মডেম কি - মডেমের কাজ কি

মডেম কি ধরনের ডিভাইস আপনি জানেন কি? আমরা সকলেই মডেমের নাম শুনেছি কিন্তু যদি মডেম কি ধরনের ডিভাইস এবং মডেমের কাজ কি তা যদি না জেনে থাকেন তবে এই পোস্টটি আপনার জন্য। এই পোস্টে মডেম কি ধরনের ডিভাইস সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সুতরাং পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।
মডেম কি মডেমের কাজ কি
কম্পিউটার বা ল্যাপটপে আপনারা কম বেশি সকলেই মডেম ব্যবহার করতে দেখেছেন। কিন্তু মডেম কি ধরনের ডিভাইস, মডেমের কাজ কি সে সম্পর্কে অনেকেরই ধারণা স্পষ্ট নয়। তাই আজ এই পোস্টে মডেম কি সে সম্পর্কে তথ্যবহুল আলোচনা করব।

পোস্ট সূচিপত্র - মডেম কি - মডেমের কাজ কি জেনে নিন

মডেম কি ধরনের ডিভাইস

মডেম হলো মূলত একটি ইনপুট ও আউটপুট ডিভাইস যার মাধ্যমে আমরা এনালগ সিগনালকে ডিজিটাল সিগনালে রূপান্তরিত করতে পারি। আপনি চাইলে মডেমে উপযুক্ত সিম ব্যবহার করে ইন্টারনেট চালাতে পারবেন। আসলে মডেম হলো অত্যন্ত দ্রুতগামী কমিউনিকেশন ডিভাইস যার মাধ্যমে আপনি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে টেলিফোন নেটওয়ার্ক ব্যবহার করে কম সময়ে তথ্য আদান প্রদান করতে পারবেন।
মডেমের পূর্ণরূপ হলো Modulator-De-Modulator. অর্থাৎ Modulator এর Mo এবং DeModulator এর Dem থেকে Modem শব্দটি এসেছে। বাংলাদেশে গ্রামীণ মডেম ও চায়না মডেম নামক দুই ধরনের মডেম দেখা যায়। বর্তমানে ওয়াইফাই কানেকশন চলে আসায় মডেম আস্তে আস্তে তার জনপ্রিয়তা হারাচ্ছে। যদিও একটা সময় মডেমের মাধ্যমে ইন্টারনেট কানেকশন দেওয়া বেশ জনপ্রিয় ছিল। আশা করি মডেম কি ধরনের ডিভাইস তা বুঝতে পেরেছেন।

মডেম কে আবিষ্কার করেন

মডেম হলো একটি নেটওয়ার্ক হার্ডওয়্যার ডিভাইস যা ডিজিটাল তথ্য এনকোড করার জন্য এক বা একাধিক এনালগ তরঙ্গ সংকেত নিয়ন্ত্রণ করে থাকে। এটি প্রেরিত তথ্য ডিকোড করে ডিজিটাল সংযোগে রূপান্তর করতে demodulating কৌশল ব্যবহার করে। এর মাধ্যমে আমরা ডিজিটাল তথ্য পাঠাতে পারি। সুতরাং মডেম কি তা নিশ্চয়ই বুঝেছেন। ১৯৭৭ সালে Dale Heatherington এবং Dennis Hayes নামে দুজন ব্যক্তি মডেম আবিষ্কার করেন। 

মডেম কত প্রকার ও কি কি

মডেম কি ধরনের ডিভাইস আপনারা তা জেনেছেন। নেটওয়ার্কিয়ের মাধ্যমে কমিউনিকেশন করার জন্য ৪ ধরনের মডেম ব্যবহার করতে দেখা যায়। চলুন সেগুলো এখন বিস্তারিত জেনে নিই। 
ইন্টারনাল মডেম: বর্তমানে পিসিতে ইন্টারনাল মডেম সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে। কম্পিউটার বা অন্য কোন আইসিটি যন্ত্রের এক্সপানশন স্লটে (‌যেমন: PCI Slot) লাগানোর উপযোগী বিশেষ ধরনের কার্ডকে ইন্টারনাল মডেম বলা হয়ে থাকে। এই ইন্টারনাল মডেম দিয়েই ইন্টারনেট সংযোগ নিশ্চিত করে ডিজিটাল সংকেত আদান-প্রদান করা হয়। অন্যান্য মডেমের চেয়ে ইন্টারনাল মডেমের সুবিধা আপনি অনেকটাই বেশি পাবেন। কারণ ইন্টারনাল মডেম কম্পিউটারের অভ্যন্তরেই থাকে।

অনবোর্ড মডেম: আধুনিক কম্পিউটারগুলোর মূল বোর্ডে এই মডেম Built in অবস্থায় দিয়ে দেওয়া থাকে। এই মডেম বাহির থেকে দেখা যায়না কারণ মাদারবোর্ডে মোডেমটি এন্ট্রি গেট সার্কিট আকারে বসানো থাকে। বর্তমানে প্রায় সকল ডেস্কটপ, পামটম, ট্যাব, ল্যাপটপ ইত্যাদি যন্ত্রে built in মডেম ব্যবহার করা হয়। এই মডেম মূল বোর্ডে ব্যবহার করা হয় বিধায় একে অনবোর্ড মডেম বলে। অনবোর্ড মডেম সুপার ফাস্ট তথ্য প্রেরণে সক্ষম।

রিম্যুভেবল মডেম: রিম্যুভেবল মডেম হলো কম্পিউটার বা অন্য কোন যন্ত্রের USB পোর্টে সংযোগ উপযোগী বিশেষ এক ধরণের মডেম যা ব্যবহারকারীর প্রয়োজনে সংযুক্ত করে মডেমের কাজ করতে পারে আবার প্রয়োজনে মোডেমটি খুলে বিচ্ছিন্ন করে রাখতে পারে। মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে এ মডেমটি দ্বারা যখন খুশি তখন ইন্টারনেটে যুক্ত হওয়া যায়। অধিকাংশ মোবাইল কম্পিউটার ইন্টারনেট ব্যবহারকারীগণ এই মডেমটি ইউজ করেন।

এক্সটার্নাল মডেম: কম্পিউটার বা অন্য যেকোনো আইসিটি যন্ত্রের USB পোর্টে ক্যাবলের সাহায্যে সংযোগ উপযোগী ডিভাইসকে এক্সটার্নাল মডেম বলে। এক্সটার্নাল মডেম বিভিন্ন ধরনের হতে পারে। যেমন: আকুয়েস্টিক কাপলার মডেল, V.34 এক্সটার্নাল মডেম, Digital Subscriber Line বা (DSL) মডেম, ফাইবার অপটিক ক্যাবল মডেম, ওয়ারলেস মডেম ইত্যাদি। আমরা নিজেদের খেয়াল খুশি মতো এক্সটার্নাল মডেম ব্যবহার করতে পারি।

মডেমের কাজ কি কি

কমিউনিকেশন বিল্ডআপ করার জন্য কম্পিউটার নেটওয়ার্কিংয়ে মডেম হলো এক উন্নত ডিভাইস। এটি মূলত মডুলেশন ও ডিমডুলেশন পদ্ধতিতে কাজ করে থাকে। মডেম একটি এনালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে প্রেরণ করতে পারে। আবার মডেম চাইলে ডিজিটাল সংকেতকে এনালগ সংকেতের উপযোগী করেও প্রেরণ করতে পারে। সুতরাং মডেমের আসল কাজ হলো খুব সহজে কোন সংকেতকে তার যথাযথ গন্তব্যে প্রেরণ করা।

মডেমের প্রধান কাজই হল কম্পিউটার বা অন্য যেকোনো ইন্টারনেটের সাথে সংযুক্ত করা। ইন্টারনেট সংযোগযুক্ত সকল যন্ত্রই কোনো না কোনো মডেমের সাথে যুক্ত আছে। সুতরাং কোন ডিভাইসের মাধ্যমে আপনি যদি ইন্টারনেট ব্রাউজিং করতে চান তবে সর্বপ্রথম যন্ত্রটিকে মডেমের সাথে সংযুক্ত করতে হবে। আশা করি মডেম কি এবং মডেমের কাজ কি খুব সহজেই বুঝতে পেরেছেন। 

মডেম এর সুবিধা অসুবিধা

মডেম কি ict ডিভাইস নাকি অন্যকিছু তা আপনারা জেনেছেন। মডেমের কাজ কি সে সম্পর্কেও ধারণা পেয়েছেন। এবার চলুন দেখে নিই মডেম এর সুবিধা অসুবিধাগুলো কি কি।
সুবিধা: মডেমের মূল সুবিধা হলো আপনি সহজেই এর মাধ্যমে যেকোনো ডিজিটাল/এনালগ সংকেতকে কাঙ্খিত জায়গায় প্রেরণ করতে পারবেন। মডেম অত্যন্ত সুপার ফাস্ট কাজ করে থাকে। মডেমের গ্রহণযোগ্যতা অনেক বেশি থাকে এবং কাজ করার ধারা প্রয়োজন মাফিক চলমান থাকে। তাই ইন্টারনেট সংযোগ স্থাপনের জন্য মডেম বেশ সুবিধা রয়েছে।

অসুবিধা: ক্ষেত্র বিশেষে মডেম অনেক ব্যয়বহুল একটি পদ্ধতি। কারণ ওয়াইফাই সংযোগের মাধ্যমে আপনি যতটা কম খরচে ইন্টারনেট সংযোগ দিতে পারবেন মডেমে তা সম্ভব নয়। মডেম অনেক সময় ধীরে কাজ করে। মডেম নষ্ট হলে তা ঠিক করা কিছুটা কঠিন ও সময় সাপেক্ষ। এছাড়া মডেমের চেয়ে আধুনিক প্রযুক্তি উদ্ভাবিত হওয়ায় এর গ্রহণযোগ্যতা বর্তমানে কমে গেছে। 

শেষ কথা - মডেম কি ও মডেমের কাজ কি

আপনারা যারা মডেম কি এবং মডেমের কাজ কি এটি লিখে অনলাইনে অনুসন্ধান করে থাকেন তারা নিশ্চয়ই এই পোস্টটি পড়ে মডেম কি ধরনের ডিভাইস এবং মডেমের কাজ কি কি তা জেনে ফেলেছেন। প্রযুক্তির এই যুগে মডেম সম্পর্কে সবারই ধারণা থাকা দরকার। প্রযুক্তি বিষয়ক আরও নিত্যনতুন পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। @23891

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url