ছারপোকা তাড়ানোর উপায় - ছারপোকা দমনের ঔষধ

ছারপোকা তাড়ানোর উপায় সকলেরই জেনে রাখা দরকার কেননা ছারপোকা আমাদের বসতবাড়ির বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে নানা ক্ষতি সাধন করে থাকে। আপনারা ছারপোকার অত্যাচার থেকে মুক্তির জন্য ইন্টারনেটে ছারপোকা তাড়ানোর উপায় খুঁজে থাকেন। আজ এই পোস্টে তাই ছারপোকা তাড়ানোর উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
ছারপোকা মানেই বাসাবাড়ির এক আতংকের নাম। একবার তা পুরো বাড়িতে ছড়িয়ে গেলে বের করা বেশ দুঃসাধ্য হয়ে পড়ে। আজ এই পোস্টটি পুরোটা পড়লে আপনারা ছারপোকা তাড়ানোর উপায়, ছারপোকা দমনের ঔষধ, ছারপোকা কামড়ালে কি হয়, ছারপোকা মারার পাউডার কি ইত্যাদি বিষয়গুলো জেনে নিতে পারবেন।

বাসাবাড়িতে ছারপোকা কেন হয়

বাসাবাড়িতে ছারপোকার আক্রমণ বেশ সাধারণ ব্যাপার। বিভিন্ন কারণেই বাসাবাড়িতে ছারপোকা বাসা বাঁধতে পারে। বিশেষ করে সোফা, মশারী, বিছানা, বালিশ যদি অপরিষ্কার থাকে তবে সহজেই সেখানে ছারপোকার আক্রমণ হয়। রাতে এই পোকা বেশি সক্রিয় হয়ে মানুষের রক্ত পর্যন্ত শুষে খেতে পারে। মেস, বাসার রুম ইত্যাদি যদি অপরিষ্কার ও অন্ধকারাচ্ছন্ন হয় তবে সেখানে ছারপোকা বংশবৃদ্ধি করে থাকে।
ছারপোকা শরীরে আক্রান্ত হলে তীব্র জ্বালাপোড়া সৃষ্টি হয়। অনেকে মনে করেন শুধু অপরিষ্কার থাকার কারণেই হয়তো ছারপোকা আক্রান্ত হয়। আসলে আদ্র পরিবেশ ও বাসা বাঁধার অনুকূল পরিবেশের কারণেই ছারপোকা ছড়িয়ে যায়। এমনকি ছাড়পোকা এতটাই সংক্রামক যে বাস, ট্রেণের সিট থেকে তা আপনার মাধ্যমেই আপনার বাসায় এসে সংক্রমিত হতে পারে। তাই এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য ছারপোকা তাড়ানোর উপায়গুলো আমাদের জেনে নেওয়া অপরিহার্য। 

ছারপোকা কামড়ালে কি হয়

ছারপোকা কামড় দিলে শরীরে তীব্র যন্ত্রণা হতে পারে। যাদের এলার্জিজনিত সমস্যা আছে তারা ছারপোকা আক্রান্ত হলে নিশ্চয়ই কঠিন এলার্জির শিকার হয়েছেন। ছারপোকা কামড়ালে ত্বকে ফুসকুড়ি হওয়া থেকে শুরু করে ফোস্কাও পড়তে পারে। তবে কামড় দিলে প্রচন্ড চুলকানি হয় এবং আক্রান্ত স্থান লালবর্ণ ধারণ করে। ছারপোকা আক্রান্ত হলে আরও বহুবিধ শারীরিক সমস্যা দেখা দেয়।
গবেষণা থেকে জানা যায় ছারপোকা কামড়ালে ব্লাড প্রেসার কমে যেয়ে শ্বাসকষ্ট শুরু হয়। যা ভবিষ্যতে দীর্ঘমেয়াদি সমস্যার সৃষ্টি করে। ছারপোকার আক্রমণ তীব্র হলে রাতের ঘুমও হারাম হয়ে যেতে পারে। আর রাতের ঘুম নষ্টের ফলে অনিদ্রা, দুঃশ্চিন্তাসহ নানা জটিল রোগ বাসা বাঁধে। সুতরাং, এসকল অবস্থা থেকে মুক্তি লাভের জন্য অবশ্যই আমাদের ছারপোকা তাড়ানোর উপায় জানতে হবে।

ছারপোকা তাড়ানোর উপায়সমূহ | ছারপোকা তাড়াতে নিমপাতা এর ব্যবহার | ছারপোকা মারার পাউডার | ছারপোকা তাড়ানোর স্প্রে

ছারপোকা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর তাই ছারপোকা তাড়ানোর উপায়সমূহ আমাদের সবারই জেনে রাখা বেশ জরুরি। তাই দেরী না করে চলুন জেনে নিই ছারপোকা তাড়ানোর উপায়গুলো কি কি।
  • ছারপোকা তাড়াতে নিম পাতা বেশ কার্যকরী। ছারপোকা মারার জন্য বিছানার চারিদিকে নিমপাতা রাখতে পারেন। নিম পাতার দ্রবণ তৈরি করে তা ঘরের আনাচে কানাচে স্প্রে করতে পারলে তা আরও ভালো। সপ্তাহে কয়েকবার এ পদ্ধতি অনুসরণ করুন। আশা করি ছারপোকা মারা যাবে।
  • ছারপোকা নির্মূল করতে ছাড়পোকা তাড়ানোর স্প্রে হতে পারে কার্যকরী সমাধান। চাইলে আপনি ল্যাভেন্ডার ওয়েল বা অ্যালকোহল স্প্রে করতে পারেন। এগুলো স্প্রে ছারপোকার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। কিছুদিন পর লক্ষ্য করবেন সব ছারপোকা দূর হয়ে গেছে।
  • ছারপোকা অধিক তাপমাত্রায় বাস করতে পারে না। সুতরাং, সপ্তাহে অন্তত ২ বার আপনার বিছানার চাদর, বালিশ, সোফার কভার রোদে দিন। খাটকে ওয়ালের সাথে না লাগিয়ে একটু ফাঁকা রাখুন। তাহলে ভালো ফলাফল পাবেন।
  • ছারপোকা তাড়ানোর উপায় হিসাবে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ন্যাপথলিন। ন্যাফথলিন গুড়া করে বিছানার আশেপাশে ছিটিয়ে রাখুন। তাহলে ন্যাফথলিনের গন্ধে ছারপোকা কয়েকদিনেই পালিয়ে যাবে।
  • আসবাব পত্রে কেরোসিনের প্রলেপ দিতে পারেন। কেরোসিনের গন্ধ ছারপোকা প্রতিরোধে ব্যাপক ভূমিকা রাখে।
  • কীটনাশক ব্যবহার করেও ছারপোকা তাড়ানো সম্ভব। সেজন্য যেগুলো জায়গায় ছাড়পোকা বসবাস করে সেখানে প্রাকৃতিক কীটনাশক ছিটিয়ে দিতে পারেন। দেখবেন ছারপোকার উপদ্রব ধীরে ধীরে কমে যাবে।
  • ছারপোকা তাড়ানোর উপায় হিসাবে পুদিনা পাতার ব্যবহার বেশ জনপ্রিয়। বিছানা, লেপ, তোশক, সোফার কোণায় পুদিনা পাতা রাখতে পারেন। পুদিনা পাতার রস স্প্রে করলেও ভালো কাজ হবে।
  • ছারপোকা মারার পাউডার বিভিন্ন দামের আছে যা বাজারে কিনতে পাওয়া যায়। নিয়মিত ছারপোকা মারার ম্যাজিক পাউডার ব্যবহার করলে আশা করি ছারপোকা দূর হবে। 

ছারপোকা দমনের ঔষধ 

আপনারা ছারপোকা তাড়ানোর উপায় সম্পর্কে ইতোমধ্যে অবগত হয়েছেন। ছারপোকা চিরতরে দমনের জন্য বেশকিছু ঔষধও রয়েছে। ছারপোকা দমনের ঔষধ হিসাবে রাস্তাঘাটে আপনারা অসংখ্য ঔষধ দেখেছেন। তবে ছারপোকা মারার কার্যকরী দুটি ঔষধ হলো, ১) ZoomX ম্যাজিক পাউডার এবং ২) Indian Aluminum Phosphide Tablet. সঠিক ব্যবহারবিধি মেনে এ দুটি ঔষধ প্রয়োগ করলে ছারপোকা চিরতরে দমন করা সম্ভব হবে।

শেষ কথা - ছারপোকা তাড়ানোর উপায় | ছারপোকা দমনের ঔষধ 

প্রিয় পাঠক, সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে নিশ্চয়ই আপনারা ছারপোকা তাড়ানোর উপায় বিস্তারিত জানতে পেরেছেন। কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ছারপোকা তাড়ানো হয় তাও এখন আপনাদের সামনে স্পষ্ট। সবশেষে ছারপোকা দমনের ঔষধ কোনগুলো তারও নাম জেনেছেন। আশা করি পোস্টটি শেয়ার করে সকলকে ছারপোকা তাড়ানোর উপায় জানিয়ে দিবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url