বারোমাসি সবজি চাষের তালিকা - টবে বারোমাসি সবজি চাষ করার পদ্ধতি

প্রিয় পাঠক আপনি কি বারোমাসি সবজি চাষের তালিকা ও টবে বারোমাসি সবজি চাষ করার পদ্ধতি জানতে চাচ্ছেন? তাহলে এই পোস্টটি আপনার জন্য।
বারোমাসি সবজি চাষের তালিকা টবে বারোমাসি সবজি চাষ
আমি আজকে এই আর্টিকেলটিতে বারোমাসি সবজি চাষের তালিকা এবং টবে বারোমাসি সবজি চাষ করার পদ্ধতি সহ সবজি চাষ সম্পর্কিত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আর দেরি না করে চলুন জেনে নেই বারোমাসি সবজি চাষের তালিকা - টবে বারোমাসি সবজি চাষ করার পদ্ধতি ও সবজি চাষ সম্পর্কিত সকল তথ্য। 

ভূমিকা

সবজি চাষ কৃষি কাজের একটি গুরুত্বপূর্ণ চাষ পদ্ধতি। বারোমাসি সবজি পুষ্টি পুষ্টিকর এবং সুস্বাস্থ্যকর খাবারের মধ্যে অন্যতম। সবজি চাষ করা পরিবেশের জন্য এবং ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আর্টিকেলটি পড়লে জানতে পারবেন বারোমাসি সবজি চাষের তালিকা ও কিভাবে টবে বারোমাসি সবজি চাষ করতে হয় তা নিয়ে বিস্তারিত তথ্য।
এছাড়াও এই পোস্টটি শেষ পর্যন্ত পড়লে আপনি জানতে পারবেন সবজি চাষের সময় সূচী, কিভাবে অল্প জায়গায় সবজি চাষ করতে হয়? আগাম সবজি চাষের তালিকা কি কি, গ্রীষ্মকালীন সবজি তালিকা এবং ১০টি বর্ষাকালীন সবজির নাম এর তালিকা। আশা করছি আজকের সবজি সম্পর্কিত পোস্টটি পড়ে আপনি উপকৃত হবেন। কেননা সবজি চাষের সকল তথ্য বারোমাসি সবজি চাষের তালিকা এবং টবে বারোমাসি সবজি চাষ করার নিয়ম কানুন এই পোস্টে উল্লেখ করা হয়েছে।

সবজি চাষের সময় সূচি ও তালিকা

বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ। তাই বাংলাদেশের এই আবহাওয়াতে বারোমাসি সবজি চাষ সবজি চাষ করার যায়। আপনি চাইলে বারোমাসি সবজি চাষের তালিকা অনুযায়ী বাড়ির ছাদে কিংবা আঙ্গিনায় টবে বারোমাসি সবজি চাষ করতে পারেন।
তবে কিছু সবজি রয়েছে যেগুলো সময় মত চাষ করতে পারলে বাম্পার ফলন পাওয়া যায়। তাহলে চলুন জেনে নেই সবজি চাষের সময় সূচি। সবজি জাতীয় ফসলের নাম সহ সবজি চাষের সময় সূচি ঋতু ভেদে বিস্তারিত উল্লেখ করা হলোঃ

গ্রীষ্মকালীন সবজির তালিকা বৈশাখ থেকে আষাঢ়ঃ বরবটি, চিচিঙ্গা, কাকরোল, করলা, ঝিঙ্গা, পটল, ঢেঁড়স, লাউ, শসা, বেগুন, লাল শাক, কাঁচা মরিচ, ডাটা শাক ইত্যাদি গ্রীষ্মকালের সবজি।
শরৎকালের সবজির তালিকা শ্রাবণ থেকে কার্তিকঃ লাল, শাক শসা, ধনেপাতা, ঢেঁড়স, পুঁইশাক, বেগুন, টমেটো, কাঁকরোল,লাউ ইত্যাদি শরৎকালের সবজি।
শীতকালের সবজি তালিকা অগ্রহায়ণ থেকে ফাগুনঃ মুলা, গাজর, টমেটো, বাঁধাকপি, লেটুস, ব্রকলি, ফুলকপি  ইত্যাদি শীতকালের সবজি।
বসন্তকালের সবজির তালিকা চৈত্র মাসঃ লাল শাক, বেগুন, টমেটো, পুঁইশাক, ঢেঁড়স, লাউ, শসা ইত্যাদি বসন্তকালের সবজি।

তবে উক্ত সবজি চাষের সময় সূচির তালিকার মধ্যে কিছু বারোমাসি সবজি রয়েছে যেগুলো প্রায় সব ঋতু বা অন্যান্য মাসেও চাষ করা যায়। যা এগুলো বারোমাসি সবজি চাষের তালিকার মধ্যে পড়ে।

বারোমাসি সবজি চাষের তালিকা

বর্তমানে চাষীদের সবজি চাষের জন্য বারোমাসি সবজির চাহিদা সব থেকে বেশি। বারোমাসি সবজি চাষের তালিকা অনুযায়ী সবজি চাষ করলে চাষির জমি খালি থাকে না। এবং পরিবেশে সমাজের সবাই টাটকা খেতে পারে। তাই আপনি যেন বারোমাসি সবজি চাষের তালিকা থেকে বারোমাসি সবজির ধারণা নিয়ে যেন চাষ করে উপকৃত হন। এই উদ্দেশ্যে বারোমাসি সবজি চাষের তালিকা উল্লেখ করা হয়েছে।
  • করলা, সিম, পটল, ঝিঙ্গা, কুমড়া,মুগ ডাল,
  • কলমি, তরই, গাজর, লাউ, মুলা, বেগুন,
  • সীটাফল, শসা, লাল শাক, পুঁইশাক, কচু,
  • মটরশুঁটি, মিষ্টি আলু, পেঁয়াজ, রসুন, টমেটো।
ইত্যাদি বারোমাসি সবজি জাতীয় ফসল আপনার বারোমাসি সবজি চাষের তালিকায় রাখতে পারবেন।

অল্প জায়গায় সবজি চাষ পদ্ধতি

এমন কিছু সবজি রয়েছে  যেগুলো অল্প জায়গার মধ্যে চাষ করা যায়। সে সব সবজি চাষ করার জন্য উর্বর মাটি প্রদত্ত আলো এবং পানির ব্যবস্থা আছে এমন জায়গা নির্বাচন করুন। অল্প জায়গায় সবজি চাষ উপযোগী হয়ে গেলে নিচে দেওয়া তালিকা থেকে পছন্দমত সবজি নির্বাচন করুন। চলুন তাহলে জেনেনি অল্প জায়গায় সবজি চাষ করার জন্য সবজির তালিকা।
মুলা,  টমেটো, গাজর, ধনেপাতা, লাল শাক, কলমি শাক, কচু লতি, লাউ, কুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা, মরিচ ইত্যাদি। 

আগাম সবজি চাষের তালিকা

আপনার এলাকার চাহিদার উপর বিবেচনা করে আপনি আগাম সবজি চাষ করতে পারেন। কিছু আগাম সবজি চাষের তালিকা উল্লেখ করলাম।
লাউ, মিষ্টি  কুমড়া, পেঁপে, করলা, কলা, পালং শাক, শসা, টমেটো, গাজর, কলমি শাক, ঢেঁড়স, কচু, কচু লতি ইত্যাদি সবজি জাতীয় ফসল আগাম সবজি চাষের তালিকা রাখতে পারেন। 

টবে বারোমাসি সবজি চাষ পদ্ধতি ও বারোমাসি সবজির নাম

বর্তমানে জনপ্রিয় হচ্ছে টবে বারোমাসি সবজি চাষ পদ্ধতি। টবে বারোমাসি সবজি চাষের তালিকা তালিকাভুক্ত সবজিগুলো সবচেয়ে বেশি চাষ করা হয়। সুতরাং টবে বারোমাসি সবজি চাষ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হলোঃ

টব নির্বাচন করা
  • সবজির উপর নির্ভর করে টবের আঁকা নির্বাচন করুন। 
  • টবে বারোমাসি সবজি চাষ করার পূর্বে কবে এর নিচে খোদা করে নিন।
  • শক্ত এবং টেকসই টবে বারোমাসি সবজি চাষ চাষ করুন।
  • সূর্যের আলো পায় এমন স্থানে টব রাখুন। 
মাটি প্রস্তুত করা
  • টবে বারোমাসি সবজি চাষ করার জন্য দোআঁশ মাটির জৈব সার ভালোভাবে মিশিয়ে প্রস্তুত করে নিন। 
  • পানি ধরে রাখার জন্য মাটির ঝুরঝুরে রাখুন।
  • মাঝে মাঝে টবের মাটিতে পুষ্টি উপাদান ব্যবহার করুন। 
স্যার এর ব্যবহার 
  • রাসায়নিক সার কম ব্যবহার করুন। 
  • ভার্মি কম্পোস্ট, জৈব সার গোবর সার ব্যবহার করুন।
টবে পানির ব্যবহার 
  • নিয়মিত পরিমাণ পানি দিন 
  • এমনভাবে পানি দিবেন যেন মাটির না শুকিয়ে যায়
  • সকালে কিংবা বিকালে পানি দিন।
টবে বারোমাসি সবজি চাষ করার জন্য কিছু বারোমাসি সবজি চাষের তালিকা দেওয়া হলঃ 
  • শাকসবজিঃ পুঁইশাক, ঢেঁড়স, পালংশাক, লালশাক, শসা, বরবটি, মরিচ, ধনেপাতা, লেবু, পুদিনা ইত্যাদি।
  • ফল জাতীয় সবজিঃ শসা, মিষ্টিকুমড়া, বেগুন, টমেটো, আলু, ব্রকলি, ফুলকপি ইত্যাদি 
উক্ত সবজি গুলো আপনি আপনার নির্বাচিত স্থানে বারোমাসি সবজি চাষের তালিকা হিসাবে টবে বারোমাসি সবজি চাষ করতে পারেন।

গ্রীষ্মকালীন সবজি তালিকা

গ্রীষ্মকালীন সবজি চাষ হয় এরকম সবজি নির্বাচন করা জরুরী। কারণ গ্রীষ্মকালীন সময়ে অতিরিক্ত রোদ এবং তাপমাত্রা সহ্য করতে পারে এমন নির্বাচন করতে হবে। রোদ এবং তাপমাত্রা সহ্য করতে পারে এমন গ্রীষ্মকালীন সবজি তালিকা দেয়া হলোঃ 
ফুলকপি কলা জিঙ্গা আল লাউ পেঁপে মুলা টমেটো বেগুন কলমি ইত্যাদি সবজি আপনি আপনার গ্রীষ্মকালীন সবজি তালিকা ভুক্ত করতে পারেন।

১০টি বর্ষাকালীন সবজির নাম

কিছু মৌসুমী সবজি আছে যা বর্ষা মৌসুমের জন্য উপযোগী সবজি। বর্ষাকালীন সবজি গুলো বৃদ্ধি এবং বাম্পার ফলন হয়। এমন ১০টি বর্ষাকালীন সবজির নাম দেওয়া হলোঃ
  1. লাউ
  2. ঝিঙ্গা
  3. টমেটো
  4. লাউকি
  5. পেঁপে
  6. কলমি
  7. শাক
  8. কচুলতি
  9. বাঁধাকপি 
  10. কদু।

লেখকের শেষ কথা

প্রিয় বন্ধুরা আশা করি আপনি বারোমাসি সবজি চাষ সম্পর্কিত পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন এবং বারোমাসি সবজি চাষের তালিকা ও টবে বারোমাসি সবজি চাষ করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আজকের আর্টিকেলটিতে বারোমাসি সবজি চাষের তালিকা এবং কিভাবে টবে বারোমাসি সবজি চাষ করতে হয় সহ সবজি চাষের সময় সূচি, ১০টি বর্ষাকালীন সবজির নাম ও অল্প জায়গায় সবজি চাষ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আশা করছি উপরে উল্লেখিত বারোমাসি সবজি চাষ এর সকল তথ্য জানতে পেরে আপনারা উপকৃত হবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url