মোটা হওয়ার জন্য প্রতিদিনের খাদ্য তালিকা - মোটা হওয়ার ব্যায়াম

প্রিয় পাঠক  বৃন্দ, শরীরের ওজন বাড়ানো একটি কঠিন কাজ। আপনি কি মোটা হতে চাচ্ছেন? তাহলে মোটা হওয়ার জন্য প্রতিদিনের খাদ্য তালিকা কি কি খাবার রাখবেন বিস্তারিত পড়ুন। আশা করি, আমাদের আর্টিকেলটি আপনার দ্রুত মোটা হওয়ার জন্য সহায়তা করবে।
মোটা হওয়ার জন্য প্রতিদিনের খাদ্য তালিকা

ভূমিকা

আপনারা যারা ওজন বাড়ানো নিয়ে ভাবছেন তাদের জান্য এই পোস্ট। প্রতিদিনের খাদ্য তালিকা কোন গুলো খাবার থাকা প্রয়োজন? মোটা হওয়ার ঘরোয়া উপায়। কি কি খাবার খেলে দ্রুত মোটা হবেন এবং স্থায়ী মোটা হওয়ার কিছু কার্যকরী উপায় সহ বিস্তারিত জানতে পারবেন।

মোটা হওয়ার জন্য প্রতিদিনের খাদ্য তালিকা

মোটা হওয়ার স্বপ্ন প্রত্যেকের থাকে। দ্রুত ওজন বাড়াতে মোটা হওয়ার জন্য প্রতিদিনের খাদ্য তালিকা পরিবর্তন করা খুবই জরুরি। 
  • মোটা হওয়ার জন্য প্রতিদিনের খাদ্য তালিকা ফ্যাটি খাবার যেমন দুধ, ডিম, দই, মিষ্টি ইত্যাদি বেশি করে খান। এসব খাবার দ্রুত ওজন বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
  • আম, দুধ একত্রে মিশিয়ে শ্বেত বানিয়ে খেলে ভালো ফলাফল পাওয়া যায়। নিয়মিত আম ও দুধ খান। দিনে ১ বার ২ টি পাকা আম এবং ১ গ্লাস গরম দুধ খাওয়ার অভ্যাস করেন।
  • পাকা আমের রস, দুধ, দই ভালো ভাবে মিশিয়ে দৈনিক ১ গ্লাস করে খেলে দ্রুত ফলাফল পাওয়া যায়। 
  • ঘুমানোর পূর্বে ০৬ টি ডুমুর ফল এবং ৩০ গ্রাম কিসমিস দুধ বা পানিতে (দুধ হলে ভালো) ভিজিয়ে রাখবেন। উক্ত পানি / দুধ, ডুমুর ফল এবং কিসমিস দুই ভা করে দিনে ২ বার খাবেন। পানি / দুধ, ডুমুর ফল এবং কিসমিসে থাকা ক্যালরি দ্রুত দেহের ওজন বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। 
মোটা হওয়ার জন্য প্রতিদিনের খাদ্য তালিকা মত যদি নিয়মিত খেতে পারেন তাহলে এটি হবে কার্যকারী উপায়।

মোটা হওয়ার ঘরোয়া উপায় কি?

দ্রুত মোটা হতে ঘরোয়া উপায় এর ভুমিকা অতুলনীয়। আপনি ঘরোয়া উপায় তারাতাড়ি মোটা হতে পারবেন। মোটা হওয়ার ঘরোয়া উপায় হলঃ
  • প্রতিদিনের খাবারে উচ্চ ক্যালরি যুক্ত খাবার খান। দৈনিক খাবার মেনুতে অতিরিক্ত ক্যালরি সমৃদ্ধ খাবার (যেমন চিনাবাদাম, মাখন কলা, আলু, চকলেট ইত্যাদি) যোগ করুন যা আপনাকে দ্রুত ওজন করতে সহায়তা করবে। 
  • দৈনিক বেশি পরিমাণে খাবার খাওয়ার চেষ্টা করুন। দৈনিক ৩ বার না খেয়ে ৬ বার অল্প অল্প করে খেতে থাকুন। পেট যেন খালি না থাকে সে দিকে লক্ষ রাকবেন।
  • সময় মত পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন। পর্যাপ্ত ঘুম দ্রুত মোট হতে এবং শরীরের রোগ প্রতি রোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে।

দ্রুত মোটা হওয়ার জন্য সকালে খালি পেটে কি কি খাওয়া প্রয়োজন

মোটা হওয়ার জন্য প্রতিদিনের খাদ্য তালিকা পরিবর্তন করা যেমন জরুরি টিক তেমনি
সকালে খালি পেটে মোটা হওয়ার খাবার খাওয়া জরুরি। সকালে খালি পেটে যে সব খাবার খেলে দ্রুত মোটা হওয়া যায়ঃ 
  • কাঁচা ছোলা, কিসমিস, খেজুর রাতে ভিজিয়ে রেখে পানি সহ ছোলা, কিসমিস খেজুর খালি পেটে খান। শরীরে দ্রুত শক্তি বৃদ্ধি করে এবং ওজন বাড়াতে সাহায্য করে।
  • দৈনিক সকালে যদি এক গ্লাস দুধ খাওয়া যায় তাহলে ভালো ফলাফল মিলে। দুধে থাকা ক্যালসিয়াম হাড় শক্ত ও মজবুত করতে এবং দ্রুত মোটা হওয়ার জন্য ভুমিকা অপরিসীম।
  • সকালে খালি পেটে নিয়মিত সিদ্ধ ডিম খাওয়ার অভ্যাস করতে পারেন। ডিম আপনার চোখের স্বাস্থ্য ভালো রাখবে, ত্বক উজ্জীবিত করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। মোটা হওয়ার জন্য প্রতিদিনের খাদ্য তালিকা মতো দ্রুত মোটা হতে সহাযতা করবে।

দ্রুত মোটা হওয়ার খাদ্য তালিকা

দ্রুত মোটা হওয়ার জন্য, মোটা হতে চাই তাহলে সুষম স্বাস্থ্যকর খাদ্য, প্রোটিন যুক্ত, পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য এসব খাবার রেখে দ্রুত মোটা হওয়ার খাদ্য তালিকা তৈরি করা গুরুত্বপূর্ণ। যে খাদ্যগুলো আপনার দৈনিক খাদ্য তালিকায় রাখলে আপনাকে সঠিক এবং সুরক্ষিতভাবে দ্রুত মোটা হতে সাহায্য করবে:

দ্রুত মোটা হওয়ার প্রোটিন যুক্ত খাদ্য তালিকা

দ্রুত মোটা হতে মাছের খাদ্য তালিকা: স্যালমোন মাছ, টুনা মাছ, মাকরেল মাছ, সার্ডিন মাছ, হ্যালিবাট, ট্রাউট ইত্যাদি সামুদ্রিক মাছ।
দ্রুত মোটা হতে গোস্ত তালিকা: হাঁসের গোশ, গরুর গোশ, দেশি মুরগির গোস, খাসির গোশ, ভেড়ার গোস, ইত্যাদি প্রোটিন সমৃদ্ধ খাবার।

দ্রুত মোটা হতে কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য তালিকা

পান্তা ভাত, সাদা ভাত, আলু,ব্রেড, পোলাও ভাত, ব্রাউন রাইস, মিষ্টি আলু, ইয়ারাম ইত্যাদি।

দ্রুত মোটা হতে চর্বি জাতীয় খাদ্য তালিকা

চিয়া সিড, ডিম, বাদাম, এভোকাডো, আলমন্ড, ওয়াল নাটস, অলিভ অয়েল, কোকোনাট অয়েল, ডেইরি, মটর, পেস্তা বাদাম ইত্যাদি।

দ্রুত মোটা হওয়ার দুধ জাতীয় খাদ্য তালিকা

গরম দুধ, দই, গ্রিক ইয়োগার্ট, চিজ, কেসিন পাউডার, মিল্ক সেক, দুগ্ধ পাউডার ইত্যাদি।
এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পানি প্রতিদিন প্রচুর পরিমাণে খাওয়া দ্রুত মোটা হওয়ার খাদ্য তালিকার সবচেয়ে কার্যকরী তরল জাতীয় পদার্থ।

রোগা থেকে মোটা হওয়ার উপায় কি?

আপনি রোগা শরীর নিয়ে চিন্তায় আছেন। মোটা হচ্ছেন না রোগা লাগে দেখতে। কি ভাবে দ্রুত মোটা হবেন তা নিয়ে আপনাদের জন্যই লিখতে বসেছি। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন, মোটা হওয়ার জন্য প্রতিদিনের খাদ্য তালিকা কোন কোন খাবার রাখবেন।
রোগা থেকে মোটা কার্যকারি উপায় হলো lifestyle পরিবর্তন করা। বেশি পরিমাণে উচ্চ ক্যালরি যুক্ত খাবার খান। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন।

দ্রুত মোটা হতে খেজুর খান

অনেকর প্রশ্ন, খেজুর খেলে কি মোটা হওয়া যায়? উত্তর  জি।
দ্রুত শরীরের ওজন বাড়াতে খেজুর ভুমিকা রাখে। খেজুরে থাকা ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম হাড় শক্ত ও মজবুত করতে সহায়তা করে। শরীরের নতুন রক্ত তৈরি করতে সাহায্য করে খেজুর। 

দ্রুত মোটা হওয়ার ব্যায়াম

মোটা হওয়ার জন্য প্রতিদিনের খাদ্য তালিকা পরিবর্তন করে দ্রুত মোটা হচ্ছেন কিন্তু শরীরের ফিটনেস থাকে না। নিয়মিত ব্যায়াম করলে শরীর, স্বাস্থ্য, মন সব কিছু সুস্থ থাকে। প্রতিদিন সকালে বা বিকালে ব্যায়াম করার সময় বেছে নিন। ৩০ মিনিট ব্যায়াম করার চেষ্টা করুন। প্রথম দিন থেকে পুরো ৩০ মিনিট না করা ভালো। দিন দিন ব্যায়ামের সময় বৃদ্ধি করবেন।

নিয়মিত ব্যায়াম করলে স্থায়ী মোটা হওয়া সম্ভব। ব্যায়াম করার সময় পর্যাপ্ত পরিমাণে উচ্চ ক্যালরি যুক্ত খাবার, প্রোটিন এবং কার্বোহাইড্রেডযুক্ত খাবার খাবেন। ছেলেদের যেমন ব্যায়াম করার প্রয়োজন তেমনি মোটা হওয়ার জন্য মেয়েদের ব্যায়াম করা প্রয়োজন। মেয়েদের মোটা হওয়ার ব্যায়াম আলাদা কোনো কিছু না ব্যায়াম সবার প্রায় এক রকম। তবে ক্ষেত্র বিশেষে আলাদা হতে পারে।

মেয়েদের মোটা হওয়ার ব্যায়াম

মেয়েদের মোটা হওয়ার ক্ষেত্রে তাদের একটি ব্যায়াম রুটিন করা গুরুত্বপূর্ণ, যা নিয়মিত করার ফলে মাংসপেশি গঠনে, শারীরিক শক্তি বৃদ্ধির, এবং সুস্থ ওজন বা মোটা হওয়ার জন্য কার্যকারী। নিচে মেয়েদের মোটা হতে মেয়েদের মোটা হওয়ার ব্যায়াম দেওয়া হল:

মোটা হওয়ার ব্যায়াম শুরু করার পূর্বে শারীরিক তাপমাত্রা বা শরীর থেকে চিকন ঘাম করা গুরুত্বপূর্ণ।কারণ যে কোন ব্যায়াম মাংসপেশী এবং বিভিন্ন রগ এর সাথে সম্পৃক্ত, সেগুলো না করলে মাংসপেশি বা রগ টান ধরতে পারে।
  • মেয়েদের মোটা হওয়ার স্কোয়াটস ব্যায়াম: মেয়েদের স্কোয়াটস ব্যায়ামটি দুই পা কাঁধ সমান রেখে দাড়ানোর পর বসা এবং উঠা এরকম আপনি যতক্ষণ করতে পারবেন। এই ব্যায়ামগুলো উরু এবং পেছনের মাংসপেশীর বৃদ্ধি করে।
  • মেয়েদের মোটা হওয়ার লাঙ্গেস ব্যায়াম: মেয়েদের লাঙ্গেস ব্যায়াম এক পা সামনে রেখে পিছনের পা নিচু করে আবার উপরে উঠা। দুই পা সমানভাবে করতে হবে।
  • মেয়েদের মোটা হওয়ার ডেড-লিফট ব্যায়াম: শুয়ে দুই হাত দিয়ে দুটি ডাম্বেল বা বাড়বে নিয়ে পা সোজা করে হাত উপরে তোলা এবং নামানো এইভাবে করুন।
  • মেয়েদের মোটা হওয়ার পুশ আপ ব্যায়াম: হাতের তালু সবগুলো আঙ্গুল ছড়িয়ে ফ্লোরে বা মাটিতে বসিয়ে এবং পায়ের আঙ্গুলের উপর শরীরের ভর রেখে কোমর এর উপরের অংশ উপরে ওঠা, নিচে নামানো।
  • মেয়েদের মোটা হওয়া সিট আপ ব্যায়াম: আকাশের দিকে মুখ রেখে শুয়ে হাটু ভাজ করে, দুহাত মাথার নিচে রেখে পেটের উপর ভর করে উপরে উঠে থুতনি হাটুতে লাগিয়ে আবার শুয়ে পড়া এইভাবে যতক্ষণ পারেন করুন।
  • মেয়েদের মোটা হওয়ার বেঞ্চ প্রেস ব্যায়াম: বেঞ্চের উপর শুয়ে হাতে বারবেল নিয়ে বুক বরাবর হাত সোজা রেখে উপরে উঠানো এবং নামানো।
  • মেয়েদের মোটা হওয়ার বেন্ট ওভার লো ব্যায়াম: বেন্ট ওভার লো ব্যায়াম সামনের দিকে নিচু হয়ে ডাম্বেল বুকের দিকে টেনে উঠা েএবং নামানো।

মোটা হলে সুবিধা অসুবিধা কি কি?

মোটা হওয়া যেমন স্বাস্থ্যের ঝুঁকির কারন তেমন স্বাভাবিক এর তুলনায় ওজন কম হলে স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ।

মোটা হওয়ার সুবিধা সমূহঃ
  • মোটা ব্যাক্তি সবচেয়ে বেশি সুখি হয়
  • খাবারের কোনো চিন্তা করে না
  • তাদের রুচি নিয়ে আত্মবিশ্বাস থাকে
মোটা হওয়ার অসুবিধা সমূহঃ
  • চলাচল করতে অস্থিরতা 
  • নিশ্বাসে কষ্ট হওয়া
  • অল্প কাজে হাঁপিয়ে যাওয়ার
  • বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া 
  • হৃদরোগ, ডায়াবেটিস এ সব রোগের স্বীকার 

উপসংহার

প্রিয় পাঠক, আশা করি উক্ত আর্টিকেলটির জানতে পেরেছেন মোটা হওয়ার জন্য প্রতিদিনের খাদ্য তালিকা। ঘরোয়া প্রাকৃতিক উপায়ে মোটা হওয়ার খাবার। কোনো পার্শ-প্রতিক্রিয়া ছাড়ায়। আপনি যদি পুরো পোস্টটি পড়ে থাকেন তাহলে উপকৃত হবেন ইনশাআল্লাহ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url