অতিরিক্ত সাদা স্রাব কেন হয় - সাদা স্রাব হলে কি বাচ্চা হয়

অনেক মেয়েরা জানতে চাই অতিরিক্ত সাদা স্রাব কেন হয়? যেহেতু অনেক মেয়েদের সমস্যা থাকে সাদা স্রাব যদি সেটি অতিরিক্ত হয় তাহলে অতিরিক্ত সাদা স্রাব কেন হয়? এর কারণ সম্পর্কে আগে আমাদের জানতে হবে। আপনাদের সুবিধার্থে অতিরিক্ত সাদা স্রাব কেন হয়? সাদা স্রাব হলে কি বাচ্চা হয়? তা বিস্তারিত আলোচনা করা হবে।

তাহলে চলুন দেরি না করে ঝটপট অতিরিক্ত সাদা স্রাব কেন হয়? এর কারণ এবং সাদা স্রাব হলে কি বাচ্চা হয়? সম্পর্কে জেনে নেওয়া যাক। উক্ত বিষয়টি জানতে হলে আপনাকে সম্পূর্ণ আর্টিকেল শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে।

সূচিপত্রঃপ্রিয় বন্ধুরা, আমরা এই পোস্টের মাধ্যেমে জানবো অতিরিক্ত সাদা স্রাব কেন হয় - সাদা স্রাব হলে কি বাচ্চা হয় সম্পর্কে সকল তথ্য।

অতিরিক্ত সাদা স্রাব কেন হয়?

বিশেষ করে মহিলারা সাদাস্রাব এর সাথে সম্পর্কিত। শরীর বৃত্তীয় বা জীবনশৈলী সংক্রান্ত কারণে এটি হয়ে থাকে। তবে সাদাস্রাব হলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে দুশ্চিন্তার কারণ হতে পারে যখন অতিরিক্ত পরিমাণে সাদা স্রাব হয়ে থাকে। সেই জন্য প্রথমে আমাদেরকে অতিরিক্ত সাদা স্রাব কেন হয়? এর কারণ সম্পর্কে জানতে হবে। অতিরিক্ত সাদা স্রাব কেন হয়? এর কারণ নিচে উল্লেখ করা হলো।

আরো পড়ুনঃ দ্রুত পেটের গ্যাস কমানোর ঘরোয়া উপায় বিস্তারিত জানুন

অতিরিক্ত সাদা স্রাব হওয়ার ২০টি কারন

অতিরিক্ত সাদা স্রাব কেন হয়? এর কারণগুলো নিচে উল্লেখ করা হলোঃ

১। পুষ্টির অভাব ভুল জীবনযাত্রা এবং অতিরিক্ত পরিমাণে পরিশ্রম করার ফলে অতিরিক্ত সাদা স্রাব হওয়ার সম্ভাবনা রয়েছে।

২। অতিরিক্ত পরিশ্রম করার ফলে এবং সেই অনুযায়ী বিশ্রাম না নেওয়ার কারণে অতিরিক্ত পরিমাণে সাদাস্রাব নির্গত হয়ে থাকে।

৩। আমরা জানি যে মহিলারা সাধারণত বিয়ের পরে যেন গর্ভধারণ না হয়ে যায় সাধারণত সেই জন্য গর্ব নিয়ন্ত্রণ ওষুধ খেয়ে থাকেন। যারা নিয়মিত এ ধরনের ওষুধ খেয়ে থাকে তাদের এ ধরনের সমস্যা গুলো দেখা দিতে পারে।

৪। অপরিচ্ছন্ন এবং স্যাঁতস্যাঁতে পরিবেশে বসবাস করার কারণে অতিরিক্ত পরিমাণে সাদা স্রাব হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

৫। পিরিয়ডের সময় এক স্যানিটারি ন্যাপকিন দীর্ঘক্ষণ ধরে ব্যবহার করার কারণে মহিলাদের অতিরিক্ত পরিমাণে সাদা স্রাব হতে পারে।

৬। মাসিক চক্র শুরু হওয়ার মাঝামাঝি সময়ে অন্ত্রের কারণে সাদাস্রাব এর পরিমাণ বৃদ্ধি পায়।

৭। গর্ভাবস্থায় যদি হঠাৎ পরিবর্তন জনিত কারণে হরমোন এর পরিমাণ কম বেশি হয় তাহলে অতিরিক্ত সাদা স্রাব হতে পারে।

৮। অনেক সময় হরমোনের ভারসাম্যহীনতার কারণে অতিরিক্ত সাদা স্রাব হয়ে থাকে। যেমন এস্ট্রোজেন অথবা প্রজেস্টেরন এর ভারসাম্যহীনতার পরিবর্তনের কারণে হতে পারে।

৯। যদি কোন মহিলার মানসিক চাপ অথবা উদ্বেগ বৃদ্ধি পায় তাহলে হরমোনের পরিবর্তন দেখা যায়। এর ফলে অতিরিক্ত সাদা স্রাব হওয়ার কারণ হতে পারে।

১০। অতিরিক্ত সাদা স্রাব খুব বেশি যৌন উত্তেজনার কারণেও হয়ে থাকে।

১১। অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে শরীরের প্রয়োজনীয় ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয়ে যায়। এর ফলে অতিরিক্ত সাদা স্রাব হওয়ার সম্ভাবনা থাকে।

১২। অতিরিক্ত সাদা স্রাব যোনির ইনফেকশন এর কারণে হয়। যদি জমিতে ক্ষতিকর সংক্রমণ যেমন ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস অথবা ক্যান্ডিডিয়ার কারণে সাদাস্রাব অস্বাভাবিক হয় বা বৃদ্ধি পায়।

১৩। অতিরিক্ত সাদা স্রাবের আরেকটি কারণ অরনিয়ন্ত্রিত ডায়াবেটিস। ডায়াবেটিস এর মাত্রা বেশি হলে সাদা স্রাব বেশি হতে পারে।

১৪। অতিরিক্ত সাদা স্রাব হয় কারণ সাধারণত যোনিতে যখন কেমিক্যাল পণ্য বা সাবান ব্যবহার করা হয় তখন অ্যালার্জির কারণ ও প্রতিক্রিয়া বৃদ্ধি পায়। এর ফলে অতিরিক্ত সাদা স্রাব হয়ে থাকে।

১৫। মহিলার বয়স বৃদ্ধির সাথে সাথে সাদাস্রাবের পরিমাণ কিছুটা কম বা বেশি হওয়ার সম্ভাবনা থাকে।

১৬। যৌনবাহিত কিছু রোগ যেমন গনোরিয়া, ক্ল্যামিডিয়া ইত্যাদির কারণেও অতিরিক্ত সাদা স্রাব হতে পারে।

১৭। মাসিক বা পিরিয়ড শুরুর আগে সাদাস্রাবের পরিমাণ স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়।

১৮। যদি পানির পরিমাণ কম খাওয়া হয় তাহলে দেহের প্রয়োজনীয় তরলের ভারসাম্য নষ্ট হয় ফলে অতিরিক্ত সাদা স্রাবের কারণ হতে পারে।

১৯। অতিরিক্ত সাদা স্রাব হতে পারে যদি যোনিতে আঘাত জনিত কারণে ছিড়ে যায় অথবা ময়লা থাকলে।

২০। অতিরিক্ত সাদা স্রাব হওয়ার আরো কারণ হচ্ছে গ্যাস্ট্রোইনটেস্টিনাল বা পেটের সমস্যা, অতিরিক্ত ওজন বৃদ্ধি, বেশি সময় ধরে একই স্থানে একই অবস্থায় বসে থাকলে এ সমস্যা হতে পারে।

দুধের মতো সাদা স্রাব কেন হয়?

মহিলারা জানে যে সাদাস্রাব বিভিন্ন রকমের হয়ে থাকে। কারো স্বাভাবিক সাধারণের হয়ে থাকে আবার কারো দুধের মত সাদা হয়ে থাকে। কারো সাদাস্রাবের সাথে দানাদানা স্রাব বের হয় আবার কারো সাদাস্রাব পাতলা পানির মত হয়ে বের হয়। সাদা স্রাব যেরকমই হোক না কেন এর কারণ হলো মূত্র যোনি বা জড়াই ছত্রাক ইনফেকশন অথবা ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হয়ে থাকে।

সাধারণত যাদের সাদা স্রাব দুধের মত সাদা হয়ে থাকে তারা দুধের মতো সাদা স্রাব কেন হয়? এর কারণ জানতে চাই। দুধের মতো সাদা স্রাব কেন হয়? এর কারণগুলো নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হলো।

মানসিক অশান্তি - সাধারণত মানুষের মনের ভেতরে যখন ভালো থাকে না তখন একজন মানুষের শরীর ভালো থাকে না। শরীর ভালো থাকার অন্যতম প্রধান হাতিয়ার হল মন ভালো রাখা। মানসিক অশান্তি থাকলে মেয়েদের সাদা স্রাব হয়ে থাকে এবং এই সাদাস্রাব দুধের মত সাদা হয়ে থাকে।

পুষ্টি জনিত অভাবের কারণে - একজন মহিলার অতিরিক্ত পরিমাণে সাদাস্রাব হওয়ার অন্যতম একটি কারণ হলো পুষ্টি জনিত অভাব। তাই আমাদেরকে আমাদের শরীর থেকে পুষ্টি জনিত অভাব দূর করতে হবে যদি আমরা অতিরিক্ত সাদা স্রাব বন্ধ করতে চাই।

অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করা - অতিরিক্ত পরিমাণে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করার ফলে আমাদেরকে অতিরিক্ত সাদাস্রাব এর সমস্যায় পড়তে হয়। যদি অতিরিক্ত পরিমাণে সাদা স্রাব হয় তাহলে এর রং দুধের মত সাদা হয়ে থাকে।

সাদা স্রাব হলে কি বাচ্চা হয়?

অনেকেই প্রশ্ন করে থাকে সাদা স্রাব হলে কি বাচ্চা হয়? বিশেষ করে যাদের গর্ভাবস্থায় সাদা স্রাব হয়ে থাকে সাধারণত তারা সাদা স্রাব হলে কি বাচ্চা হয়? কিনা? এ ধরনের প্রশ্ন করে থাকে। ইতিমধ্যেই আমরা অতিরিক্ত সাদা স্রাব কেন হয়? এ বিষয়টি জেনেছি। গর্ভবতী মহিলারা জানে যে গর্ব অবস্থায় প্রায়ই সকল মহিলার সাদাস্রাবের পরিমাণ বেড়ে যায়।

অতিরিক্ত পরিমাণে সাদা স্রাব এর পরিমাণ বেড়ে যাওয়ার কারণে জীবাণুকে যোনির পথ বা মাসিকের রাস্তা থেকে জড়ায়ুতে আসতে বাধা দেই। গর্ভাবস্থায় যোনিপথে ফাঙ্গাস ইনফেকশন হলে অস্বাভাবিক ধরনের সাদাস্রাব হতে পারে। অতিরিক্ত পরিমাণে সাদাস্রাব যাওয়া। এই সাদা স্রাব দেখতে দুধ অথবা পনির মত এবং চাকা চাকা হয়।

গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন বা যোনি সংক্রমণের কারণে সাদাস্রাব এর পরিমাণ বৃদ্ধি পেতে পারে অথবা কমে যেতে পারে। বেশিরভাগ মহিলার পিরিয়ড চলাকালীন অবস্থায় অনেক ধরনের সাদাস্রাব হয়ে থাকে। যে সকল মহিলারা মনে করে সাদাস্রাব হলে বাচ্চা হয় না সাধারণত ভুল ধারণা। বিজ্ঞান ভিত্তিক ধারণা অনুযায়ী এ কথার কোন দাম নেই।

সাদা স্রাব যদি হয় তাহলে কি বাচ্চা হয় সঠিক তথ্য

সাদা স্রাব হওয়া মানে প্রজনন ক্ষমতা অথবা গর্ভধারণের খারাপ বা ভালো সংকেত এমন নয়।এমনকি সাদা স্রাব হলে বাচ্চা না হওয়ার সম্ভাবনাও সাদা স্রাব নির্দেশ করে না। তবে কিছু গবেষণায় গবেষকদের মতে, স্বাভাবিক সাদা স্রাব প্রজনন ক্ষমতা বা বাচ্চা হওয়ার স্বাভাবিক কাজের অংশবিশেষ হতে পারে।

সাদা স্রাব অথবা যৌনি স্রাব এটি সকল নারীদের শরীরের একটি প্রাকৃতিক অংশ। সাদা স্রাব সাধারণত যৌনি থেকে নির্গত হয়। সাধারণত সাধারণের হয় যা সঠিক ও নির্ধারিত সময় হয়ে থাকে।এটি নারী দেহের স্বাস্থ্যকর অবস্থার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণত নারীদের মাসিক চক্রের বিভিন্ন পর্যায়ে হয়। তবে সাদা স্রাব প্রজনন ক্ষমতা বা বাচ্চা হওয়ার সাথে সরাসরি সম্পর্কিত না।

সাদা স্রাব যদি স্বাভাবিক নির্গত হয় এবং দুর্গন্ধ না ছড়ায় তাহলে এটি স্বাভাবিক এবং প্রাকৃতিক বলা হয়। তবে যদি অস্বস্তিকর বন্ধ হলুদ ও বা সবুজ রঙের হয় তাহলে শরীরের কোন সংক্রমণ অথবা ওর শারীরিক কোন সমস্যার লক্ষণ হতে পারে। যার ফলে চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।

অতিরিক্ত সাদা স্রাব হলে করণীয়

মেয়েদের যে সকল কমন সমস্যা রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো সাদাস্রাব। অতিরিক্ত সাদা স্রাব হলে করণীয় সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা রাখতে হবে। আমরা ইতিমধ্যে অতিরিক্ত সাদা স্রাব কেন হয়? এ বিষয়ে সম্পর্কে জেনেছি। এই সমস্যাটি বেশিরভাগ কিশোর কিশোরীদের মধ্যে দেখা যায়। যদি এটি স্বাভাবিক পরিমাণ হয় তাহলে এটি কোন ক্ষতির কারণ নাই তবে যদি অতিরিক্ত পরিমাণে হয় তাহলে অনেক সময় এটি আমাদের শরীরের ক্ষতি করে থাকে।

আরো পড়ুনঃ বাচ্চাদের জ্বর কমানোর ঘরোয়া উপায়-২০২৪ বিস্তারিত জানুন

১। আমরা জানি যে অতিরিক্ত পরিমাণে যদি সাদা স্রাব হয় তাহলে শরীর দুর্বল হয়ে পড়ে। সব ধরনের রং বিভিন্ন রকমের হতে পারে। মেয়েদের যোনি চুলকানির সাথে ঘন সাদাস্রাব সংক্রমণের কারণে হয়ে থাকে। যদি সাদাস্রাব অতিরিক্ত পরিমাণে হয় তাহলে আপনাকে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অতিরিক্ত সাদা স্রাব হলে করণীয় গুলোর নিচে উল্লেখ করা হলো।

২। যদি অতিরিক্ত পরিমাণে সাদা স্রাব হয় তাহলে এই সমস্যার সমাধানের জন্য মেথির বীজ কার্যকরী ভূমিকা রাখবে। আধা গ্লাস পানির সাথে কিছুটা মেথি সিদ্ধ করে ভালোভাবে ঠান্ডা করে এরপরে পানিগুলোকে পান করতে হবে।

৩। ঢেঁড়স সাদা স্রাবের সমস্যা দূর করতে কার্যকরী ভূমিকা রাখে। এর জন্য কয়েকটি ঢেঁড়স পানিতে সেদ্ধ করে সেগুলোকে ভালোভাবে চটকে খেতে হবে।

৪। অতিরিক্ত পরিমাণে সাদা স্রাব এর সমস্যা দূর করার জন্য ধনিয়া কার্যকরী ভূমিকা রাখে। প্রথমে ধনিয়া পাতা কে ভালোভাবে পানিতে ভিজিয়ে রাখতে হবে এরপরে সকালে পানিটা ছেকে খালি পেটে শুধু পানি পান করতে হবে।

৫। পেয়ারা পাতা অতিরিক্ত পরিমাণে সাদা স্রাব এর পাশাপাশি চুলকানির সমস্যা দূর করতে কার্যকরী ভূমিকা রাখে। পেয়ারা পাতা ভালোভাবে কিছু পানির সাথে মিশিয়ে নিতে হবে, এরপরে শুধু পানিগুলোকে পান করতে হবে।

সাদা স্রাব হলে কি ক্ষতি হয়?

প্রতিটি মেয়ের জীবনে বেশ কিছু পরিবর্তন হয় যা প্রাকৃতিকভাবে হয়ে থাকে যেমন সাদা স্রাব একটি। কিন্তু এই সাদা স্রাব যদি অতিরিক্ত পরিমাণে হয়ে থাকে তাহলে এটি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সাদা স্রাব হলে কি ক্ষতি হয়? এই সম্পর্কে জেনে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাদা স্রাব হলে মেয়েদের প্রসাব করার সময় তলপেটে চিন চিন ব্যাথা হয়।

প্রসাব করার সময় হঠাৎ করেই অনেকগুলো সাদাস্রাব বের হয়ে যায়। সামান্য পরিমাণে সাদাস্রাব হওয়া স্বাভাবিক কিন্তু অতিরিক্ত পরিমাণে যদি এটি হয়ে থাকে তাহলে অনেক সময় আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তখন এর উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

সাদাস্রাব এর বিভিন্ন ধরনের জীবাণু থাকে। এ ছাড়া এর মধ্যে ছত্রাক রয়েছে রয়েছে ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন রকমের জীবাণু। অনেক সময় আবার দু-তিন ধরনের জীবাণু একত্র হয়েও ইনফেকশন করে। তবে ঘাবড়ানোর কিছু নেই। সমস্যা থাকলে তো সমাধানও থাকবে। আসল কথা হলো সচেতনতা। অতিরিক্ত পরিমাণে জীবাণু হওয়ার কারণে যোনিপথ চুলকায় এবং দুর্গন্ধ হতে পারে।

পুরুষের সাদা স্রাব কেন হয়?

অনেকেই প্রশ্ন করে থাকে পুরুষের সাদা স্রাব কেন হয়? আপনারা যারা মনে করেন পুরুষের সাদাস্রাব হয় সাধারণত এটি ভুল ধারণা। পুরুষের সাদাস্রাব হয় না। পুরুষের যেটি হয় সেটি হল বেশি উত্তেজনা হলে এক ধরনের পিচ্ছিল পদার্থ বের হয় এই পদার্থগুলো স্বপ্নদোষ হলে বের হয়ে থাকে যাকে আমরা বীর্য বলে থাকি।

মাসিকের আগে সাদা স্রাব হয় কেন?

অনেক মহিলাদের প্রশ্ন থাকে মাসিকের আগে সাদা স্রাব হয় কেন? সাধারণত তাদের সকল প্রশ্নের উত্তর আজকের এই আর্টিকেলে দেওয়ার চেষ্টা করেছি। নিচে মাসিকের আগে সাদা স্রাব হয় কেন? এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

  • ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস
  • জন্ম নিয়ন্ত্রণ ওষুধ
  • প্রজনন ব্যবস্থার স্বাভাবিক কার্যকারিতা
  • গর্ভাবস্থা
  • সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন

ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস -  ব্যাকটেরিয়াল একটি সংক্রমণ যা ঘটে যখন যোনিতে ব্যাকটেরিয়ার স্বাভাবিক ভারসাম্য পরিবর্তন হয়। কারণটি অজানা, ধূমপান, গোসল এবং একাধিক যৌন সঙ্গীর সাথে সম্পর্কিত।

জন্ম নিয়ন্ত্রণ ওষুধ - জন্ম নিয়ন্ত্রণ আপনার হরমোনের মাত্রা পরিবর্তন করে, যার ফলে স্রাব বেড়ে যেতে পারে। এটি হরমোনের জন্ম নিয়ন্ত্রণের একটি স্বাভাবিক পার্শ্বপ্রতিক্রিয়া। সাধারণত এই কারণে মাসিকের আগে সাদাস্রাব হয়ে থাকে।

প্রজনন ব্যবস্থার স্বাভাবিক কার্যকারিতা - মাসিকের আগে সাদা স্রাব মাসিক চক্রের একটি স্বাভাবিক অংশ। চক্রের এই পর্যায়ে স্বাভাবিক স্রাবকে কখনও কখনও ডিমের মতো শ্লেষ্মা বলা হয় কারণ এটির পাতলা, প্রসারিত এবং পিচ্ছিল গঠন।

আরো পড়ুনঃ রক্তে গ্লুকোজের মাত্রা ও ডায়াবেটিস কমানোর প্রাকৃতিক উপায়

গর্ভাবস্থা - মাসিক হওয়ার আগে স্রাব গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণ হতে পারে। গর্ভাবস্থার স্রাব আপনার মাসিক চক্রের শুধুমাত্র অংশ স্রাব ছাড়া বলা কঠিন, তবে এটি সাধারণত স্বাভাবিক স্রাবের চেয়ে ঘন হয়।

সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন এর কারণে - গনোরিয়া, ক্ল্যামাইডিয়া এবং ট্রাইকোমোনাস হল STI গুলি যা স্রাবের কারণ হতে পারে। আপনার যদি গনোরিয়া বা ক্ল্যামাইডিয়া থাকে তবে স্রাবটি হলুদ এবং আরও পুষ্পযুক্ত হবে।

সাদা স্রাব সম্পর্কে প্রশ্ন ও উত্তর

বাচ্চা পেটে আসলে সাদা স্রাব কেমন হয়?

সাদা স্রাব অথবা যৌনী স্রাব একে চিকিৎসায় লিউকোরিয়া বলা হয়। সাধারণত গর্ভাবস্থায় সাদা স্রাব সাধারণ বিষয়। সাধারণত দুধের মত সাদা, পাতলা ও মৃদু গন্ধযুক্ত হয়। এই ধরনের স্রাব গুলো ইস্ট্রোজেন এর উৎপাদন বৃদ্ধি জন্য এবং যৌনির অতিরিক্ত রক্ত প্রবাহ দিয়ে সৃষ্টি হয়ে থাকে। সাদা স্রাবের প্রাথমিক ও মূল কাজ হলো যৌনিপথ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ক্ষতিকর সংক্রমণ মুক্ত করা।

ঘন সাদা স্রাব কি গর্ভবতী হতে পারে?

অস্বাভাবিক সাদা স্রাব বা মিউকাস শুক্রাণুকে জরায়ুতে প্রবেশের বাধা সৃষ্টি করে। অনেকে মনে করে সাধারণত এই সমস্যাটি বন্ধ্যাত্বের একটি প্রধান কারণ হতে পারে। যার সংখ্যা খুবই কম। যদিও বন্ধ হাতের এটি প্রধান কারণ নয় বরং এ প্রক্রিয়াটি জরায়ুর ক্ষতিকর সংক্রমণ ও বিভিন্ন স্বাস্থ্য সমস্যার লক্ষণ প্রদান করে।

পিরিয়ডের আগে সাদা স্রাব দেখতে কেমন হয়?

সাধারণত পিরিয়ড শুরু আগের সাদাস্রাব দেখতে স্বাভাবিক সাদা, আঠালো, পিচ্ছিল, মিউকাস জাতীয় পদার্থ হয়। কিছু নির্দিষ্ট ধরনের সাদা স্রাব দেহের অন্তর্নিহিত কিছু স্বাস্থ্য সমস্যা ও ক্ষতিকর সংক্রমণের নির্দেশ দেয়।

কোন স্রাব গর্ভবতী হওয়ার লক্ষণ?

সাধারণত গর্ভাবস্থায় সাদা স্রাব এর রং, গঠন, আয়তন, এবং গন্ধে পরিবর্তন হয়। সাদা স্রাব সাধারণত পরিষ্কার এবং সাদা দুর্গন্ধ মুক্ত হয়ে থাকে। যদি সাদাস্রাবের রং পরিবর্তন হয়ে সবুজ বা হলুদ বর্ণ ধারণ করে তাহলে সংক্রমণ ও শারীরিক সমস্যা লক্ষণ হতে পারে। তবে গর্ভাবস্থায় প্রথম দিকে সাদা স্রাবের বৃদ্ধি একটি কারণ।

কি খেলে সাদাস্রাব ভালো হয়?

যদি সাদা স্রাব ভালো করতে চান তাহলে কিছু ঘরোয়া উপায় মেনে চলতে হবে যেমন:

  • প্রতিদিন কাচা অবস্থায় টমেটো খান।
  • পেঁয়াজের রস ও মধু চা চামচ একত্রে মিশিয়ে সকাল সন্ধ্যা পান করুন।
  • পানির সাথে জিরে বাটা মিশিয়ে পান করুন। সাদা স্রাবের জন্য অনেক উপকারী।
  • সাদা স্রাব ভালো করতে একমাস আমলকির রস ও মধু খাওয়া শুরু করুন। এর ফলে সাদাস্রাব দ্রুত ভালো হবে।

আমাদের শেষ কথাঃ অতিরিক্ত সাদা স্রাব কেন হয় - সাদা স্রাব হলে কি বাচ্চা হয়

প্রিয় পাঠক গণ আজকের এই আর্টিকেলে মাসিকের আগে সাদা স্রাব হয় কেন? পুরুষের সাদা স্রাব কেন হয়? সাদা স্রাব হলে কি ক্ষতি হয়? অতিরিক্ত সাদা স্রাব হলে করণীয়, সাদা স্রাব হলে কি বাচ্চা হয়? দুধের মতো সাদা স্রাব কেন হয়? অতিরিক্ত সাদা স্রাব কেন হয়? বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে আশা করে রক্ত বিষয় গুলো জানতে পেরেছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url