পড়েন তাহলে জানতে পারবেন ট্রেন সম্পর্কিত সকল তথ্য যেমন অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় করার নিয়ম, বিকাশে ট্রেনের টিকেট কাটার নিয়ম, ট্রেনের সিটের প্রকারভেদ ও সিটের নাম, ট্রেনর সিটের ছবি, বাংলাদেশ রেলওয়ে টিকিটের মূল্য, ট্রেনের টিকিট কাটার অ্যাপস সহ ট্রেন ভ্রমণের সম্পর্কে। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়া চালিয়ে যান।
ট্রেনের সিটের প্রকারভেদ ও নাম
আমরা যখন অনলাইনে টিকিট করি তখন সিটের সিরিয়াল দেখতে পায়। কিন্তু আমরা অনেকেই জানিনা সিটগুলোর পুরো নাম কি বা কি কাজ। ট্রেনের সিট সম্পর্কে বিস্তারিত জানতে এই অংশটি পড়ুনঃ
AC_S (এসি_এস): AC_S (এসি_এস) সিট গুলো সাধারণত এসি (এয়ার কন্ডিশন) এর হয়। AC_S (এসি_এস) সিটগুলোকে এসি সিট (AC_SEAT) বলা হয়। AC_S (এসি_এস) এবং AC_B (এসি_বি) একই ধরনের সিট। দিনের যাত্রায় জন্য AC_S (এসি_এস) সিট বা কেবিন বলে।
AC_B (এসি_বি): দুই থেকে চার সিট বিশিষ্ট এয়ার কন্ডিশন কেবিনের পুরো নাম এসি বার্থ (AC_BERTH) কেবিন। এ ধরনের কেবিনগুলো রাতের যাত্রা সময় ব্যবহার করে। যেন যাত্রীরা আরামদায়ক যাত্রার উপভোগ করে।
F_SEAT (এফ_সিট): এসি ছাড়া কেবিনের নাম F_SEAT (এফ_সিট) বা ফাস্ট ক্লাস সিট বলে। দিনে যাত্রার জন্য F_BERTH (এফ_বার্থ) সিটগুলোকে সাধারণত F_SEAT (এফ_সিট) হিসাবে ব্যবহার করে।
F_BERTH (এফ_বার্থ): নন এসির কেবিন গুলোকে F_BERTH (এফ_বার্থ) ফার্স্ট ক্লাস বার্থ সিট বলে। F_BERTH (এফ_বার্থ) মূলত যাত্রীদের সুবিধার জন্য রাতের যাত্রায় ব্যবহার করে।
SNIGDHA (স্নিগ্ধা): এসি কোচের আরেকটি সিটের নাম স্নিগ্ধা। স্নিগ্ধা কেবিনে যাত্রীদের আরামদায় যাত্রা করার জন্য এসি ব্যবহার করা হয়েছে।
F_CHAIR (এফ_চেয়ার): ফাস্ট ক্লাস চেয়ার বা F_CHAIR (এফ_চেয়ার) এসি থাকে না। যা শোভন চেয়ার সিটের থেকে তুলনামূলক ভালো মানের হয়।
S_CHAIR (এস_চেয়ার): সেকেন্ড ক্লাস বা নন এসি চেয়ারের নাম S_CHAIR (এস_চেয়ার) / শোভন চেয়ার। শোভন সিটের চেয়ে শোভন চেয়ার তুলনামূলক আরামদায়ক।
SHOVAN (শোভন): সবচেয়ে কম খরচে রেল ভ্রমণের সিটের নাম শোভন। শোভন সিটে এসি ব্যবহার করা হয়নি।
ট্রেনের সিটের ছবি
দূর পাল্লা ভ্রমণ করার জন্য যেসব ট্রেনগুলো যাতায়াত করে সেসব ট্রেনের কয়েকটি আরামদায়ক শীতের ছবি দেওয়া হলোঃ
অনলাইনে ট্রেনের টিকিট ক্রয়-ট্রেনের সিটের ছবি-১
অনলাইনে ট্রেনের টিকিট ক্রয়-ট্রেনের সিটের ছবি-২
বাংলাদেশ রেলওয়ে টিকিট মূল্য ২০২৪
অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় করার নিয়ম এর টিকিট মূল্য ট্রেনের সিটের উপর নির্ভর করে। ট্রেনের টিকিট এর মূল্য আপনার উপর নির্ভর করে। আপনি কোথায় যাবেন এবং কোন সিট বেছে নিবেন তার উপর। ট্রেনের সিটের প্রকারভেদ অনুযায়ী বাংলাদেশ রেলওয়ে টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে। ট্রেনের টিকিটের মূল্য দেখার সহজ উপায় হচ্ছে ওয়েবসাইটের
কিভাবে অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় করবেন?
বর্তমান দেশ-বিদেশে অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় করার প্রক্রিয়াটি সবচেয়ে সুবিধা জনক ও জনপ্রিয় মাধ্যম। অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় করার নিয়ম নিচে ছবিসহ দেওয়া হলঃ
অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় এর জন্য বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটের লিঙ্ক পেতে ক্লিক করুন Bangladesh Railway e-ticket
Step-1
Step-2
Step-3
Step-4
Step-5
ট্রেনের টিকিট কাটার অ্যাপস ২০২৪
বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট এর পাশাপাশি রেল সেবা অ্যাপসের মাধ্যমে ট্রেনের টিকিট ক্রয় করা যায়। ট্রেনের টিকিট ক্রয় করার জন্য কয়েকটি জনপ্রিয় অ্যাপের সাথে আপনাদের পরিচয় পরে দিব। আপনি চাইলে অ্যাপগুলি ব্যবহার করে খুব সহজেই ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন।
- রেল সেবা
- সহজ
- বিকাশ
একটা অ্যাপস গুলি আপনাকে প্রথমে অনলাইন প্লে স্টোর থেকে ডাউনলোড কর আপনার ডিভাইস ইন্সটল করতে হবে। ইন্সটল করার পরে ইউজার অ্যাকাউন্ট করে তারপর অ্যাপসের মাধ্যমে টিকিট কাটার প্রক্রিয়াটি চালু করতে পারবেন।
বিকাশে ট্রেনের টিকেট কাটার নিয়ম
বর্তমানে সবকিছু অনলাইন সিস্টেম হওয়াতে মানুষের জীবনযাত্রার মান টা সহজ হয়ে গিয়েছে সবাই।অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় করার সুবিধা ভোগ করে এমনকি বিকাশে ট্রেনের টিকিট কাটার নিয়ম নতুন চালু হয়েছে। হ ট্রেনের টিকিট ক্রয় করার জন্য বর্তমানে পূর্বের মতো রেল স্টেশনে মানুষের ভিড় দেখা যায় না। বিকাশে ট্রেনের টিকিট কাটার নিয়ম হলোঃ
- বিকাশে ট্রেনের টিকেট কাটার জন্য আপনার প্রয়োজন হবে মোবাইল, ইন্টারনেট সংযোগ এবং বিকাশ একাউন্ট।
- প্রথমে আপনার বিকাশ একাউন্ট লগইন করে টিকিট অপশনে ক্লিক করুন।
- তারপর সেখান থেকে ট্রেন টিকিট বা রেলওয়ে টিকিট অপশনটি নির্বাচন করুন।
- সেখান থেকে রিডাইবেক্ট করে সরাসরি আপনাকে বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটে নিয়ে যাবে।
- ওয়েবসাইট থেকে আপনার পছন্দমত টিকিট ক্রয় করুন।
উপসংহার
সম্মানিত পাঠক, আমি আর্টিকেল এর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করেছি ট্রেনের টিকিট সম্পর্কিত সকল তথ্য। আমি আপনাদেরকে জানানোর জন্য এই পোস্টে উল্লেখ করেছি যে অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় ও বিকাশের ট্রেনের টিকিট কাটার নিয়ম, ট্রেনের সিটের প্রকারভেদ, ট্রেনের সিটের ছবি, বাংলাদেশ রেলওয়ে টিকিটের মূল্য, ট্রেনের টিকিট কাটার অ্যাপস এসব বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। আশা করছি আপনি উক্তির মাধ্যমে উপকৃত হবেন ইনশাআল্লাহ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url